Ajker Patrika

মির্জাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে মামলা 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
মির্জাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে মামলা 

মির্জাগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে সুমন খান (২৮) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ শনিবার ওই ছাত্রীর মা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। 

অভিযুক্ত সুমন খান উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ভয়াং গ্রামের আজিজ খানের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই এলাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। ভুক্তভোগী ওই ছাত্রী খালার বাসায় থেকে লেখাপড়া করেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তার খালা বাসায় না সুমন ওই বাসায় ঢুকে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সুমন খান দৌড়ে পালিয়ে যান। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, এ ব্যাপারে মির্জাগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি নিয়মিত মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত