খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতসহ আওয়ামী লীগের প্রায় সাড়ে ৩ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মামলায় জেলা পরিষদের চেয়ারম্যানসহ ১০৩ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে এ মামলা দায়ের করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা।
আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মামলায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনসহ ১০৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
বেদারুল ইসলাম আরও জানান, আমলি আদালত মামলাটি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। তবে থানায় এ ধরনের লিখিত কোনো নির্দেশনা এখনো পাইনি।’
প্রসঙ্গত, গত শুক্রবার খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আওয়ামী লীগের অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হন। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করেছে।

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতসহ আওয়ামী লীগের প্রায় সাড়ে ৩ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মামলায় জেলা পরিষদের চেয়ারম্যানসহ ১০৩ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে এ মামলা দায়ের করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা।
আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মামলায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনসহ ১০৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
বেদারুল ইসলাম আরও জানান, আমলি আদালত মামলাটি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। তবে থানায় এ ধরনের লিখিত কোনো নির্দেশনা এখনো পাইনি।’
প্রসঙ্গত, গত শুক্রবার খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আওয়ামী লীগের অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হন। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করেছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৫ দিন আগে