আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে গত পাঁচ বছরের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বিশেষ অডিট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএসইসির ৯৩৫ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকের স্পেশাল অডিট সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, যিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা হিসেবে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন, বর্তমানে কারাগারে রয়েছেন। সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় ১ হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সিআইডি ১৭টি মামলা করেছে।
সিআইডির অনুসন্ধানে প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে, ১৭টি প্রতিষ্ঠান একযোগে ৯৩টি এলসি/সেলস কন্ট্রাক্টের বিপরীতে পণ্য রপ্তানি করলেও রপ্তানিমূল্য বাংলাদেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হলো অ্যাডভেঞ্চার গার্মেন্টস, অ্যাপোলো অ্যাপারেলস, অটাম লুপ অ্যাপারেলস, বেক্সটেক্স গার্মেন্টস, কসমোপলিটন অ্যাপারেলস, কোজি অ্যাপারেলস, এসেস ফ্যাশন, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস, কাঁচপুর অ্যাপারেলস, মিডওয়েস্ট গার্মেন্টস, পিয়ারলেস গার্মেন্টস, পিংক মেকার গার্মেন্টস, প্ল্যাটিনাম গার্মেন্টস, স্কাইনেট অ্যাপারেলস, স্প্রিংফুল অ্যাপারেলস, আরবান ফ্যাশনস ও উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে গত পাঁচ বছরের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বিশেষ অডিট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএসইসির ৯৩৫ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকের স্পেশাল অডিট সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, যিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা হিসেবে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন, বর্তমানে কারাগারে রয়েছেন। সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় ১ হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সিআইডি ১৭টি মামলা করেছে।
সিআইডির অনুসন্ধানে প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে, ১৭টি প্রতিষ্ঠান একযোগে ৯৩টি এলসি/সেলস কন্ট্রাক্টের বিপরীতে পণ্য রপ্তানি করলেও রপ্তানিমূল্য বাংলাদেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হলো অ্যাডভেঞ্চার গার্মেন্টস, অ্যাপোলো অ্যাপারেলস, অটাম লুপ অ্যাপারেলস, বেক্সটেক্স গার্মেন্টস, কসমোপলিটন অ্যাপারেলস, কোজি অ্যাপারেলস, এসেস ফ্যাশন, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস, কাঁচপুর অ্যাপারেলস, মিডওয়েস্ট গার্মেন্টস, পিয়ারলেস গার্মেন্টস, পিংক মেকার গার্মেন্টস, প্ল্যাটিনাম গার্মেন্টস, স্কাইনেট অ্যাপারেলস, স্প্রিংফুল অ্যাপারেলস, আরবান ফ্যাশনস ও উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস লিমিটেড।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৬ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২০ ঘণ্টা আগে