বরিশাল প্রতিনিধি

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রিয়াজুল ইসলাম নামে এক যুবককে তুলে নিয়ে মারধর করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াজুলকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তুলে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে ছেড়ে দিয়েছে।
ভুক্তভোগী রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রাতে রূপাতলী বাস টার্মিনাল এলাকায় আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে কয়েক শিক্ষার্থী। এ ঘটনায় আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাকে বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে নিয়ে অনেক মারধর করে। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলীম সালেহী ও মার্কেটিং বিভাগের রাজু মোল্লার ওপর হামলা হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। তখন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযুক্ত যুবককে সেখান থেকে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নিয়ে যায় তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রাজু মোল্লা বলেন, ‘আমরা জানি না তাঁর স্ত্রীকে কারা উত্ত্যক্ত করেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রিয়াজুল আমাদের ওপর চড়াও হয় এবং মারধর করে। পরে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে এসে তাঁকে পুলিশকে সোপর্দ করি।’
আরেক শিক্ষার্থী আলিম সালেহী বলেন, ‘রাজু মোল্লার সঙ্গে ওই যুবকের ঝামেলা দেখে আমি তাদের থামাতে যাই। পরে আমার ওপরও চড়াও হয় সে। এ ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় টার্মিনালের বাস মালিক সমিতির নেতাদের পরামর্শে যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের ঘটনা। রাতেই আমি বিষয়টি জেনে পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। স্থানীয় ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জেনেছি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়েছে।’

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রিয়াজুল ইসলাম নামে এক যুবককে তুলে নিয়ে মারধর করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াজুলকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তুলে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে ছেড়ে দিয়েছে।
ভুক্তভোগী রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রাতে রূপাতলী বাস টার্মিনাল এলাকায় আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে কয়েক শিক্ষার্থী। এ ঘটনায় আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাকে বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে নিয়ে অনেক মারধর করে। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলীম সালেহী ও মার্কেটিং বিভাগের রাজু মোল্লার ওপর হামলা হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। তখন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযুক্ত যুবককে সেখান থেকে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নিয়ে যায় তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রাজু মোল্লা বলেন, ‘আমরা জানি না তাঁর স্ত্রীকে কারা উত্ত্যক্ত করেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রিয়াজুল আমাদের ওপর চড়াও হয় এবং মারধর করে। পরে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে এসে তাঁকে পুলিশকে সোপর্দ করি।’
আরেক শিক্ষার্থী আলিম সালেহী বলেন, ‘রাজু মোল্লার সঙ্গে ওই যুবকের ঝামেলা দেখে আমি তাদের থামাতে যাই। পরে আমার ওপরও চড়াও হয় সে। এ ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় টার্মিনালের বাস মালিক সমিতির নেতাদের পরামর্শে যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের ঘটনা। রাতেই আমি বিষয়টি জেনে পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। স্থানীয় ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জেনেছি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে