
নিউজিল্যান্ডের হবু প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স তাঁর পরিবারকে ‘ঘৃণ্য আচরণ’ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, জেসিন্ডা আরডার্ন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঘৃণ্য আচরণের শিকার হয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন। তিনি বলেছেন, আগামী ৭ ফেব্রুয়ারি হবে তাঁর শেষ কর্মদিবস। গত কয়েক বছরে জেসিন্ডা বেশ কয়েকবার হুমকি সম্মুখীন হয়েছেন। ইউটিউবে এক ব্যক্তি জেসিন্ডাকে উদ্দেশ্য করে বলেছেন, বিশ্বাসঘাতকতার জন্য প্রধানমন্ত্রীকে গুলি করার তাঁর অধিকার রয়েছে।
জেসিন্ডা পদত্যাগের ঘোষণা দেওয়ার পরে ক্ষমতাসীন লেবার পার্টির এমপিরা গতকাল রোববার ক্রিস হিপকিন্সকে প্রধানমন্ত্রী করার ব্যাপারে সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। এরপর হিপকিন্স বলেন, নিউজিল্যান্ডের একটি ছোট গোষ্ঠী আরডার্নকে অমর্যাদা করেছে। তারা অবশ্যই নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করে না। আরডার্নকে দুর্ব্যবহার করার জন্য পুরুষেরা দায়বদ্ধ ছিল।
ক্রিস হিপকিন্স আরও বলেছেন, যিনি নেতা হন, তিনি আসলে জনগণের সম্পত্তিতে পরিণত হন। তবে তাঁর পরিবার তা হয় না। আমি চাই, আমার সন্তানেরা যেন অন্যান্য সাধারণ মানুষের মতো সাদামাটা জীবনযাপন করতে পারে।
জুন মাসে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, গত তিন বছরে আরডার্নকে হুমকি দেওয়ার পরিমাণ প্রায় তিন গুন বেড়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আরডার্নকে হুমকিবিষয়ক অনন্ত ৮টি মামলা এখনো চলমান রয়েছে। এর মধ্যে ইউটিউবে হুমকি দেওয়া ওই ব্যক্তিও রয়েছেন।
পল বুকানন নামের সাবেক এক গোয়েন্দা কর্মী রেডিও নিউজিল্যান্ডকে বলেছেন, আগের প্রধানমন্ত্রীদের তুলনায় জেসিন্ডার বেশি নিরাপত্তা প্রয়োজন। আগামী বুধবার জেসিন্ডা আরডার্ন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। ওই দিন হিপকিন্স প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ৪৪ বছর বয়সী হিপকিন্স দেশটির কোভিডবিষয়ক মন্ত্রী ছিলেন।

নিউজিল্যান্ডের হবু প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স তাঁর পরিবারকে ‘ঘৃণ্য আচরণ’ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, জেসিন্ডা আরডার্ন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঘৃণ্য আচরণের শিকার হয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন। তিনি বলেছেন, আগামী ৭ ফেব্রুয়ারি হবে তাঁর শেষ কর্মদিবস। গত কয়েক বছরে জেসিন্ডা বেশ কয়েকবার হুমকি সম্মুখীন হয়েছেন। ইউটিউবে এক ব্যক্তি জেসিন্ডাকে উদ্দেশ্য করে বলেছেন, বিশ্বাসঘাতকতার জন্য প্রধানমন্ত্রীকে গুলি করার তাঁর অধিকার রয়েছে।
জেসিন্ডা পদত্যাগের ঘোষণা দেওয়ার পরে ক্ষমতাসীন লেবার পার্টির এমপিরা গতকাল রোববার ক্রিস হিপকিন্সকে প্রধানমন্ত্রী করার ব্যাপারে সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। এরপর হিপকিন্স বলেন, নিউজিল্যান্ডের একটি ছোট গোষ্ঠী আরডার্নকে অমর্যাদা করেছে। তারা অবশ্যই নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করে না। আরডার্নকে দুর্ব্যবহার করার জন্য পুরুষেরা দায়বদ্ধ ছিল।
ক্রিস হিপকিন্স আরও বলেছেন, যিনি নেতা হন, তিনি আসলে জনগণের সম্পত্তিতে পরিণত হন। তবে তাঁর পরিবার তা হয় না। আমি চাই, আমার সন্তানেরা যেন অন্যান্য সাধারণ মানুষের মতো সাদামাটা জীবনযাপন করতে পারে।
জুন মাসে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, গত তিন বছরে আরডার্নকে হুমকি দেওয়ার পরিমাণ প্রায় তিন গুন বেড়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আরডার্নকে হুমকিবিষয়ক অনন্ত ৮টি মামলা এখনো চলমান রয়েছে। এর মধ্যে ইউটিউবে হুমকি দেওয়া ওই ব্যক্তিও রয়েছেন।
পল বুকানন নামের সাবেক এক গোয়েন্দা কর্মী রেডিও নিউজিল্যান্ডকে বলেছেন, আগের প্রধানমন্ত্রীদের তুলনায় জেসিন্ডার বেশি নিরাপত্তা প্রয়োজন। আগামী বুধবার জেসিন্ডা আরডার্ন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। ওই দিন হিপকিন্স প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ৪৪ বছর বয়সী হিপকিন্স দেশটির কোভিডবিষয়ক মন্ত্রী ছিলেন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে