কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার তিন বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনায় সবমিলিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে টেকনাফের দমদমিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে র্যাব। এ সময় ছৈয়দ হোসন ওরফে সোনালি ডাকাত (৩৫) ও এমরুল (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে চলতি মাসের ১২ তারিখ শফি আলম ও আরাফাত নামের দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের দেওয়া তথ্যসূত্রেই মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম ও জেলার র্যাব-১৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।
অপহৃত তিন বন্ধুরা হলেন, কক্সবাজারের চৌফলদন্ডী উত্তরপাড়ার রুবেল, ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়ার মোহাম্মদ ইউছুফ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে টেকনাফে গিয়ে তাঁরা অপহৃত হন।
র্যাব ও পুলিশের কর্মকর্তারা বলছেন, তিন বন্ধুকে অপহরণের পর হত্যায় জড়িত একজনের দেওয়া তথ্য মতে লাশগুলো উদ্ধার করা হয়। অর্ধগলিত লাশগুলো চেনার উপায় নেই। শরীর থেকে মাংস ঝরে পড়ে অনেকটা কঙ্কাল হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুই সপ্তাহ আগে পাহাড়ে তাঁদের হত্যা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্যে তিনজনের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, ‘গত ২৮ এপ্রিল টেকনাফ সদরে কোহিনুর নামের এক মেয়েকে দেখার টোপ দিয়ে রুবেল ও তাঁর দুই বন্ধুকে ডেকে আনে রোহিঙ্গা শফি আলম। তিন বন্ধু অপহরণের বিষয়টি নজরে আসার পর কাজ শুরু করে পুলিশ। শফির দেওয়া তথ্যমতে তার ভাগনে আরাফাতকে টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অপহৃত রুবেলের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।’
জেলার র্যাব-১৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, ‘তিন বন্ধু টেকনাফ পাত্রী দেখতে যাচ্ছিলেন। পথে গাড়ি থামিয়ে তাদের অপহরণ করা হয়। এর পর পরিবারের লোকজনের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী টেকনাফ দমদমিয়া এলাকার গহিন পাহাড় থেকে তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো অর্ধগলিত ছিল। মরদেহগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে মানুষের কোনো আনা-গোনা নেই। পরে টেকনাফের হাবিবছড়া গহিন পাহাড় থেকে ছৈয়দ হোসন ওরফে সোনালি ডাকাত (৩৫) ও এমরুল (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।’

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার তিন বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনায় সবমিলিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে টেকনাফের দমদমিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে র্যাব। এ সময় ছৈয়দ হোসন ওরফে সোনালি ডাকাত (৩৫) ও এমরুল (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে চলতি মাসের ১২ তারিখ শফি আলম ও আরাফাত নামের দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের দেওয়া তথ্যসূত্রেই মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম ও জেলার র্যাব-১৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।
অপহৃত তিন বন্ধুরা হলেন, কক্সবাজারের চৌফলদন্ডী উত্তরপাড়ার রুবেল, ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়ার মোহাম্মদ ইউছুফ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে টেকনাফে গিয়ে তাঁরা অপহৃত হন।
র্যাব ও পুলিশের কর্মকর্তারা বলছেন, তিন বন্ধুকে অপহরণের পর হত্যায় জড়িত একজনের দেওয়া তথ্য মতে লাশগুলো উদ্ধার করা হয়। অর্ধগলিত লাশগুলো চেনার উপায় নেই। শরীর থেকে মাংস ঝরে পড়ে অনেকটা কঙ্কাল হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুই সপ্তাহ আগে পাহাড়ে তাঁদের হত্যা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্যে তিনজনের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, ‘গত ২৮ এপ্রিল টেকনাফ সদরে কোহিনুর নামের এক মেয়েকে দেখার টোপ দিয়ে রুবেল ও তাঁর দুই বন্ধুকে ডেকে আনে রোহিঙ্গা শফি আলম। তিন বন্ধু অপহরণের বিষয়টি নজরে আসার পর কাজ শুরু করে পুলিশ। শফির দেওয়া তথ্যমতে তার ভাগনে আরাফাতকে টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অপহৃত রুবেলের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।’
জেলার র্যাব-১৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, ‘তিন বন্ধু টেকনাফ পাত্রী দেখতে যাচ্ছিলেন। পথে গাড়ি থামিয়ে তাদের অপহরণ করা হয়। এর পর পরিবারের লোকজনের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী টেকনাফ দমদমিয়া এলাকার গহিন পাহাড় থেকে তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো অর্ধগলিত ছিল। মরদেহগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে মানুষের কোনো আনা-গোনা নেই। পরে টেকনাফের হাবিবছড়া গহিন পাহাড় থেকে ছৈয়দ হোসন ওরফে সোনালি ডাকাত (৩৫) ও এমরুল (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে