নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে এক মাসের ব্যবধানে প্রায় ৮ হাজার শতাংশ বেড়েছে এসএমই প্ল্যাটফর্মের হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম। এমন অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে কোম্পানির শেয়ারের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত ৩০ আগস্ট বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে এক চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
হিমাদ্রির শেয়ার দরের অস্বাভাবিক গতিবিধির জন্য গত ২৭ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের ওপর এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ, স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে থাকার শর্ত পরিপালন করতে ব্যর্থ হওয়ায় হিমাদ্রি লিমিটেডকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় সাড়ে ৬ বছর ওটিসিতে থাকার পর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কোম্পানিটিকে এসএমই বোর্ডে স্থানান্তর করা হয়।
ওটিসি মার্কেটে সর্বশেষ ২০১৪ সালের ৮ মার্চ হিমাদ্রির শেয়ার কেনাবেচা হয়। সেদিন এর শেয়ারের দাম ছিল ৮ টাকা। এসএমইতে তালিকাভুক্তির পর ২৭ এপ্রিল শেয়ারটির দাম বেড়ে হয় ৩৮ টাকা ৮০ পয়সা। এর পর থেকে টানা দাম বাড়তে থাকে কোম্পানিটির শেয়ারের। গতকাল বুধবার শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ৩৭৬ টাকা। অর্থাৎ চার মাসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ।
এদিকে ডিএসইকে তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনও (৩১ আগস্ট) ডিএসইতে হিমাদ্রির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে। দিনশেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সা।
এর আগে গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ার দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। ২৯ আগস্ট শেয়ারদর ৩ হাজার ৬৯ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৩০ টাকা ৪০ পয়সা বা ৭ হাজার ৮১০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারে এক মাসের ব্যবধানে প্রায় ৮ হাজার শতাংশ বেড়েছে এসএমই প্ল্যাটফর্মের হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম। এমন অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে কোম্পানির শেয়ারের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত ৩০ আগস্ট বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে এক চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
হিমাদ্রির শেয়ার দরের অস্বাভাবিক গতিবিধির জন্য গত ২৭ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের ওপর এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ, স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে থাকার শর্ত পরিপালন করতে ব্যর্থ হওয়ায় হিমাদ্রি লিমিটেডকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় সাড়ে ৬ বছর ওটিসিতে থাকার পর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কোম্পানিটিকে এসএমই বোর্ডে স্থানান্তর করা হয়।
ওটিসি মার্কেটে সর্বশেষ ২০১৪ সালের ৮ মার্চ হিমাদ্রির শেয়ার কেনাবেচা হয়। সেদিন এর শেয়ারের দাম ছিল ৮ টাকা। এসএমইতে তালিকাভুক্তির পর ২৭ এপ্রিল শেয়ারটির দাম বেড়ে হয় ৩৮ টাকা ৮০ পয়সা। এর পর থেকে টানা দাম বাড়তে থাকে কোম্পানিটির শেয়ারের। গতকাল বুধবার শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ৩৭৬ টাকা। অর্থাৎ চার মাসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ।
এদিকে ডিএসইকে তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনও (৩১ আগস্ট) ডিএসইতে হিমাদ্রির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে। দিনশেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সা।
এর আগে গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ার দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। ২৯ আগস্ট শেয়ারদর ৩ হাজার ৬৯ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৩০ টাকা ৪০ পয়সা বা ৭ হাজার ৮১০ শতাংশ বেড়েছে।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১৪ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১৪ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১৪ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১৪ ঘণ্টা আগে