
ছাড়কৃত মূল্যে ভিসতা ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাবে দারাজে। আজ মঙ্গলবার ভিসতা ও দারাজের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় গ্রাহকেরা দারাজ থেকে ভিসতা টিভি কিনলে ২৭ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ছাড়ের ২০ শতাংশ দিচ্ছে ভিসতা আর ৭ শতাংশ দিচ্ছে দারাজ। এ ছাড়া আরও বেশ কিছু আকর্ষণীয় অফার থাকছে।
রাজধানীর বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ এবং দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ার্স এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেইন, ভিসতা ইলেকট্রনিকসের চেয়ারম্যান সামছুল আলম, পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও উদয় হাকিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারাজের হেড অব কি অ্যাকাউন্টস অ্যান্ড ব্র্যান্ডস নাহিন আহমেদ, কি অ্যাকাউন্টস ম্যানেজার (ইলেকট্রনিকস) মো. আবু নোমান এবং নাকিব খান (দারাজ লাইভ)। ভিসতার পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর ফয়সাল ইসলাম, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার হায়দারুজ্জামান সুজন, পলাশ মধু, মেনুকা তাসনিম, আলী হায়দার খান প্রমুখ। চুক্তি শেষে ভিসতার কর্মকর্তারা দারাজের লাইভ অনুষ্ঠানে অংশ নেন।
এই চুক্তির আওতায় দারাজের ফ্লাগশিপ স্টোরে ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে ভিসতা পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। দেশের যেকোনো প্রান্তে যথাসম্ভব কম খরচে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে যাবে। ভিসতা শতভাগ জেনুইন ও মানসম্পন্ন পণ্য সরবরাহ করবে। দারাজ মলের ফ্লাগশিপ পলিসি অনুযায়ী ১৪ দিনের মধ্যে পণ্য পছন্দ না হলে তা ফেরত নেওয়া হবে। ভিসতা বেষ্ট প্রাইজে পণ্য দেবে এবং দারাজ যত দ্রুত সম্ভব পণ্য সাপ্লাই দেবে।

ছাড়কৃত মূল্যে ভিসতা ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাবে দারাজে। আজ মঙ্গলবার ভিসতা ও দারাজের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় গ্রাহকেরা দারাজ থেকে ভিসতা টিভি কিনলে ২৭ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ছাড়ের ২০ শতাংশ দিচ্ছে ভিসতা আর ৭ শতাংশ দিচ্ছে দারাজ। এ ছাড়া আরও বেশ কিছু আকর্ষণীয় অফার থাকছে।
রাজধানীর বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ এবং দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ার্স এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেইন, ভিসতা ইলেকট্রনিকসের চেয়ারম্যান সামছুল আলম, পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও উদয় হাকিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারাজের হেড অব কি অ্যাকাউন্টস অ্যান্ড ব্র্যান্ডস নাহিন আহমেদ, কি অ্যাকাউন্টস ম্যানেজার (ইলেকট্রনিকস) মো. আবু নোমান এবং নাকিব খান (দারাজ লাইভ)। ভিসতার পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর ফয়সাল ইসলাম, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার হায়দারুজ্জামান সুজন, পলাশ মধু, মেনুকা তাসনিম, আলী হায়দার খান প্রমুখ। চুক্তি শেষে ভিসতার কর্মকর্তারা দারাজের লাইভ অনুষ্ঠানে অংশ নেন।
এই চুক্তির আওতায় দারাজের ফ্লাগশিপ স্টোরে ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে ভিসতা পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। দেশের যেকোনো প্রান্তে যথাসম্ভব কম খরচে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে যাবে। ভিসতা শতভাগ জেনুইন ও মানসম্পন্ন পণ্য সরবরাহ করবে। দারাজ মলের ফ্লাগশিপ পলিসি অনুযায়ী ১৪ দিনের মধ্যে পণ্য পছন্দ না হলে তা ফেরত নেওয়া হবে। ভিসতা বেষ্ট প্রাইজে পণ্য দেবে এবং দারাজ যত দ্রুত সম্ভব পণ্য সাপ্লাই দেবে।

উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
১ ঘণ্টা আগে
আবুল কালাম বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব নিয়েই পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নেয়। কিন্তু ইস্যুয়ার কোম্পানি ও ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, এখানে ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাইসিংসহ আরও কয়েকটি সমস্যা বিদ্যমান। পরে টাস্কফোর্সের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী আইপিও
২ ঘণ্টা আগে
২০২৫ সাল জুড়ে একের পর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কের আঘাত সয়ে নিয়েই চীন রেকর্ড বাণিজ্য করে দেখাল। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন। গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা
৫ ঘণ্টা আগে
নতুন বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে লাইসেন্সধারী সিঅ্যান্ডএফ এজেন্টরা অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
৫ ঘণ্টা আগে