Ajker Patrika

হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্টের হত্যাকারীর ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্টের হত্যাকারীর ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন 

সিলেটের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী জেলা সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘তুচ্ছ ঘটনায় গত ২৮ ডিসেম্বর দুপুরে প্রকাশ্যে সাইফুলকে হত্যা করার দুই দিন অতিবাহিত হলেও খুনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারীকে শনাক্ত করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে এখনো তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তাই অতি বিলম্বে হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে আরও বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতিতে যাব।’ 

বক্তারা আরও বলেন, হাসপাতালের চিকিৎসক ও টেকনোলজিস্টদের সুরক্ষা আইন করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের ওপর হামলাসহ কয়েকটি ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। এ জন্য প্রতিনিয়ত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে। তাই সাইফুলের হত্যাকারীকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সহসভাপতি এ টি এম মাইনুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন—সংগঠনটির জেলা সভাপতি মোহাম্মদ আলী জুয়েল, সাধারণ সম্পাদক ইমরান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম সজিব, প্রচার সম্পাদক আবদুস সালাম, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি নুরুল করিম নোমান, সামেপের সহসভাপতি মো. শাহাদাত হোসেন, ল্যাবরেটরি টেকনোলজি সোসাইটির যুগ্ম-আহ্বায়ক আল আমিন প্রমুখ। 

মানববন্ধন শেষে একই স্থানে একটি প্রতিবাদ সমাবেশ করা হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ নোয়াখালী শাখা, বাংলাদেশ ডেন্টাল পরিষদ নোয়াখালী ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত