নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরি ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুল ইসলামের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের ক্রোক আদেশ অমান্য করে জব্দকৃত সম্পদ তছরুপের অপরাধে এ মামলা করা হয়।
আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদর থানায় দুদকের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে মামলা করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৩৮১/৫১১ ধারায় মামলা করা হয়েছে। হ্যাচারি কর্মকর্তা ছাড়াও অজ্ঞাতনামাদের মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৩ মে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশ অনুযায়ী, বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ক্রোক বা অবরুদ্ধ করা হয়।
জব্দকৃত সম্পদের রিসিভার নিয়োগ প্রক্রিয়া চলমান। এ অবস্থায় ক্রোককৃত সম্পত্তির মধ্যে রিসোর্টের পুকুরের মাছসহ বিভিন্ন সম্পদ চুরি করছেন মর্মে গোপন সূত্রে খবর পাওয়া যায়। গতকাল শুক্রবার দুদকের গোপালগঞ্জ জেলা উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। দুদক কর্মকর্তারা অভিযানে সরেজমিন তদন্তে রিসোর্টের পুকুরে মাছ ধরতে দেখতে পান।
জানা যায়, অভিযান পরিচালনার সময় পুকুরের ৫৫৫ কেজি তেলাপিয়া ও ৩৭ দশমিক ৫০ কেজি কাতলা মাছ চুরি করে বিক্রির চেষ্টা করা হয়। যার নিলাম মূল্য ৮৩ হাজার ৭৫৪ টাকা।
এজাহার থেকে আরও জানা যায়, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যদের সহযোগিতায় জব্দকৃত মাছ উপস্থিত মৎস্যজীবীদের মধ্যে নিলামে বিক্রি করা হয়। মাছ বিক্রির ৮৩ হাজার ৭৫৪ টাকা সরকারি রাজস্বে জমা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ মে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের নামে থাকা ৬২৭ বিঘা জমি, ৩৩টি ব্যাংক হিসাব ও ২৫টি কোম্পানিতে বিনিয়োগ জব্দের নির্দেশ দেন আদালত। জব্দের এই তালিকায় সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডও রয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসন এই রিসোর্টের নিয়ন্ত্রণ নিয়েছে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরি ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুল ইসলামের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের ক্রোক আদেশ অমান্য করে জব্দকৃত সম্পদ তছরুপের অপরাধে এ মামলা করা হয়।
আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদর থানায় দুদকের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে মামলা করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৩৮১/৫১১ ধারায় মামলা করা হয়েছে। হ্যাচারি কর্মকর্তা ছাড়াও অজ্ঞাতনামাদের মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৩ মে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশ অনুযায়ী, বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ক্রোক বা অবরুদ্ধ করা হয়।
জব্দকৃত সম্পদের রিসিভার নিয়োগ প্রক্রিয়া চলমান। এ অবস্থায় ক্রোককৃত সম্পত্তির মধ্যে রিসোর্টের পুকুরের মাছসহ বিভিন্ন সম্পদ চুরি করছেন মর্মে গোপন সূত্রে খবর পাওয়া যায়। গতকাল শুক্রবার দুদকের গোপালগঞ্জ জেলা উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। দুদক কর্মকর্তারা অভিযানে সরেজমিন তদন্তে রিসোর্টের পুকুরে মাছ ধরতে দেখতে পান।
জানা যায়, অভিযান পরিচালনার সময় পুকুরের ৫৫৫ কেজি তেলাপিয়া ও ৩৭ দশমিক ৫০ কেজি কাতলা মাছ চুরি করে বিক্রির চেষ্টা করা হয়। যার নিলাম মূল্য ৮৩ হাজার ৭৫৪ টাকা।
এজাহার থেকে আরও জানা যায়, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যদের সহযোগিতায় জব্দকৃত মাছ উপস্থিত মৎস্যজীবীদের মধ্যে নিলামে বিক্রি করা হয়। মাছ বিক্রির ৮৩ হাজার ৭৫৪ টাকা সরকারি রাজস্বে জমা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ মে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের নামে থাকা ৬২৭ বিঘা জমি, ৩৩টি ব্যাংক হিসাব ও ২৫টি কোম্পানিতে বিনিয়োগ জব্দের নির্দেশ দেন আদালত। জব্দের এই তালিকায় সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডও রয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসন এই রিসোর্টের নিয়ন্ত্রণ নিয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে