
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রেলওয়ের লিজ দেওয়া জমিতে জোর করে মাটি ফেলে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার জামপুর ইউনিয়নের ব্রাহ্মনণবাওগা বৈরাবটেক বিদ্যুৎ সাপ্লাই স্টেশনের পাশে রেলওয়ের জমিতে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই জমির লিজ নেওয়া আব্দুল বাতেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে আব্দুল বাতেন উল্লেখ করেন, রেলওয়ের কাছ থেকে ৩৯ শতাংশ জমি লিজ নিয়ে ৩৫ বছর ধরে নিয়মিত খাজনা পরিশোধ করে চাষবাস করে আসছেন তিনি। সম্প্রতি কলতাপাড়া গ্রামের আব্দুল গাফফার ওই জমিতে মাটি ভরাটের কাজ শুরু করেন।
রেলওয়ের ইজারা নীতিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, রেলওয়ে থেকে লিজ দেওয়া সম্পত্তির কোনো শ্রেণি পরিবর্তন করা যাবে না। শুধু কৃষিকাজে এ জমি ব্যবহার করতে হবে।
গতকাল ওই এলাকায় গিয়ে দেখা যায়, অভিযুক্ত আব্দুল গাফফারের লোকজন ট্রাকে করে কৃষিজমি থেকে মাটি এনে রেলওয়ের লিজ দেওয়া ওই সম্পত্তিতে ফেলে ভরাট করছেন।
রেলওয়ের জমির লিজ নেওয়া আব্দুল বাতেন বলেন, ‘৩৫ বছর ধরে ওই জমিতে মাছ ও ধান চাষ করে আসছি। কয়েক দিন ধরে
আব্দুল গাফফার ওই জমিতে জোর করে মাটি ফেলে ভরাট করছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
অভিযুক্ত আব্দুল গাফফারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁদের (আব্দুল বাতেন) লিজ বাতিল হয়ে গেছে। পাশের জমি আমার, সেই জমিতেই মাটি ভরাটের কাজ করছি।’
তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রেলওয়ের লিজ দেওয়া জমিতে জোর করে মাটি ফেলে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার জামপুর ইউনিয়নের ব্রাহ্মনণবাওগা বৈরাবটেক বিদ্যুৎ সাপ্লাই স্টেশনের পাশে রেলওয়ের জমিতে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই জমির লিজ নেওয়া আব্দুল বাতেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে আব্দুল বাতেন উল্লেখ করেন, রেলওয়ের কাছ থেকে ৩৯ শতাংশ জমি লিজ নিয়ে ৩৫ বছর ধরে নিয়মিত খাজনা পরিশোধ করে চাষবাস করে আসছেন তিনি। সম্প্রতি কলতাপাড়া গ্রামের আব্দুল গাফফার ওই জমিতে মাটি ভরাটের কাজ শুরু করেন।
রেলওয়ের ইজারা নীতিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, রেলওয়ে থেকে লিজ দেওয়া সম্পত্তির কোনো শ্রেণি পরিবর্তন করা যাবে না। শুধু কৃষিকাজে এ জমি ব্যবহার করতে হবে।
গতকাল ওই এলাকায় গিয়ে দেখা যায়, অভিযুক্ত আব্দুল গাফফারের লোকজন ট্রাকে করে কৃষিজমি থেকে মাটি এনে রেলওয়ের লিজ দেওয়া ওই সম্পত্তিতে ফেলে ভরাট করছেন।
রেলওয়ের জমির লিজ নেওয়া আব্দুল বাতেন বলেন, ‘৩৫ বছর ধরে ওই জমিতে মাছ ও ধান চাষ করে আসছি। কয়েক দিন ধরে
আব্দুল গাফফার ওই জমিতে জোর করে মাটি ফেলে ভরাট করছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
অভিযুক্ত আব্দুল গাফফারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁদের (আব্দুল বাতেন) লিজ বাতিল হয়ে গেছে। পাশের জমি আমার, সেই জমিতেই মাটি ভরাটের কাজ করছি।’
তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে