Ajker Patrika

জিপিএইচ ইস্পাত প্ল্যান্ট পরিদর্শন করল ভিন্টন স্টিলের জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৯: ৪৫
জিপিএইচ ইস্পাত প্ল্যান্ট পরিদর্শন করল ভিন্টন স্টিলের জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

‘জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিসমৃদ্ধ প্ল্যান্ট একটি রেফারেন্স প্ল্যান্ট। কিভাবে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বিশ্বমানের ইস্পাত সামগ্রী তৈরি করছে, আমরা সেই অভিজ্ঞতা নিতে এসেছি।’ ভিন্টন স্টিল জাপানের জেনারেল ম্যানেজার তাতসুইয়া ফুকুইয়ামা এবং ভিন্টন স্টিল যুক্তরাষ্ট্র শাখার জেনারেল ম্যানেজার এডুয়ারডো গঞ্জালেজ আজ শনিবার দিনব্যাপী জিপিএইচ ইস্পাতের কুমিরাস্থ প্ল্যান্ট পরিদর্শন করে এ অভিমত ব্যক্ত করেছেন। 

ওই প্ল্যান্টের প্রযুক্তি সহায়ক প্রতিষ্ঠান প্রাইমেটালসের তত্ত্বাবধানে তাঁরা ইস্পাত খাতের এই বিশ্বমানের প্রজেক্ট পরিদর্শনে আসেন। জিপিএইচের গ্রুপ চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁদের এ সময় উপস্থিত ছিলেন। 

পরিদর্শকেরা প্ল্যান্টে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ। এ সময় মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘জিপিএইচ দেশী বিদেশীদের কাছে অনুকরণীয় বলেই ১১টি স্টিল প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিচালনাকারী বিশ্বখ্যাত ভিন্টন ষ্টীলের প্রতিনিধিদল আমাদের প্ল্যান্ট সফর করেছে। এতে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।’ 

ভিন্টন প্রতিনিধি দল স্ক্র্যাপ প্রকিউরমেন্ট, অক্সিজেন প্ল্যান্ট, পরিবেশসহ এই ইন্টিগ্রেটেড প্ল্যান্টের সার্বিক বিষয়ে অবহিত হন। মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন প্রাইমেটালস অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল বিজনেস ইউনিট) জোসেফ গালেটনার এবং প্রাইমেটালস অস্ট্রিয়ার লংরোলিং পিটিইউএস এর মার্কশোর, মিডিয়া এডভাইজার অভীক ওসমান, চিফ অপারেটিং অফিসারটি মোহনবাবু, এবং হেড অব প্ল্যান্ট শ্রী নিবাসা মাদুলুরিরাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত