
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় সামরিক বাহিনীর বিমান হামলার পাল্টা জবাবে কয়েকটি গ্রামে তাণ্ডব চালিয়েছে দস্যুরা। এতে দুই শতাধিক গ্রামবাসী নিহত হয়েছেন। গত শনিবার এ তথ্য জানিয়েছেন স্থানীয়রা।
তবে কর্তৃপক্ষ বলছে, ৫৮ জন মারা গেছেন। চলতি সপ্তাহে আস্তানায় বিমান হামলা চালানোর জবাবে এ তাণ্ডব চালায় বন্দুকধারী দস্যুরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত শনিবার সামরিক বাহিনী এলাকার দখল নেওয়ার পর নিজেদের গ্রামে ফিরে আসেন সবাই। এরপর নিহতদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। স্ত্রী এবং সন্তান হারানো উমারু মাকেরি জানান, এ হামলার পর ১৫৪ জনের দাফন দেখেছেন তিনি। এর মধ্যে গ্রামের নিরাপত্তার জন্য নিয়োজিত বেশ কিছু সদস্যও রয়েছেন। তবে অনেকেই বলছেন, নিহতের সংখ্যা দুই শতাধিক। এর আগে গত শুক্রবার জানা যায়, ৩০ জন মারা গেছেন।
গত সপ্তাহের সোমবার জামফারার গুসামি জঙ্গল এবং তাম্রি গ্রামে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে দুই নেতাসহ শতাধিক ‘দস্যু’ নিহত হয়েছেন বলে এক গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। এর পরদিন মঙ্গলবার মোটরসাইকেলে করে ৩০০ বন্দুকধারী আটটি গ্রামে ঢুকে নির্বিচারে গুলি করে। নিজেদের আস্তানায় হামলার জবাব দিতে এ তাণ্ডব চালানো হয়েছে বলে জানান গ্রামবাসীরা।
২০২০ থেকেই নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ দেশটির সরকার। একের পর এক হামলা হচ্ছে। তবে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করা অপরাধী চক্রকে শনাক্ত করে নির্মূল করতে সামরিক বাহিনীকে আরও সুসজ্জিত করা হয়েছে। সরকার সন্ত্রাস নির্মূলে পিছপা হবে না।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় সামরিক বাহিনীর বিমান হামলার পাল্টা জবাবে কয়েকটি গ্রামে তাণ্ডব চালিয়েছে দস্যুরা। এতে দুই শতাধিক গ্রামবাসী নিহত হয়েছেন। গত শনিবার এ তথ্য জানিয়েছেন স্থানীয়রা।
তবে কর্তৃপক্ষ বলছে, ৫৮ জন মারা গেছেন। চলতি সপ্তাহে আস্তানায় বিমান হামলা চালানোর জবাবে এ তাণ্ডব চালায় বন্দুকধারী দস্যুরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত শনিবার সামরিক বাহিনী এলাকার দখল নেওয়ার পর নিজেদের গ্রামে ফিরে আসেন সবাই। এরপর নিহতদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। স্ত্রী এবং সন্তান হারানো উমারু মাকেরি জানান, এ হামলার পর ১৫৪ জনের দাফন দেখেছেন তিনি। এর মধ্যে গ্রামের নিরাপত্তার জন্য নিয়োজিত বেশ কিছু সদস্যও রয়েছেন। তবে অনেকেই বলছেন, নিহতের সংখ্যা দুই শতাধিক। এর আগে গত শুক্রবার জানা যায়, ৩০ জন মারা গেছেন।
গত সপ্তাহের সোমবার জামফারার গুসামি জঙ্গল এবং তাম্রি গ্রামে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে দুই নেতাসহ শতাধিক ‘দস্যু’ নিহত হয়েছেন বলে এক গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। এর পরদিন মঙ্গলবার মোটরসাইকেলে করে ৩০০ বন্দুকধারী আটটি গ্রামে ঢুকে নির্বিচারে গুলি করে। নিজেদের আস্তানায় হামলার জবাব দিতে এ তাণ্ডব চালানো হয়েছে বলে জানান গ্রামবাসীরা।
২০২০ থেকেই নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ দেশটির সরকার। একের পর এক হামলা হচ্ছে। তবে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করা অপরাধী চক্রকে শনাক্ত করে নির্মূল করতে সামরিক বাহিনীকে আরও সুসজ্জিত করা হয়েছে। সরকার সন্ত্রাস নির্মূলে পিছপা হবে না।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে