রাজবাড়ী প্রতিনিধি

জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (ডিএসবি এসআই) পরিচয়ে বিয়ে ও শ্যালককে সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে ফারহান (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে রাজবাড়ী শহরের ১ নম্বর বেড়াডাঙ্গার তালতলা এলাকার জাফর মিয়ার বাসা থেকে তাঁকে আটক করা হয়। আটক ফারহান রংপুরের পীরগাছা উপজেলার কাসেম মণ্ডলের ছেলে।
আটক ফারহানের শ্বশুর জাফর মিয়া বলেন, ‘প্রায় ১০ মাস আগে ডিএসবির এসআই পরিচয় দিয়ে আমার মেয়েকে বিয়ে করেন ফারহান।বিয়ের কয়েক মাস পর আমার ছেলে সৈয়দ অমিত হাসানকে বিআরটিএর অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে জামাই ১৫ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে সাত লাখ টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে নিয়োগপত্র দেন ফারহান। পরে নিয়োগপত্র নিয়ে আমার ছেলে খুলনা বিআরটিএর চাকরিতে যোগদান করতে গিয়ে জানতে পারে সেটি ভুয়া। এমনকি পরে জানতে পারি, আমার মেয়েজামাই কোনো ডিএসবির এসআই নন। বিষয়টি জানতে পেরে তাঁকে কল করা হলে পাওয়া যায়নি। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন।’
ফারহানের শ্বশুর আরও বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই ফারহান প্রতারণা করেছেন। বিয়ের পর আমার মেয়ের ভরণপোষণও করেননি। শুনেছি এর আগেও তিনি একটি বিয়ে করেছেন। ওই ঘরে এক ছেলেসন্তান রয়েছে। আগের বিয়ের তথ্য গোপন করে এবং মিথ্যা পরিচয় দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছেন। আমি এই প্রতারকের কঠিন বিচার চাই।’
ফারহান জানান, তিনি চাকরির জন্য তিন লাখ টাকা নিয়েছিলেন। সেই টাকা আরেকজনকে দিয়েছেন। পুলিশ পরিচয়ে তিনি বিয়ে
করেননি এবং পরবর্তী সময়ে কখনো পরিচয়ও দেননি।
রাজবাড়ী সদর থানার এসআই মাহবুব হোসেন বলেন, স্থানীয়রা ভুয়া ডিএসবি এসআইকে আটক করেছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, আটক ফারহানের মোবাইলে পুলিশের পোশাক পরিহিত ও পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে তোলা ছবি পাওয়া গেছে।

জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (ডিএসবি এসআই) পরিচয়ে বিয়ে ও শ্যালককে সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে ফারহান (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে রাজবাড়ী শহরের ১ নম্বর বেড়াডাঙ্গার তালতলা এলাকার জাফর মিয়ার বাসা থেকে তাঁকে আটক করা হয়। আটক ফারহান রংপুরের পীরগাছা উপজেলার কাসেম মণ্ডলের ছেলে।
আটক ফারহানের শ্বশুর জাফর মিয়া বলেন, ‘প্রায় ১০ মাস আগে ডিএসবির এসআই পরিচয় দিয়ে আমার মেয়েকে বিয়ে করেন ফারহান।বিয়ের কয়েক মাস পর আমার ছেলে সৈয়দ অমিত হাসানকে বিআরটিএর অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে জামাই ১৫ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে সাত লাখ টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে নিয়োগপত্র দেন ফারহান। পরে নিয়োগপত্র নিয়ে আমার ছেলে খুলনা বিআরটিএর চাকরিতে যোগদান করতে গিয়ে জানতে পারে সেটি ভুয়া। এমনকি পরে জানতে পারি, আমার মেয়েজামাই কোনো ডিএসবির এসআই নন। বিষয়টি জানতে পেরে তাঁকে কল করা হলে পাওয়া যায়নি। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন।’
ফারহানের শ্বশুর আরও বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই ফারহান প্রতারণা করেছেন। বিয়ের পর আমার মেয়ের ভরণপোষণও করেননি। শুনেছি এর আগেও তিনি একটি বিয়ে করেছেন। ওই ঘরে এক ছেলেসন্তান রয়েছে। আগের বিয়ের তথ্য গোপন করে এবং মিথ্যা পরিচয় দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছেন। আমি এই প্রতারকের কঠিন বিচার চাই।’
ফারহান জানান, তিনি চাকরির জন্য তিন লাখ টাকা নিয়েছিলেন। সেই টাকা আরেকজনকে দিয়েছেন। পুলিশ পরিচয়ে তিনি বিয়ে
করেননি এবং পরবর্তী সময়ে কখনো পরিচয়ও দেননি।
রাজবাড়ী সদর থানার এসআই মাহবুব হোসেন বলেন, স্থানীয়রা ভুয়া ডিএসবি এসআইকে আটক করেছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, আটক ফারহানের মোবাইলে পুলিশের পোশাক পরিহিত ও পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে তোলা ছবি পাওয়া গেছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে