প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

বরিশাল গৌরনদী উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর গোবর্দ্ধন গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত দুজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও ১৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরনদী উপজেলার উত্তর গোবর্দ্ধন গ্রামের হাচেন সরদারের বসত ঘরের টিনের ওপরে একই বাড়ির মো. ছাত্তার সিকাদারের গাছের নারিকেলের বাধা পরে ঘরের টিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি হাচেন সরদার গাছের মালিক ছত্তার সিকদারের স্ত্রীর অনুমতি নিয়ে গাছের বাধা কেটে দেন। নারিকেলের বাধা কাটার বিষয়টি নিয়ে সাত্তার সিকদারের সঙ্গে প্রতিপক্ষ হাচেন সরদারের কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর দুপুরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে বিকেল তিনটায় গৌরনদী থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুটি বসত ঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের মো. বারেক সরদার, শিউলি বেগম, মো. আপন হাওলাদার, মো. মোখলেছ সরদার, মো. সুজন, ময়না বেগম, রবিউল শিকদার, হৃদয় শিকদার, রিজিয়া বেগম, রাফি (২) সহ ১৫ জন আহত হন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল গৌরনদী উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর গোবর্দ্ধন গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত দুজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও ১৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরনদী উপজেলার উত্তর গোবর্দ্ধন গ্রামের হাচেন সরদারের বসত ঘরের টিনের ওপরে একই বাড়ির মো. ছাত্তার সিকাদারের গাছের নারিকেলের বাধা পরে ঘরের টিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি হাচেন সরদার গাছের মালিক ছত্তার সিকদারের স্ত্রীর অনুমতি নিয়ে গাছের বাধা কেটে দেন। নারিকেলের বাধা কাটার বিষয়টি নিয়ে সাত্তার সিকদারের সঙ্গে প্রতিপক্ষ হাচেন সরদারের কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর দুপুরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে বিকেল তিনটায় গৌরনদী থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুটি বসত ঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের মো. বারেক সরদার, শিউলি বেগম, মো. আপন হাওলাদার, মো. মোখলেছ সরদার, মো. সুজন, ময়না বেগম, রবিউল শিকদার, হৃদয় শিকদার, রিজিয়া বেগম, রাফি (২) সহ ১৫ জন আহত হন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে