নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে এক মাসের ব্যবধানে প্রায় ৮ হাজার শতাংশ বেড়েছে এসএমই প্ল্যাটফর্মের হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম। এমন অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে কোম্পানির শেয়ারের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত ৩০ আগস্ট বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে এক চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
হিমাদ্রির শেয়ার দরের অস্বাভাবিক গতিবিধির জন্য গত ২৭ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের ওপর এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ, স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে থাকার শর্ত পরিপালন করতে ব্যর্থ হওয়ায় হিমাদ্রি লিমিটেডকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় সাড়ে ৬ বছর ওটিসিতে থাকার পর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কোম্পানিটিকে এসএমই বোর্ডে স্থানান্তর করা হয়।
ওটিসি মার্কেটে সর্বশেষ ২০১৪ সালের ৮ মার্চ হিমাদ্রির শেয়ার কেনাবেচা হয়। সেদিন এর শেয়ারের দাম ছিল ৮ টাকা। এসএমইতে তালিকাভুক্তির পর ২৭ এপ্রিল শেয়ারটির দাম বেড়ে হয় ৩৮ টাকা ৮০ পয়সা। এর পর থেকে টানা দাম বাড়তে থাকে কোম্পানিটির শেয়ারের। গতকাল বুধবার শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ৩৭৬ টাকা। অর্থাৎ চার মাসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ।
এদিকে ডিএসইকে তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনও (৩১ আগস্ট) ডিএসইতে হিমাদ্রির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে। দিনশেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সা।
এর আগে গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ার দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। ২৯ আগস্ট শেয়ারদর ৩ হাজার ৬৯ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৩০ টাকা ৪০ পয়সা বা ৭ হাজার ৮১০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারে এক মাসের ব্যবধানে প্রায় ৮ হাজার শতাংশ বেড়েছে এসএমই প্ল্যাটফর্মের হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম। এমন অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে কোম্পানির শেয়ারের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত ৩০ আগস্ট বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে এক চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
হিমাদ্রির শেয়ার দরের অস্বাভাবিক গতিবিধির জন্য গত ২৭ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের ওপর এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ, স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে থাকার শর্ত পরিপালন করতে ব্যর্থ হওয়ায় হিমাদ্রি লিমিটেডকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় সাড়ে ৬ বছর ওটিসিতে থাকার পর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কোম্পানিটিকে এসএমই বোর্ডে স্থানান্তর করা হয়।
ওটিসি মার্কেটে সর্বশেষ ২০১৪ সালের ৮ মার্চ হিমাদ্রির শেয়ার কেনাবেচা হয়। সেদিন এর শেয়ারের দাম ছিল ৮ টাকা। এসএমইতে তালিকাভুক্তির পর ২৭ এপ্রিল শেয়ারটির দাম বেড়ে হয় ৩৮ টাকা ৮০ পয়সা। এর পর থেকে টানা দাম বাড়তে থাকে কোম্পানিটির শেয়ারের। গতকাল বুধবার শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ৩৭৬ টাকা। অর্থাৎ চার মাসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ।
এদিকে ডিএসইকে তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনও (৩১ আগস্ট) ডিএসইতে হিমাদ্রির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে। দিনশেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সা।
এর আগে গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ার দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। ২৯ আগস্ট শেয়ারদর ৩ হাজার ৬৯ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৩০ টাকা ৪০ পয়সা বা ৭ হাজার ৮১০ শতাংশ বেড়েছে।

দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
৩ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
৪ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত তেল বাজারে আসতে পারে এই সম্ভাবনাও দাম বাড়া ঠেকাতে পারেনি।
৪ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী গতি দেখিয়েছে। স্থির মূল্যে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫০ শতাংশে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৫৮ শতাংশ।
৪ ঘণ্টা আগে