আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। হোয়াইট হাউস সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মিত্রদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেও বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই শুল্কের ঘোষণা শনিবার (১২ জুলাই) ট্রুথ সোশ্যালে পৃথক চিঠির মাধ্যমে প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের মতো আরও কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করেছিলেন, পাশাপাশি তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল। ইইউও প্রাথমিকভাবে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল, যার মধ্যে শিল্পজাত পণ্যের ওপর ‘জিরো ফর জিরো’ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কয়েক মাসের আলোচনার পর তারা বুঝতে পারে, সম্ভবত একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে। তবে ইইউ আশা করে, ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে।
২৭ দেশের জোট ইইউ ট্রাম্পের শুল্ক নিয়ে পরস্পরবিরোধী চাপের মধ্যে রয়েছে। জোটের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি ইতিমধ্যে তাদের শিল্প রক্ষা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের মতো অন্য ইইউ দেশগুলো বলছে, মার্কিন শর্তে একতরফাভাবে বাণিজ্য চুক্তিতে আত্মসমর্পণ করা উচিত নয়।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের শুল্ক আদেশের ধারাবাহিকতা মার্কিন সরকারের জন্য প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার নতুন রাজস্ব তৈরির সুযোগ তৈরি করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের শুক্রবারের ডেটা অনুযায়ী, জুন মাস পর্যন্ত ফেডারেল আর্থিক বছরে মার্কিন শুল্ক রাজস্ব ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। হোয়াইট হাউস সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মিত্রদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেও বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই শুল্কের ঘোষণা শনিবার (১২ জুলাই) ট্রুথ সোশ্যালে পৃথক চিঠির মাধ্যমে প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের মতো আরও কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করেছিলেন, পাশাপাশি তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল। ইইউও প্রাথমিকভাবে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল, যার মধ্যে শিল্পজাত পণ্যের ওপর ‘জিরো ফর জিরো’ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কয়েক মাসের আলোচনার পর তারা বুঝতে পারে, সম্ভবত একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে। তবে ইইউ আশা করে, ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে।
২৭ দেশের জোট ইইউ ট্রাম্পের শুল্ক নিয়ে পরস্পরবিরোধী চাপের মধ্যে রয়েছে। জোটের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি ইতিমধ্যে তাদের শিল্প রক্ষা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের মতো অন্য ইইউ দেশগুলো বলছে, মার্কিন শর্তে একতরফাভাবে বাণিজ্য চুক্তিতে আত্মসমর্পণ করা উচিত নয়।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের শুল্ক আদেশের ধারাবাহিকতা মার্কিন সরকারের জন্য প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার নতুন রাজস্ব তৈরির সুযোগ তৈরি করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের শুক্রবারের ডেটা অনুযায়ী, জুন মাস পর্যন্ত ফেডারেল আর্থিক বছরে মার্কিন শুল্ক রাজস্ব ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
এখন থেকে পদ্মাসেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ডাকঘরের ডিজিটাল আর্থিক পরিষেবা নগদ।
৪ ঘণ্টা আগে
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
বন্ড সুবিধা বহাল ও সরকারের সঙ্গে আলোচনা চান দেশের তৈরি পোশাক কারখানা মালিকেরা। ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই দাবি জানান তাঁরা।
৬ ঘণ্টা আগে