পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) গার্মেন্টস ট্রেড ও প্রশিক্ষণ বিভাগের ইনর্চাজ সাইফুল ইসলাম রাজুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাঠী এলাকার সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলী হোসেন।
মারধরে আহত প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে (৩২) গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরে তাঁর কানে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানানা পিরোজপুর জেলা হাসপাতালের ডা. স্বাগত হালদার।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আলী হোসেন অভিযোগ করেন, বিদেশে কাজের জন্য গমনে ইচ্ছুক ব্যক্তিদের সরকারিভাবে ৩ দিনের একটি প্রাক-বর্হিগমন প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে ভর্তি শেষে ৩ দিন প্রশিক্ষণের পরে সরকারিভাবে একটি প্রশিক্ষণ সনদ দেওয়া হয়। কিন্তু স্থানীয় শামীম নামের এক ব্যক্তি প্রশিক্ষণ কেন্দ্রে এসে প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুর কাছে ভর্তির ১ দিন পরেই তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তির জন্য প্রশিক্ষণ সনদ দাবি করলে প্রশিক্ষক শামীম জানান প্রশিক্ষণের সদন অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। যা তিন দিন প্রশিক্ষণ শেষে পাওয়া যায়। এক দিনের মধ্যে এই সনদ প্রদান করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তখন বহিরাগত শামীম প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে নানাভাবে হুমকি দেন এবং একপর্যায়ে মারধর করে গুরুতর জখম করেন। বিষয়টি জানতে পেয়ে তৎক্ষাণিক ঘটনাস্থলে গেলে শামীম তাকেও নানা রকমের হুমকি প্রদান করেন এবং মাসিক একটি চাঁদা দাবি করে ঘটনাস্থল ত্যাগ করেন।
অধ্যক্ষ মো. আলী হোসেন আরও বলেন, প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে গুরতর আহত অবস্থায় পিরোজপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অব্যহিত করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

পিরোজপুরের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) গার্মেন্টস ট্রেড ও প্রশিক্ষণ বিভাগের ইনর্চাজ সাইফুল ইসলাম রাজুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাঠী এলাকার সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলী হোসেন।
মারধরে আহত প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে (৩২) গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরে তাঁর কানে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানানা পিরোজপুর জেলা হাসপাতালের ডা. স্বাগত হালদার।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আলী হোসেন অভিযোগ করেন, বিদেশে কাজের জন্য গমনে ইচ্ছুক ব্যক্তিদের সরকারিভাবে ৩ দিনের একটি প্রাক-বর্হিগমন প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে ভর্তি শেষে ৩ দিন প্রশিক্ষণের পরে সরকারিভাবে একটি প্রশিক্ষণ সনদ দেওয়া হয়। কিন্তু স্থানীয় শামীম নামের এক ব্যক্তি প্রশিক্ষণ কেন্দ্রে এসে প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুর কাছে ভর্তির ১ দিন পরেই তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তির জন্য প্রশিক্ষণ সনদ দাবি করলে প্রশিক্ষক শামীম জানান প্রশিক্ষণের সদন অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। যা তিন দিন প্রশিক্ষণ শেষে পাওয়া যায়। এক দিনের মধ্যে এই সনদ প্রদান করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তখন বহিরাগত শামীম প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে নানাভাবে হুমকি দেন এবং একপর্যায়ে মারধর করে গুরুতর জখম করেন। বিষয়টি জানতে পেয়ে তৎক্ষাণিক ঘটনাস্থলে গেলে শামীম তাকেও নানা রকমের হুমকি প্রদান করেন এবং মাসিক একটি চাঁদা দাবি করে ঘটনাস্থল ত্যাগ করেন।
অধ্যক্ষ মো. আলী হোসেন আরও বলেন, প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে গুরতর আহত অবস্থায় পিরোজপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অব্যহিত করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে