প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে তিন কলেজের ৯ জন ছাত্রকে অপহরণের এক ঘণ্টার পর ছেড়ে দিয়েছে রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা। এসময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়।
শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার স্বপ্নপুরি পাহাড়ি ঝরনায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকালে টেকনাফ সরকারি কলেজ, উখিয়া ডিগ্রি কলেজ ও কক্সবাজার সিটি কলেজের মোট ১২ জন ছাত্র স্বপ্নপুরি পাহাড়ি ঝরনায় ভ্রমণ করতে যায়। এরা হলেন মিজানুর রহমান, আমির হোসেন, কিরণ শর্মা, ছিদ্দিক আহমদ, হামিদ হোসেন, মো. আনোয়ার, হেলাল উদ্দিন, রিয়াজ, শাহেদ, মনিরুল মোস্তফা শাহাজাদা, কবির আহমদ ও মো. অয়ুব। ঝরনায় গোসলের একপর্যায়ে ৫ থেকে ৭ জনের সশস্ত্র ডাকাত দল তাঁদের ঘিরে ফেলে। এসময় তিন ছাত্র ডাকাতের জিম্মা থেকে পালিয়ে আসলেও ৯ ছাত্রকে অস্ত্রের মুখে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে সেখানে ছাত্রদের মারধর করে নগদ ১০ হাজার টাকা ও ৬টি মুঠোফোনসহ সব ছিনিয়ে নেয়।
পালিয়ে আসা তিনজনের মধ্যে কক্সবাজার সিটি কলেজের ছাত্র মিজানুর রহমান বলেন, ‘আমিসহ কলেজ বন্ধুদের সঙ্গে পাহাড়ি স্বপ্নপুরি ঝরনায় বেড়াতে যায়। সেখানে হঠাৎ অস্ত্রধারী পাহাড়ি ডাকাতরা তাঁদের ঘিরে ফেলে। এ সময় তাঁরা তিনজন পালিয়ে আসতে সক্ষম হয়। পরে তাঁরা বিষয়টি তাঁদের অভিভাবকদের জানালে তাঁরা জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে। এক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেয় ডাকাতরা।’
ফিরে আসা উখিয়া ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র মনিরুল মোস্তফা শাহজাদা বলেন, মুখোশধারী ডাকাতদল বেশ কয়েকজন মারধর করেছে। সেই সঙ্গে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাঁদের হাতে লম্বা কিরিচ ছিল।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘স্থানীয় ও রোহিঙ্গা ডাকাতরা মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। দিন দিন রোহিঙ্গা ডাকাত দলের হাতে অপহরণের ঘটনা বাড়ছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলারও ঘটনা ঘটছে।’
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘ঝরনায় অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। সেই সঙ্গে ছাত্রদের সঙ্গে কথা বলেছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।’

কক্সবাজারের টেকনাফে তিন কলেজের ৯ জন ছাত্রকে অপহরণের এক ঘণ্টার পর ছেড়ে দিয়েছে রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা। এসময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়।
শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার স্বপ্নপুরি পাহাড়ি ঝরনায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকালে টেকনাফ সরকারি কলেজ, উখিয়া ডিগ্রি কলেজ ও কক্সবাজার সিটি কলেজের মোট ১২ জন ছাত্র স্বপ্নপুরি পাহাড়ি ঝরনায় ভ্রমণ করতে যায়। এরা হলেন মিজানুর রহমান, আমির হোসেন, কিরণ শর্মা, ছিদ্দিক আহমদ, হামিদ হোসেন, মো. আনোয়ার, হেলাল উদ্দিন, রিয়াজ, শাহেদ, মনিরুল মোস্তফা শাহাজাদা, কবির আহমদ ও মো. অয়ুব। ঝরনায় গোসলের একপর্যায়ে ৫ থেকে ৭ জনের সশস্ত্র ডাকাত দল তাঁদের ঘিরে ফেলে। এসময় তিন ছাত্র ডাকাতের জিম্মা থেকে পালিয়ে আসলেও ৯ ছাত্রকে অস্ত্রের মুখে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে সেখানে ছাত্রদের মারধর করে নগদ ১০ হাজার টাকা ও ৬টি মুঠোফোনসহ সব ছিনিয়ে নেয়।
পালিয়ে আসা তিনজনের মধ্যে কক্সবাজার সিটি কলেজের ছাত্র মিজানুর রহমান বলেন, ‘আমিসহ কলেজ বন্ধুদের সঙ্গে পাহাড়ি স্বপ্নপুরি ঝরনায় বেড়াতে যায়। সেখানে হঠাৎ অস্ত্রধারী পাহাড়ি ডাকাতরা তাঁদের ঘিরে ফেলে। এ সময় তাঁরা তিনজন পালিয়ে আসতে সক্ষম হয়। পরে তাঁরা বিষয়টি তাঁদের অভিভাবকদের জানালে তাঁরা জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে। এক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেয় ডাকাতরা।’
ফিরে আসা উখিয়া ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র মনিরুল মোস্তফা শাহজাদা বলেন, মুখোশধারী ডাকাতদল বেশ কয়েকজন মারধর করেছে। সেই সঙ্গে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাঁদের হাতে লম্বা কিরিচ ছিল।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘স্থানীয় ও রোহিঙ্গা ডাকাতরা মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। দিন দিন রোহিঙ্গা ডাকাত দলের হাতে অপহরণের ঘটনা বাড়ছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলারও ঘটনা ঘটছে।’
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘ঝরনায় অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। সেই সঙ্গে ছাত্রদের সঙ্গে কথা বলেছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।’

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
২ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৫ দিন আগে