
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করেন। সেখান থেকে পৃথিবীতে ফিরেই বিয়ে করবেন। রাশিয়ার মহাকাশচারী পরিচয় দেওয়া সেই ব্যক্তিকে চোখ বন্ধ করে প্রায় ৪৪ লাখ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩০ লাখ টাকা) দিয়ে এখন হা হুতাশ করছেন জাপানি নারী।
টোকিও ভিত্তিক টেলিভিশন টিভি আসাহির প্রতিবেদনে উঠে এসেছে প্রতারণার এ গল্প। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি পৃথিবীতে ফিরে আসা এবং বিয়ে করার প্রতিশ্রুতিতে এই টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
গত জুনে জাপানের শিগা প্রিফেকচারের বাসিন্দা এই নারীর ইনস্টাগ্রামে ওই ভুয়া মহাকাশচারীর সঙ্গে পরিচয় হয়। প্রতিবেদনে বলা হয়, মহাকাশ স্টেশনে কাজ করছেন এমন ধারণা দেওয়ার জন্য ওই ব্যক্তি প্রোফাইলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করার একটি ছবি ব্যবহার করেন।
প্রথম সাক্ষাতের পর দুজনের মধ্যে নিয়মিত কথা হতো। জাপানি মেসেজিং অ্যাপ্লিকেশন লাইন-এ তাঁরা কথা বলতেন। ওই নারী বলেন, দ্রুতই তিনি ওই ব্যক্তির প্রেমে পড়েন। ওই ব্যক্তির পক্ষ থেকে প্রথম প্রেমের প্রস্তাব আসে। শিগগিরই তিনি বিয়ে করবেন বলেও জানান।
লোকটি প্রচুর টেক্সট পাঠাতে থাকেন। তিনি বলেন, ওই নারীকে ভালোবাসে এবং জাপানে একসঙ্গে একটি নতুন জীবন শুরু করতে চান।
একপর্যায়ে ওই প্রতারক বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসতে এবং বিয়ে করার জন্য তাঁর টাকার প্রয়োজন। তিনি দাবি করেন, যে রকেটে করে তিনি ফিরবেন সেটির অবতরণ ফি দিতে হবে। ওই রকেটে তিনি জাপানে অবতরণ করবেন।
ওই নারী ব্যক্তিটিকে বিশ্বাস করেন এবং কয়েক ধাপে তাঁকে টাকা পাঠাতে শুরু করেন। জাপানের পত্রিকা ইয়োমিউরি শিমবুনের প্রতিবেদন অনুযায়ী, ১৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাঁচ কিস্তিতে মোট ৪৪ লাখ ইয়েন পাঠিয়েছেন ওই নারী।
ব্যক্তিটি আরও টাকা দাবি করতে থাকলে তখন তাঁর সন্দেহ হয়। তখন তিনি পুলিশের কাছে অভিযোগ দেন। পুলিশ ঘটনাটি ‘আন্তর্জাতিক রোমান্স কেলেঙ্কারি’ বলে ধারণা করছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করেন। সেখান থেকে পৃথিবীতে ফিরেই বিয়ে করবেন। রাশিয়ার মহাকাশচারী পরিচয় দেওয়া সেই ব্যক্তিকে চোখ বন্ধ করে প্রায় ৪৪ লাখ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩০ লাখ টাকা) দিয়ে এখন হা হুতাশ করছেন জাপানি নারী।
টোকিও ভিত্তিক টেলিভিশন টিভি আসাহির প্রতিবেদনে উঠে এসেছে প্রতারণার এ গল্প। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি পৃথিবীতে ফিরে আসা এবং বিয়ে করার প্রতিশ্রুতিতে এই টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
গত জুনে জাপানের শিগা প্রিফেকচারের বাসিন্দা এই নারীর ইনস্টাগ্রামে ওই ভুয়া মহাকাশচারীর সঙ্গে পরিচয় হয়। প্রতিবেদনে বলা হয়, মহাকাশ স্টেশনে কাজ করছেন এমন ধারণা দেওয়ার জন্য ওই ব্যক্তি প্রোফাইলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করার একটি ছবি ব্যবহার করেন।
প্রথম সাক্ষাতের পর দুজনের মধ্যে নিয়মিত কথা হতো। জাপানি মেসেজিং অ্যাপ্লিকেশন লাইন-এ তাঁরা কথা বলতেন। ওই নারী বলেন, দ্রুতই তিনি ওই ব্যক্তির প্রেমে পড়েন। ওই ব্যক্তির পক্ষ থেকে প্রথম প্রেমের প্রস্তাব আসে। শিগগিরই তিনি বিয়ে করবেন বলেও জানান।
লোকটি প্রচুর টেক্সট পাঠাতে থাকেন। তিনি বলেন, ওই নারীকে ভালোবাসে এবং জাপানে একসঙ্গে একটি নতুন জীবন শুরু করতে চান।
একপর্যায়ে ওই প্রতারক বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসতে এবং বিয়ে করার জন্য তাঁর টাকার প্রয়োজন। তিনি দাবি করেন, যে রকেটে করে তিনি ফিরবেন সেটির অবতরণ ফি দিতে হবে। ওই রকেটে তিনি জাপানে অবতরণ করবেন।
ওই নারী ব্যক্তিটিকে বিশ্বাস করেন এবং কয়েক ধাপে তাঁকে টাকা পাঠাতে শুরু করেন। জাপানের পত্রিকা ইয়োমিউরি শিমবুনের প্রতিবেদন অনুযায়ী, ১৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাঁচ কিস্তিতে মোট ৪৪ লাখ ইয়েন পাঠিয়েছেন ওই নারী।
ব্যক্তিটি আরও টাকা দাবি করতে থাকলে তখন তাঁর সন্দেহ হয়। তখন তিনি পুলিশের কাছে অভিযোগ দেন। পুলিশ ঘটনাটি ‘আন্তর্জাতিক রোমান্স কেলেঙ্কারি’ বলে ধারণা করছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১০ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে