
মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের একটি পানশালায় বন্ধুকধারীরা গুলি করে ১০ জনকে হত্যা করেছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গুয়ানাজুয়াতো রাজ্যের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর ‘এল এস্টাডিও’ বারে এ হামলার ঘটনা ঘটেছে। পানশালাটি সেলায়া ও কুয়েরেতারো শহরের সঙ্গে সংযোগকারী মহাসড়কের পাশে অবস্থিত। শনিবার রাতে ওই পানশালায় একদল সশস্ত্র লোক ঢুকে পড়ে এবং গ্রাহক ও পানশালার কর্মচারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন।
নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাঁরা বলেছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানাজুয়াতো মেক্সিকোর একটি সমৃদ্ধ শিল্পাঞ্চল। প্রতি বছর এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসেন। সম্প্রতি এ রাজ্যে সহিংসতা বেড়েছে। প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটছে।
মেক্সিকোতে মাদক চোরাচালানকারী দুটি গ্রুপ রয়েছে। গ্রুপ দুটির নাম ‘সান্তা রোসা ডি লিমা’ ও ‘জালিস্কো নুয়েভা জেনারসিয়ন’। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রুপ দুটির মধ্যে প্রায়ই গোলাগুলি হয়।
গত বছরের সেপ্টেম্বরে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোর পৌরসভার একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছিলেন। ওই সময় গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ হামলাটিকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে নিন্দা করেছিলেন। ওই ঘটনার পর তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
মেক্সিকো সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ৩ লাখ ৪০ হাজারেরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের একটি পানশালায় বন্ধুকধারীরা গুলি করে ১০ জনকে হত্যা করেছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গুয়ানাজুয়াতো রাজ্যের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর ‘এল এস্টাডিও’ বারে এ হামলার ঘটনা ঘটেছে। পানশালাটি সেলায়া ও কুয়েরেতারো শহরের সঙ্গে সংযোগকারী মহাসড়কের পাশে অবস্থিত। শনিবার রাতে ওই পানশালায় একদল সশস্ত্র লোক ঢুকে পড়ে এবং গ্রাহক ও পানশালার কর্মচারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন।
নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাঁরা বলেছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানাজুয়াতো মেক্সিকোর একটি সমৃদ্ধ শিল্পাঞ্চল। প্রতি বছর এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসেন। সম্প্রতি এ রাজ্যে সহিংসতা বেড়েছে। প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটছে।
মেক্সিকোতে মাদক চোরাচালানকারী দুটি গ্রুপ রয়েছে। গ্রুপ দুটির নাম ‘সান্তা রোসা ডি লিমা’ ও ‘জালিস্কো নুয়েভা জেনারসিয়ন’। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রুপ দুটির মধ্যে প্রায়ই গোলাগুলি হয়।
গত বছরের সেপ্টেম্বরে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোর পৌরসভার একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছিলেন। ওই সময় গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ হামলাটিকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে নিন্দা করেছিলেন। ওই ঘটনার পর তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
মেক্সিকো সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ৩ লাখ ৪০ হাজারেরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে