কলকাতা সংবাদদাতা

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম হত্যার ঘটনায় কলকাতায় তাঁর দীর্ঘদিনের বন্ধু গোপাল বিশ্বাসও সেখানকার গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহের বাইরে নন। এ কথা জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সূত্র বলছে, শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় আঘাত করা হয়। ওই সময় এমপি ছাড়া আরও ছয়জন নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের ওই ফ্ল্যাটে ছিলেন।
গতকাল বৃহস্পতিবার আটক গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি রাতের মধ্যেই এমপির মরদেহের টুকরাগুলোর সন্ধান পাওয়ার ব্যাপারে আশাবাদী।
কলকাতার গোয়েন্দা কর্মকর্তাদের সূত্র বলছে, তদন্তের ক্ষেত্রে আনোয়ারুল আজীমের দীর্ঘদিনের বন্ধু গোপাল বিশ্বাসের দিকেও নজর রাখা হয়েছে। তিনিও সন্দেহের তালিকার বাইরে নন। বরাহনগরের বাসিন্দা গোপাল একাই থাকেন মণ্ডলপাড়া লেনের একটি বাড়িতে। তাঁর স্ত্রী ও মেডিকেলে পড়ুয়া ছেলে অন্য কোথাও থাকেন। প্রতিবেশীরা বলছেন, তিনি দীর্ঘদিন এখানে থাকলেও কারও সঙ্গে মিশতেন না। কারও সঙ্গে পরিচয় ছিল না।
কলকাতার পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা কর্মকর্তারা গত বুধবার রাতে দুটি গাড়ি ও এগুলোর চালকদের আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। এর একটি লাল রঙের; যে গাড়িতে সর্বশেষ এমপি আনোয়ারুলকে উঠতে দেখা গিয়েছিল। অপর গাড়িটি আটক করা হয় ভাঙ্গড় থেকে। ফরেনসিক কর্মকর্তারা সেগুলো খুঁটিয়ে দেখেন। এমপিকে নিয়ে লাল গাড়ির চালক কোথায় কোথায় গিয়েছিলেন, তা জানতে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভাঙ্গড় থেকে আটক গাড়িটি সাদা রঙের ক্যাব। গোয়েন্দাদের ধারণা, এমপির দেহের টুকরাগুলো ট্রলি ব্যাগে ভরে এই গাড়িতে করেই গুম করা হয়েছে। ওই গাড়ির চালক জুবেরকে নিউ টাউন থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জুবেরের সঙ্গে যোগাযোগ করে খুনের ঘটনায় অন্যতম এক অভিযুক্ত গাড়িটি ভাড়া করেন। জুবেরের কাছ থেকে গোয়েন্দারা ওই গাড়িতে করে মরদেহের টুকরাগুলো গুম করা হয়েছে কি না বা হয়ে থাকলে কোথায় নেওয়া হয়েছে, তা জানার চেষ্টা করেন। কলকাতার গোয়েন্দা পুলিশের দুজন কর্মকর্তা ঢাকা গেছেন।
সিআইডির সূত্র জানায়, নিহত আনোয়ারুল আজীমের দেহ কিংবা দেহখণ্ড গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি। তবে সিআইডির কর্মকর্তারা নিশ্চিত, ১৩ মে ওই ফ্ল্যাটে পৌঁছানোর আধা ঘণ্টার মধ্যেই তাঁকে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে মাথায় আঘাত করা হয়। পরে ফ্ল্যাটের রান্নাঘরে নিয়ে টুকরা টুকরা করা হয়। রক্ত ধোয়া হয় অ্যাসিড দিয়ে। খুনের সময় এমপি ছাড়া আরও ছয়জন সেখানে ছিলেন। সিআইডি আশা করছে, ক্যাবচালককে জেরার সূত্রে গতকাল রাতের মধ্যেই দেহের টুকরাগুলোর সন্ধান মিলতে পারে।

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম হত্যার ঘটনায় কলকাতায় তাঁর দীর্ঘদিনের বন্ধু গোপাল বিশ্বাসও সেখানকার গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহের বাইরে নন। এ কথা জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সূত্র বলছে, শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় আঘাত করা হয়। ওই সময় এমপি ছাড়া আরও ছয়জন নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের ওই ফ্ল্যাটে ছিলেন।
গতকাল বৃহস্পতিবার আটক গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি রাতের মধ্যেই এমপির মরদেহের টুকরাগুলোর সন্ধান পাওয়ার ব্যাপারে আশাবাদী।
কলকাতার গোয়েন্দা কর্মকর্তাদের সূত্র বলছে, তদন্তের ক্ষেত্রে আনোয়ারুল আজীমের দীর্ঘদিনের বন্ধু গোপাল বিশ্বাসের দিকেও নজর রাখা হয়েছে। তিনিও সন্দেহের তালিকার বাইরে নন। বরাহনগরের বাসিন্দা গোপাল একাই থাকেন মণ্ডলপাড়া লেনের একটি বাড়িতে। তাঁর স্ত্রী ও মেডিকেলে পড়ুয়া ছেলে অন্য কোথাও থাকেন। প্রতিবেশীরা বলছেন, তিনি দীর্ঘদিন এখানে থাকলেও কারও সঙ্গে মিশতেন না। কারও সঙ্গে পরিচয় ছিল না।
কলকাতার পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা কর্মকর্তারা গত বুধবার রাতে দুটি গাড়ি ও এগুলোর চালকদের আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। এর একটি লাল রঙের; যে গাড়িতে সর্বশেষ এমপি আনোয়ারুলকে উঠতে দেখা গিয়েছিল। অপর গাড়িটি আটক করা হয় ভাঙ্গড় থেকে। ফরেনসিক কর্মকর্তারা সেগুলো খুঁটিয়ে দেখেন। এমপিকে নিয়ে লাল গাড়ির চালক কোথায় কোথায় গিয়েছিলেন, তা জানতে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভাঙ্গড় থেকে আটক গাড়িটি সাদা রঙের ক্যাব। গোয়েন্দাদের ধারণা, এমপির দেহের টুকরাগুলো ট্রলি ব্যাগে ভরে এই গাড়িতে করেই গুম করা হয়েছে। ওই গাড়ির চালক জুবেরকে নিউ টাউন থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জুবেরের সঙ্গে যোগাযোগ করে খুনের ঘটনায় অন্যতম এক অভিযুক্ত গাড়িটি ভাড়া করেন। জুবেরের কাছ থেকে গোয়েন্দারা ওই গাড়িতে করে মরদেহের টুকরাগুলো গুম করা হয়েছে কি না বা হয়ে থাকলে কোথায় নেওয়া হয়েছে, তা জানার চেষ্টা করেন। কলকাতার গোয়েন্দা পুলিশের দুজন কর্মকর্তা ঢাকা গেছেন।
সিআইডির সূত্র জানায়, নিহত আনোয়ারুল আজীমের দেহ কিংবা দেহখণ্ড গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি। তবে সিআইডির কর্মকর্তারা নিশ্চিত, ১৩ মে ওই ফ্ল্যাটে পৌঁছানোর আধা ঘণ্টার মধ্যেই তাঁকে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে মাথায় আঘাত করা হয়। পরে ফ্ল্যাটের রান্নাঘরে নিয়ে টুকরা টুকরা করা হয়। রক্ত ধোয়া হয় অ্যাসিড দিয়ে। খুনের সময় এমপি ছাড়া আরও ছয়জন সেখানে ছিলেন। সিআইডি আশা করছে, ক্যাবচালককে জেরার সূত্রে গতকাল রাতের মধ্যেই দেহের টুকরাগুলোর সন্ধান মিলতে পারে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৪ দিন আগে