আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। হোয়াইট হাউস সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মিত্রদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেও বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই শুল্কের ঘোষণা শনিবার (১২ জুলাই) ট্রুথ সোশ্যালে পৃথক চিঠির মাধ্যমে প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের মতো আরও কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করেছিলেন, পাশাপাশি তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল। ইইউও প্রাথমিকভাবে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল, যার মধ্যে শিল্পজাত পণ্যের ওপর ‘জিরো ফর জিরো’ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কয়েক মাসের আলোচনার পর তারা বুঝতে পারে, সম্ভবত একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে। তবে ইইউ আশা করে, ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে।
২৭ দেশের জোট ইইউ ট্রাম্পের শুল্ক নিয়ে পরস্পরবিরোধী চাপের মধ্যে রয়েছে। জোটের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি ইতিমধ্যে তাদের শিল্প রক্ষা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের মতো অন্য ইইউ দেশগুলো বলছে, মার্কিন শর্তে একতরফাভাবে বাণিজ্য চুক্তিতে আত্মসমর্পণ করা উচিত নয়।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের শুল্ক আদেশের ধারাবাহিকতা মার্কিন সরকারের জন্য প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার নতুন রাজস্ব তৈরির সুযোগ তৈরি করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের শুক্রবারের ডেটা অনুযায়ী, জুন মাস পর্যন্ত ফেডারেল আর্থিক বছরে মার্কিন শুল্ক রাজস্ব ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। হোয়াইট হাউস সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মিত্রদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেও বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই শুল্কের ঘোষণা শনিবার (১২ জুলাই) ট্রুথ সোশ্যালে পৃথক চিঠির মাধ্যমে প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের মতো আরও কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করেছিলেন, পাশাপাশি তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল। ইইউও প্রাথমিকভাবে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল, যার মধ্যে শিল্পজাত পণ্যের ওপর ‘জিরো ফর জিরো’ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কয়েক মাসের আলোচনার পর তারা বুঝতে পারে, সম্ভবত একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে। তবে ইইউ আশা করে, ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে।
২৭ দেশের জোট ইইউ ট্রাম্পের শুল্ক নিয়ে পরস্পরবিরোধী চাপের মধ্যে রয়েছে। জোটের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি ইতিমধ্যে তাদের শিল্প রক্ষা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের মতো অন্য ইইউ দেশগুলো বলছে, মার্কিন শর্তে একতরফাভাবে বাণিজ্য চুক্তিতে আত্মসমর্পণ করা উচিত নয়।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের শুল্ক আদেশের ধারাবাহিকতা মার্কিন সরকারের জন্য প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার নতুন রাজস্ব তৈরির সুযোগ তৈরি করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের শুক্রবারের ডেটা অনুযায়ী, জুন মাস পর্যন্ত ফেডারেল আর্থিক বছরে মার্কিন শুল্ক রাজস্ব ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

জেসিআই বাংলাদেশ গর্বের সঙ্গে ২০২৬ সালের ন্যাশনাল জেসিআই ইন বিজনেস (জেবিআই) কমিটি ঘোষণা করছে। এই কমিটিতে রয়েছেন অভিজ্ঞ ও উদ্যমী ব্যবসায়ী নেতারা, যাঁরা উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও সারা দেশে অর্থবহ ব্যবসায়িক সংযোগ তৈরিতে কাজ করবেন।
৩ ঘণ্টা আগে
বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে অচলাবস্থার কারণে চীন আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপক পরিমাণে পাইকারি এলপিজি কিনেছে। গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালোতালিকাভুক্ত করা হয়।
৬ ঘণ্টা আগে
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
১১ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
১২ ঘণ্টা আগে