সাভার প্রতিনিধি

অভিনব কায়দায় ব্যাটারিচালিত ইজিবাইক (অটো) ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-৩। গতকাল মঙ্গলবার আশুলিয়ার জিরানী বাজার ও উত্তরা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১৮টি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা ঢাকার পার্শ্ববর্তী টাঙ্গাইল ও মানিকগঞ্জে গত তিন বছরে পাঁচ শতাধিক ইজিবাইক ছিনতাই করেছে বলে জানিয়েছে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন-লালমনিরহাটের মো. বশির আহম্মদ (৪০), মো. জিয়াউর রহমান (২৭), কিশোরগঞ্জের মো. মোস্তফা কামাল (৪৯), দিনাজপুরের মো. জলিল (৩২) ও নড়াইলের মো. ওসমান শেখ (৩১)।
র্যাব জানায়, চক্রটির মূল হোতা বশির। তিনি ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী। মোস্তফা প্রাইভেটকার ও মাইক্রোবাস সরবরাহ করতেন। জিয়া মোবাইল ফোনে কথা বলার অভিনয় করতেন। জলিল ও ওসমান ইজিবাইক চালিয়ে গ্যারেজে পৌঁছে দিতেন। এসব ইজিবাইক তাঁরা বিভিন্ন গ্যারেজে এনে লুকিয়ে রাখতেন।
র্যাব আরও জানায়, চক্রটির সদস্যরা অভিনব কায়দায় ইজিবাইক চুরি করতেন। তাঁরা প্রথমে প্রাইভেটকার বা মাইক্রোবাসযোগে টাঙ্গাইল, মানিকগঞ্জে গিয়ে নতুন ইজিবাইকের ওপর নজরদারি করতেন। তারপর ইজিবাইকের সামনে গিয়ে ইজিবাইকের ড্রাইভারকে শুনিয়ে উচ্চ স্বরে মোবাইলে কথা বলতেন, ‘আম্মা হাসপাতালে ভর্তি, মাঝ পথে গাড়িটা নষ্ট হয়ে গেল। কীভাবে আম্মার কাছে পৌঁছাব? আম্মাকে গিয়ে জীবিত পাব কিনা জানি না’’।
র্যাব-৩ জানায়, তখন অপর প্রান্ত থেকে বলতেন, একটা ইজিবাইক নিয়ে চলে আয়। তারপর তাঁরা ইজিবাইকের চালককে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করতেন। এরপর ইজিবাইক যাত্রা শুরু করার কিছুক্ষণ পর তাঁরা বলতেন, তাঁদের কিছু জরুরি কাগজপত্র গাড়িতে রয়ে গেছে। ইজিবাইকের চালককে সেই কাগজ গাড়ি থেকে নিয়ে আসার জন্য অনুরোধ করতেন। এরপর ইজিবাইকের চালক গাড়ি থেকে নেমে গেলে আটক ব্যক্তিরা ইজিবাইক নিয়ে পালিয়ে যেতেন।
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রকিবুল হাসান রকিব বলেন, চক্রটি চোরাই ইজিবাইকের রং, সিট কভার পরিবর্তন করে একটি বাম্পার লাগিয়ে বাজার দামের অর্ধেক দামে বিক্রি করে দিত। এভাবে উক্ত চক্র টাঙ্গাইল, মানিকগঞ্জসহ ঢাকার পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা হতে বিগত ৩ বছরে পাঁচ শতাধিক ছিনতাই করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার বিকেলে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

অভিনব কায়দায় ব্যাটারিচালিত ইজিবাইক (অটো) ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-৩। গতকাল মঙ্গলবার আশুলিয়ার জিরানী বাজার ও উত্তরা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১৮টি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা ঢাকার পার্শ্ববর্তী টাঙ্গাইল ও মানিকগঞ্জে গত তিন বছরে পাঁচ শতাধিক ইজিবাইক ছিনতাই করেছে বলে জানিয়েছে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন-লালমনিরহাটের মো. বশির আহম্মদ (৪০), মো. জিয়াউর রহমান (২৭), কিশোরগঞ্জের মো. মোস্তফা কামাল (৪৯), দিনাজপুরের মো. জলিল (৩২) ও নড়াইলের মো. ওসমান শেখ (৩১)।
র্যাব জানায়, চক্রটির মূল হোতা বশির। তিনি ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী। মোস্তফা প্রাইভেটকার ও মাইক্রোবাস সরবরাহ করতেন। জিয়া মোবাইল ফোনে কথা বলার অভিনয় করতেন। জলিল ও ওসমান ইজিবাইক চালিয়ে গ্যারেজে পৌঁছে দিতেন। এসব ইজিবাইক তাঁরা বিভিন্ন গ্যারেজে এনে লুকিয়ে রাখতেন।
র্যাব আরও জানায়, চক্রটির সদস্যরা অভিনব কায়দায় ইজিবাইক চুরি করতেন। তাঁরা প্রথমে প্রাইভেটকার বা মাইক্রোবাসযোগে টাঙ্গাইল, মানিকগঞ্জে গিয়ে নতুন ইজিবাইকের ওপর নজরদারি করতেন। তারপর ইজিবাইকের সামনে গিয়ে ইজিবাইকের ড্রাইভারকে শুনিয়ে উচ্চ স্বরে মোবাইলে কথা বলতেন, ‘আম্মা হাসপাতালে ভর্তি, মাঝ পথে গাড়িটা নষ্ট হয়ে গেল। কীভাবে আম্মার কাছে পৌঁছাব? আম্মাকে গিয়ে জীবিত পাব কিনা জানি না’’।
র্যাব-৩ জানায়, তখন অপর প্রান্ত থেকে বলতেন, একটা ইজিবাইক নিয়ে চলে আয়। তারপর তাঁরা ইজিবাইকের চালককে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করতেন। এরপর ইজিবাইক যাত্রা শুরু করার কিছুক্ষণ পর তাঁরা বলতেন, তাঁদের কিছু জরুরি কাগজপত্র গাড়িতে রয়ে গেছে। ইজিবাইকের চালককে সেই কাগজ গাড়ি থেকে নিয়ে আসার জন্য অনুরোধ করতেন। এরপর ইজিবাইকের চালক গাড়ি থেকে নেমে গেলে আটক ব্যক্তিরা ইজিবাইক নিয়ে পালিয়ে যেতেন।
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রকিবুল হাসান রকিব বলেন, চক্রটি চোরাই ইজিবাইকের রং, সিট কভার পরিবর্তন করে একটি বাম্পার লাগিয়ে বাজার দামের অর্ধেক দামে বিক্রি করে দিত। এভাবে উক্ত চক্র টাঙ্গাইল, মানিকগঞ্জসহ ঢাকার পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা হতে বিগত ৩ বছরে পাঁচ শতাধিক ছিনতাই করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার বিকেলে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে