প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামের (২৫) ডান হাতের কবজি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। এ সময় পাল্টা হামলায় ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুলের ভাই রায়হান (২৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার সংলগ্ন হাজিমুদ্দিন কালভার্ট এলাকায় এই ঘটনা ঘটে।
রাকিবুল মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণে রাকিবুলের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ও রায়হানকে প্রথমে চিকিৎসার জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে অবস্থার আরও অবনতি হলে আজ বৃহস্পতিবার তাঁদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহত রাকিবুল জানান, বুধবার রাত ৯টার দিকে সে তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের কবজি কেটে ফেলে ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তাঁর ভাই রায়হানসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত। এ ছাড়া তাঁর বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
রাকিবুল ইসলামের মামা গাজি মইনুল ইসলাম জানান, রাতে রাকিবুল তেগাছিয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তাঁর ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম রায়হান, নবী হোসেন, বাদশা খলিফা, জাকারিয়া জমাদ্দার, রুবেল শিকদার, মাসুম হাওলাদারসহ ১০ / ১২ জন সশস্ত্র সন্ত্রাসী রাকিবুলের ওপর হামলা চালায়। তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। তাঁর ডান হাত একটি কাঠের ওপর রেখে কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলে তাঁরা।
এ ব্যাপারে আহত রায়হানের মামা মোমিন বিশ্বাস জানান, দুই বছর আগে রাকিবুল রায়হানকে কুপিয়ে গুরুতর জখম করে। এ নিয়ে একটি মামলা পটুয়াখালী জেলা আদালতে চলমান। ওই মামলা প্রত্যাহারের জন্য রায়হানকে চাপ প্রয়োগ করে রাকিবুল। মামলা প্রত্যাহার না করায় রাকিবুল তাঁর দলবল নিয়ে রায়হানকে বুধবার সন্ধ্যায় কুপিয়ে গুরুতর জখম করেছে।
অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া গেছে।
হামলার অভিযোগ অস্বীকার করে রায়হান জানান, আমি বা আমার কোন আত্মীয় এ ঘটনার সঙ্গে জড়িত নই। বরং রাকিবুল আজকে আমার ওপর হামলা করে জখম করেছে।
এ ব্যাপারে কলাপাড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল হাসান বলেন, রাকিবুল ও রায়হান দু’জনের অবস্থাই গুরুতর। রাকিবুলের ডান হাতের কবজি কেটে চামড়া ঝুলে আছে। এ ছাড়া মাথা পিঠে একাধিক জখম রয়েছে। আহত রায়হানের দুই হাতের কাটা চিহ্ন রয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার জানান, গত বছর মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুলের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তারই রেশ ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তিনি আরও জানান, ঘটনায় উভয় পক্ষের লোকজনই আহত হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাতে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলা হয়েছে। কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামের (২৫) ডান হাতের কবজি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। এ সময় পাল্টা হামলায় ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুলের ভাই রায়হান (২৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার সংলগ্ন হাজিমুদ্দিন কালভার্ট এলাকায় এই ঘটনা ঘটে।
রাকিবুল মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণে রাকিবুলের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ও রায়হানকে প্রথমে চিকিৎসার জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে অবস্থার আরও অবনতি হলে আজ বৃহস্পতিবার তাঁদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহত রাকিবুল জানান, বুধবার রাত ৯টার দিকে সে তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের কবজি কেটে ফেলে ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তাঁর ভাই রায়হানসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত। এ ছাড়া তাঁর বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
রাকিবুল ইসলামের মামা গাজি মইনুল ইসলাম জানান, রাতে রাকিবুল তেগাছিয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তাঁর ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম রায়হান, নবী হোসেন, বাদশা খলিফা, জাকারিয়া জমাদ্দার, রুবেল শিকদার, মাসুম হাওলাদারসহ ১০ / ১২ জন সশস্ত্র সন্ত্রাসী রাকিবুলের ওপর হামলা চালায়। তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। তাঁর ডান হাত একটি কাঠের ওপর রেখে কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলে তাঁরা।
এ ব্যাপারে আহত রায়হানের মামা মোমিন বিশ্বাস জানান, দুই বছর আগে রাকিবুল রায়হানকে কুপিয়ে গুরুতর জখম করে। এ নিয়ে একটি মামলা পটুয়াখালী জেলা আদালতে চলমান। ওই মামলা প্রত্যাহারের জন্য রায়হানকে চাপ প্রয়োগ করে রাকিবুল। মামলা প্রত্যাহার না করায় রাকিবুল তাঁর দলবল নিয়ে রায়হানকে বুধবার সন্ধ্যায় কুপিয়ে গুরুতর জখম করেছে।
অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া গেছে।
হামলার অভিযোগ অস্বীকার করে রায়হান জানান, আমি বা আমার কোন আত্মীয় এ ঘটনার সঙ্গে জড়িত নই। বরং রাকিবুল আজকে আমার ওপর হামলা করে জখম করেছে।
এ ব্যাপারে কলাপাড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল হাসান বলেন, রাকিবুল ও রায়হান দু’জনের অবস্থাই গুরুতর। রাকিবুলের ডান হাতের কবজি কেটে চামড়া ঝুলে আছে। এ ছাড়া মাথা পিঠে একাধিক জখম রয়েছে। আহত রায়হানের দুই হাতের কাটা চিহ্ন রয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার জানান, গত বছর মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুলের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তারই রেশ ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তিনি আরও জানান, ঘটনায় উভয় পক্ষের লোকজনই আহত হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাতে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলা হয়েছে। কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে