নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় গৃহবধূর (২৫) অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁর ননদের জামাই মেহেদী হাসান রাজু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মেহেদী হাসান রাজু সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামরে বাসিন্দা।
পুলিশ জানান, অভিযোগকারী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। নিজের এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। ২০১৯ সালে তাঁদের বাড়িতে ননদ ও তাঁর স্বামী মেহেদী হাসান রাজু বেড়াতে আসেন। ওই সময় একদিন রাতে পরিবারের অন্য সদস্যসহ ওই গৃহবধূকে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন রাজু। পরে নিজের মোবাইল ফোনে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করেন তিনি।
কিছুদিন পর ননদ তাঁদের বাড়িতে যাওয়ার পর মোবাইল ফোনে রাজু গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানান এবং ভয়ভীতি দেখানো শুরু করেন। পরবর্তী সময়ে ছবি ও ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন রাজু। সবশেষ চলতি বছরের ২১ জুলাই চৌমুহনীর একটি হোটেলে নিয়ে গিয়ে পুনরায় গৃহবধূকে ধর্ষণ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘গত বৃহস্পতিবার ঘটনার বর্ণনা দিয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ। অভিযোগের সূত্র ধরে ও ভুক্তভোগীর সহযোগিতায় আজ দুপুরে নোয়াখালী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে মোবাইল ফোন থেকে গৃহবধূর অশ্লীল ছবি এবং ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।’

নোয়াখালীর সদর উপজেলায় গৃহবধূর (২৫) অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁর ননদের জামাই মেহেদী হাসান রাজু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মেহেদী হাসান রাজু সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামরে বাসিন্দা।
পুলিশ জানান, অভিযোগকারী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। নিজের এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। ২০১৯ সালে তাঁদের বাড়িতে ননদ ও তাঁর স্বামী মেহেদী হাসান রাজু বেড়াতে আসেন। ওই সময় একদিন রাতে পরিবারের অন্য সদস্যসহ ওই গৃহবধূকে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন রাজু। পরে নিজের মোবাইল ফোনে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করেন তিনি।
কিছুদিন পর ননদ তাঁদের বাড়িতে যাওয়ার পর মোবাইল ফোনে রাজু গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানান এবং ভয়ভীতি দেখানো শুরু করেন। পরবর্তী সময়ে ছবি ও ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন রাজু। সবশেষ চলতি বছরের ২১ জুলাই চৌমুহনীর একটি হোটেলে নিয়ে গিয়ে পুনরায় গৃহবধূকে ধর্ষণ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘গত বৃহস্পতিবার ঘটনার বর্ণনা দিয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ। অভিযোগের সূত্র ধরে ও ভুক্তভোগীর সহযোগিতায় আজ দুপুরে নোয়াখালী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে মোবাইল ফোন থেকে গৃহবধূর অশ্লীল ছবি এবং ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে