নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ ও শারীরিক নিগ্রহের শিকার হয়ে লজ্জায়-অপমানে তিনি আত্মহত্যা করেছেন। ববির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তার শুভর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী আশ্রয়ণ কেন্দ্রের নিজ ঘর থেকে শুভর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শুভ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বৌলতলী গ্রামের প্রয়াত সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগী দম্পতির ছেলে। শৈশবে মা-বাবাকে হারানো শুভ তাঁর বোন-ভগ্নিপতি ও মামাবাড়িতে বেড়ে ওঠেন। তিন বছর আগে বৌলতলী আশ্রয়ণ প্রকল্পে
শুভ একটি ঘর বরাদ্দ পান। মাঝেমধ্যে গ্রামে এলে তিনি মামাবাড়ি নয়তো আশ্রয়ণ কেন্দ্রের ওই ঘরে থাকতেন।
লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বলেন, ‘আলামত দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। এক-দুই দিন আগে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শীতের কারণে মরদেহে পচন ধরেনি। মরদেহ শক্ত হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে শুভ তাঁর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে তাঁকে নির্যাতন ও অপবাদ দেওয়ার অভিযোগ করেন। ১ জানুয়ারি শুভ লেখাটি ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার একটি গ্রামের এক তরুণীর সঙ্গে শুভর দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ৩১ ডিসেম্বর রাতে ওই তরুণীর জন্মদিনে তাঁকে সরাসরি শুভেচ্ছা জানাতে তাঁদের বাড়িতে যান শুভ।
সেখানে তরুণীর পরিবারের সদস্যরা তাঁকে ধরে প্রচণ্ড মারধর করেন।
শুভ জানান, সম্পর্কের কথা জানানোর পরেও তরুণীর জ্যাঠাসহ পরিবারের সদস্যরা তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক একটি ‘মিথ্যা ভিডিও’ ধারণ করেন। সেখানে তাঁকে দিয়ে স্বীকার করানো হয়, তিনি ওই বাড়িতে ‘চুরি’ করতে গিয়েছিলেন। পরবর্তী সময় এই চুরির অপবাদ শুভর এলাকায় ছড়িয়ে দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়।
ফেসবুক স্ট্যাটাসে শুভ লিখেছেন, ‘তারা সত্যকে আড়াল করে আমাকে মিথ্যা চোর অপবাদ দিয়ে সকলের কাছে দোষী করেছে। এতে আমার মানসম্মান নষ্ট হয়েছে। আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না। তারা আমাকে জানে মারার চেয়েও বেশি মেরে ফেলেছে।’
আর্থিক স্বচ্ছলতা না থাকায় প্রেমিকার পরিবার সম্পর্ক মেনে নেয়নি উল্লেখ করে শুভ আরও বলেন, ‘টাকা আজ নেই কিন্তু কাল হতে পারত, কিন্তু এই অপমানের পর বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়।’ শুভ তাঁর মৃত্যুর জন্য প্রেমিকা, তাঁর বাবা, কাকা ও জেঠুকে সরাসরি দায়ী করে গেছেন।
শুভর মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ ও শারীরিক নিগ্রহের শিকার হয়ে লজ্জায়-অপমানে তিনি আত্মহত্যা করেছেন। ববির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তার শুভর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী আশ্রয়ণ কেন্দ্রের নিজ ঘর থেকে শুভর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শুভ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বৌলতলী গ্রামের প্রয়াত সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগী দম্পতির ছেলে। শৈশবে মা-বাবাকে হারানো শুভ তাঁর বোন-ভগ্নিপতি ও মামাবাড়িতে বেড়ে ওঠেন। তিন বছর আগে বৌলতলী আশ্রয়ণ প্রকল্পে
শুভ একটি ঘর বরাদ্দ পান। মাঝেমধ্যে গ্রামে এলে তিনি মামাবাড়ি নয়তো আশ্রয়ণ কেন্দ্রের ওই ঘরে থাকতেন।
লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বলেন, ‘আলামত দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। এক-দুই দিন আগে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শীতের কারণে মরদেহে পচন ধরেনি। মরদেহ শক্ত হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে শুভ তাঁর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে তাঁকে নির্যাতন ও অপবাদ দেওয়ার অভিযোগ করেন। ১ জানুয়ারি শুভ লেখাটি ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার একটি গ্রামের এক তরুণীর সঙ্গে শুভর দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ৩১ ডিসেম্বর রাতে ওই তরুণীর জন্মদিনে তাঁকে সরাসরি শুভেচ্ছা জানাতে তাঁদের বাড়িতে যান শুভ।
সেখানে তরুণীর পরিবারের সদস্যরা তাঁকে ধরে প্রচণ্ড মারধর করেন।
শুভ জানান, সম্পর্কের কথা জানানোর পরেও তরুণীর জ্যাঠাসহ পরিবারের সদস্যরা তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক একটি ‘মিথ্যা ভিডিও’ ধারণ করেন। সেখানে তাঁকে দিয়ে স্বীকার করানো হয়, তিনি ওই বাড়িতে ‘চুরি’ করতে গিয়েছিলেন। পরবর্তী সময় এই চুরির অপবাদ শুভর এলাকায় ছড়িয়ে দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়।
ফেসবুক স্ট্যাটাসে শুভ লিখেছেন, ‘তারা সত্যকে আড়াল করে আমাকে মিথ্যা চোর অপবাদ দিয়ে সকলের কাছে দোষী করেছে। এতে আমার মানসম্মান নষ্ট হয়েছে। আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না। তারা আমাকে জানে মারার চেয়েও বেশি মেরে ফেলেছে।’
আর্থিক স্বচ্ছলতা না থাকায় প্রেমিকার পরিবার সম্পর্ক মেনে নেয়নি উল্লেখ করে শুভ আরও বলেন, ‘টাকা আজ নেই কিন্তু কাল হতে পারত, কিন্তু এই অপমানের পর বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়।’ শুভ তাঁর মৃত্যুর জন্য প্রেমিকা, তাঁর বাবা, কাকা ও জেঠুকে সরাসরি দায়ী করে গেছেন।
শুভর মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৪ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২৩ দিন আগে