কুমিল্লা প্রতিনিধি

দেশের বিভিন্ন এলাকায় নিজেকে একজন ধনাঢ্য কাতারপ্রবাসী বলে বিয়ে করতেন প্রতারক শাকিল মাহমুদ আজাদ। অর্থ হাতিয়ে নিতে করেছেন সাত বিয়ে। একটি নির্দিষ্ট এলাকায় অস্থায়ীভাবে থেকে স্থানীদের দান-খয়রাত দিয়ে নিজেকে ধনাঢ্য হিসেবে জাহির করতেন। পরে ওই এলাকায় বিয়ে করে স্থানীয়দের কাতার কিংবা সৌদিতে হজে নেওয়ার নামে মোটা অঙ্কের টাকা নিয়ে হয়ে যেতেন লাপাত্তা।
এমনই এক প্রতারণা করতে গিয়ে র্যাবের ফাঁদে আটকা পড়েন শাকিল মাহমুদ আজাদ। র্যাব-১১, সিপিসি-২ তাঁকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গতকাল বুধবার দুপুরে র্যাব-১১, সিপিসি-২-এর শাকতলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের উপপরিচালক মেজর সাকিব হোসেন। তিনি বলেন, প্রতারক শাকিল মাহমুদ আজাদ কাতারফেরত। বিভিন্ন জেলায় কাতারপ্রবাসী বলে বিয়ে করতেন। পরে শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের কাতারে ও হজে নেওয়ার কথা বলে আদায় করতেন লাখ লাখ টাকা। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অশ্বদিয়া এলাকার বাসিন্দা।
প্রতারক আজাদ শাকিল চতুর্থ প্রতারণামূলক বিয়েটি করেন খুলনায়। সেখানকার নানান মানুষকে বিদেশে নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ২০১৮ সাল থেকে পলাতক ছিলেন তিনি। এ সময় এলাকাবাসীর রোষানলে পড়ে প্রতারক আজাদের চতুর্থ স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। অনেকটা বাধ্য হয়েই নারী নির্যাতন দমন আইনে আজাদের বিরুদ্ধে একটি মামলাও করেন তাঁরা।
পরে ভুক্তভোগীরা তাঁর শ্বশুর ও শাশুড়ির নামে মামলা করলে তাঁরাও এলাকা ছাড়তে বাধ্য হন। আজাদ শাকিলের আসল বাড়ি কুমিল্লার বরুড়ায় জানতে পেরে ১৫ দিন আগে কুমিল্লায় আসেন আজাদের চতুর্থ স্ত্রী এবং র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এ বিষয়ে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। এ বিষয়ে কুমিল্লার বরুড়া থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগীরা বলেন, আজাদ শাকিল বিয়ের পর স্ত্রীকে মানসিক নির্যাতন করতেন। স্বজনদের কাছ থেকে বিদেশে লোক নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। কেউ টাকা ফেরত চাইলে দেওয়া হতো নানান হুমকি-ধমকি। একসময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে হয়ে যেতেন লাপাত্তা।
র্যাব আরও জানায়, তিনি প্রতারণার প্রধান অস্ত্র হিসেবে বিয়েকে বেছে নেন। প্রথমে স্বল্প পরিচিত কারও এলাকায় ঘুরতে যাওয়ার বাহানায় দরিদ্র-অসচ্ছল পরিবারের মেয়েকে প্রবাসী পরিচয়ে বিয়ে করতেন। এরপর এলাকায় কাতারপ্রবাসী জামাই হিসেবে নিজের পরিচয় তৈরি করতেন। এরপর নানান কৌশলে শ্বশুরবাড়ির এলাকার বেকার যুবকদের প্রবাসে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এ সময় বিশ্বাস অর্জনের জন্য ভুক্তভোগীদের ব্যাংক চেকও দিতেন এ প্রতারক। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের চেকটি থাকত ফাঁকা। এ ক্ষেত্রে বিয়ে করার সময়ই আজাদ সেসব পরিবারের মেয়েদের টার্গেট করতেন, যাঁদের তাঁর বিরুদ্ধে মামলা করার সামর্থ্য নেই।

দেশের বিভিন্ন এলাকায় নিজেকে একজন ধনাঢ্য কাতারপ্রবাসী বলে বিয়ে করতেন প্রতারক শাকিল মাহমুদ আজাদ। অর্থ হাতিয়ে নিতে করেছেন সাত বিয়ে। একটি নির্দিষ্ট এলাকায় অস্থায়ীভাবে থেকে স্থানীদের দান-খয়রাত দিয়ে নিজেকে ধনাঢ্য হিসেবে জাহির করতেন। পরে ওই এলাকায় বিয়ে করে স্থানীয়দের কাতার কিংবা সৌদিতে হজে নেওয়ার নামে মোটা অঙ্কের টাকা নিয়ে হয়ে যেতেন লাপাত্তা।
এমনই এক প্রতারণা করতে গিয়ে র্যাবের ফাঁদে আটকা পড়েন শাকিল মাহমুদ আজাদ। র্যাব-১১, সিপিসি-২ তাঁকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গতকাল বুধবার দুপুরে র্যাব-১১, সিপিসি-২-এর শাকতলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের উপপরিচালক মেজর সাকিব হোসেন। তিনি বলেন, প্রতারক শাকিল মাহমুদ আজাদ কাতারফেরত। বিভিন্ন জেলায় কাতারপ্রবাসী বলে বিয়ে করতেন। পরে শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের কাতারে ও হজে নেওয়ার কথা বলে আদায় করতেন লাখ লাখ টাকা। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অশ্বদিয়া এলাকার বাসিন্দা।
প্রতারক আজাদ শাকিল চতুর্থ প্রতারণামূলক বিয়েটি করেন খুলনায়। সেখানকার নানান মানুষকে বিদেশে নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ২০১৮ সাল থেকে পলাতক ছিলেন তিনি। এ সময় এলাকাবাসীর রোষানলে পড়ে প্রতারক আজাদের চতুর্থ স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। অনেকটা বাধ্য হয়েই নারী নির্যাতন দমন আইনে আজাদের বিরুদ্ধে একটি মামলাও করেন তাঁরা।
পরে ভুক্তভোগীরা তাঁর শ্বশুর ও শাশুড়ির নামে মামলা করলে তাঁরাও এলাকা ছাড়তে বাধ্য হন। আজাদ শাকিলের আসল বাড়ি কুমিল্লার বরুড়ায় জানতে পেরে ১৫ দিন আগে কুমিল্লায় আসেন আজাদের চতুর্থ স্ত্রী এবং র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এ বিষয়ে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। এ বিষয়ে কুমিল্লার বরুড়া থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগীরা বলেন, আজাদ শাকিল বিয়ের পর স্ত্রীকে মানসিক নির্যাতন করতেন। স্বজনদের কাছ থেকে বিদেশে লোক নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। কেউ টাকা ফেরত চাইলে দেওয়া হতো নানান হুমকি-ধমকি। একসময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে হয়ে যেতেন লাপাত্তা।
র্যাব আরও জানায়, তিনি প্রতারণার প্রধান অস্ত্র হিসেবে বিয়েকে বেছে নেন। প্রথমে স্বল্প পরিচিত কারও এলাকায় ঘুরতে যাওয়ার বাহানায় দরিদ্র-অসচ্ছল পরিবারের মেয়েকে প্রবাসী পরিচয়ে বিয়ে করতেন। এরপর এলাকায় কাতারপ্রবাসী জামাই হিসেবে নিজের পরিচয় তৈরি করতেন। এরপর নানান কৌশলে শ্বশুরবাড়ির এলাকার বেকার যুবকদের প্রবাসে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এ সময় বিশ্বাস অর্জনের জন্য ভুক্তভোগীদের ব্যাংক চেকও দিতেন এ প্রতারক। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের চেকটি থাকত ফাঁকা। এ ক্ষেত্রে বিয়ে করার সময়ই আজাদ সেসব পরিবারের মেয়েদের টার্গেট করতেন, যাঁদের তাঁর বিরুদ্ধে মামলা করার সামর্থ্য নেই।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে