নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে ১৪ বছর বয়সের এক কিশোরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার পেট থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার ভোরে মিয়ার পোল এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত কিশোর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান আসছে এমন তথ্য পেয়ে গতকাল বুধবার দিবাগত রাত থেকে চৌমুহনী পৌর এলাকায় অবস্থান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর একটি দল। রাতে কক্সবাজার থেকে ফেনী এসে মাদক কারবারি ওই কিশোর গাড়ি পরিবর্তন করে অন্য বাসে ওঠে। ওই বাসটি পরে চৌমুহনী চৌরাস্তার উদ্দেশ্যে রওনা করে। এমন তথ্যের ভিত্তিতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী মিয়ার পোল এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে বাসটি থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে ওই কিশোরকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর প্রথমে মাদকের কথা অস্বীকার করলেও পরে তার পেটের ভেতরে ইয়াবা রয়েছে বলে স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যায় তার পেটে ইয়াবা রয়েছে।
মোহাম্মদ আবদুল হামিদ আরও বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে এবং তার কাছ থেকে মাদক ক্রয় করে নোয়াখালীর বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা অন্য মাদক কারবারি আমিনুল হক আমিন ও জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে ১৪ বছর বয়সের এক কিশোরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার পেট থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার ভোরে মিয়ার পোল এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত কিশোর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান আসছে এমন তথ্য পেয়ে গতকাল বুধবার দিবাগত রাত থেকে চৌমুহনী পৌর এলাকায় অবস্থান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর একটি দল। রাতে কক্সবাজার থেকে ফেনী এসে মাদক কারবারি ওই কিশোর গাড়ি পরিবর্তন করে অন্য বাসে ওঠে। ওই বাসটি পরে চৌমুহনী চৌরাস্তার উদ্দেশ্যে রওনা করে। এমন তথ্যের ভিত্তিতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী মিয়ার পোল এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে বাসটি থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে ওই কিশোরকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর প্রথমে মাদকের কথা অস্বীকার করলেও পরে তার পেটের ভেতরে ইয়াবা রয়েছে বলে স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যায় তার পেটে ইয়াবা রয়েছে।
মোহাম্মদ আবদুল হামিদ আরও বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে এবং তার কাছ থেকে মাদক ক্রয় করে নোয়াখালীর বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা অন্য মাদক কারবারি আমিনুল হক আমিন ও জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে