নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছেই না। এই দুষ্কৃতিদের দ্রুত খুঁজে পেতে মাঠে নেমেছে রেলওয়ে পুলিশ। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীর সম্পর্কে তথ্য দিলে, কিংবা ধরিয়ে দিলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
পুরস্কারের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, এখন সবাই স্মার্ট মোবাইল ব্যবহার করেন। চলন্ত ট্রেনে কে পাথর ছুড়ছে? তা যদি ট্রেনের কোনো যাত্রী দেখতে পান এবং ছবি তুলে রাখেন সেটি আমাদের জানাতে পারেন। আমরা পাথর নিক্ষেপকারীকে দ্রুত খুঁজে পাব। পাশাপাশি যেসব এলাকায় পাথর নিক্ষেপ করছে, সেসব এলাকার লোকজনও যদি দেখে থাকেন এবং আমাদের জানান। তাহলে আমাদের জন্য কাজটি করতে আরও সুবিধা হবে। যিনি আমাদের পাথর নিক্ষেপকারীর তথ্য দেবেন তাঁকে ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপারের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আমরা শুরু করেছি, আমাদের দেখে অন্যান্য জেলাও উদ্বুদ্ধ হবে।
তিনি আরও বলেন, এর পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপ কমানোর জন্য সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। স্কুল খুলে দিয়েছে আমরা স্কুলগুলোতে গিয়ে সচেতন মূলক প্রোগ্রাম করব। মসজিদের ইমামদের দিয়ে এলাকায় বোঝানোর চেষ্টা করছি, পাথর নিক্ষেপ একটি গুরুতর অপরাধ। এই অপরাধ যেন কেউ না করে। এতে নিরীহ মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
পাথর নিক্ষেপ রোধে নানা উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান চট্টগ্রাম জেলা রেলওয়ের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কমিয়ে আনার জন্য আজ সোমবার সারা দিন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করেছি। সবাইকে বোঝানোর চেষ্টা করছি, যাতে কেউ ট্রেনে পাথর নিক্ষেপ না করে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একেবারে শূন্যের কোঠায় নেমে আসুক। সে ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে মোট ৮৬টি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৭৯টি গ্লাস ভেঙেছে ট্রেনের। আহত হয়েছেন ২১ জন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছেই না। এই দুষ্কৃতিদের দ্রুত খুঁজে পেতে মাঠে নেমেছে রেলওয়ে পুলিশ। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীর সম্পর্কে তথ্য দিলে, কিংবা ধরিয়ে দিলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
পুরস্কারের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, এখন সবাই স্মার্ট মোবাইল ব্যবহার করেন। চলন্ত ট্রেনে কে পাথর ছুড়ছে? তা যদি ট্রেনের কোনো যাত্রী দেখতে পান এবং ছবি তুলে রাখেন সেটি আমাদের জানাতে পারেন। আমরা পাথর নিক্ষেপকারীকে দ্রুত খুঁজে পাব। পাশাপাশি যেসব এলাকায় পাথর নিক্ষেপ করছে, সেসব এলাকার লোকজনও যদি দেখে থাকেন এবং আমাদের জানান। তাহলে আমাদের জন্য কাজটি করতে আরও সুবিধা হবে। যিনি আমাদের পাথর নিক্ষেপকারীর তথ্য দেবেন তাঁকে ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপারের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আমরা শুরু করেছি, আমাদের দেখে অন্যান্য জেলাও উদ্বুদ্ধ হবে।
তিনি আরও বলেন, এর পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপ কমানোর জন্য সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। স্কুল খুলে দিয়েছে আমরা স্কুলগুলোতে গিয়ে সচেতন মূলক প্রোগ্রাম করব। মসজিদের ইমামদের দিয়ে এলাকায় বোঝানোর চেষ্টা করছি, পাথর নিক্ষেপ একটি গুরুতর অপরাধ। এই অপরাধ যেন কেউ না করে। এতে নিরীহ মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
পাথর নিক্ষেপ রোধে নানা উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান চট্টগ্রাম জেলা রেলওয়ের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কমিয়ে আনার জন্য আজ সোমবার সারা দিন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করেছি। সবাইকে বোঝানোর চেষ্টা করছি, যাতে কেউ ট্রেনে পাথর নিক্ষেপ না করে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একেবারে শূন্যের কোঠায় নেমে আসুক। সে ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে মোট ৮৬টি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৭৯টি গ্লাস ভেঙেছে ট্রেনের। আহত হয়েছেন ২১ জন।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৪ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে