
চট্টগ্রামে নিজেদের কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ২ আগস্ট চট্টগ্রাম শহরের একটি হোটেলে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২০০ জনেরও বেশি কর্মকর্তা।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আহাদ অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিজওনাল করপোরেট-চট্টগ্রাম কায়েস চৌধুরী এবং চট্টগ্রাম অঞ্চলের রিজওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী।
এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের লক্ষ্য হলো ব্যাংক কর্মকর্তাদের সর্বশেষ হালনাগাদকৃত নিয়মনীতি, প্রবিধি এবং বেস্ট প্র্যাকটিস সম্পর্কে ধারণা দেওয়া, যাতে তাঁরা মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারেন।
এই উদ্যোগ পেশাদার উন্নয়নের প্রতি ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতির পরিচায়ক, যা জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী শক্তিশালী আর্থিক অবস্থান বজায় রাখার লক্ষ্যে ব্যাংকটির সক্রিয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে। প্রশিক্ষণটি ব্যাংকের কর্মকর্তাদের জন্য খুবই ফলপ্রসূ ছিল। কারণ তাঁরা প্রশিক্ষণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছেন, যা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক সহায়তা করবে।
একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক কর্মীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের পাশাপাশি এই খাতে উল্লেখযোগ্য হারে বিনিয়োগও অব্যাহত রেখেছে।

চট্টগ্রামে নিজেদের কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ২ আগস্ট চট্টগ্রাম শহরের একটি হোটেলে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২০০ জনেরও বেশি কর্মকর্তা।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আহাদ অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিজওনাল করপোরেট-চট্টগ্রাম কায়েস চৌধুরী এবং চট্টগ্রাম অঞ্চলের রিজওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী।
এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের লক্ষ্য হলো ব্যাংক কর্মকর্তাদের সর্বশেষ হালনাগাদকৃত নিয়মনীতি, প্রবিধি এবং বেস্ট প্র্যাকটিস সম্পর্কে ধারণা দেওয়া, যাতে তাঁরা মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারেন।
এই উদ্যোগ পেশাদার উন্নয়নের প্রতি ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতির পরিচায়ক, যা জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী শক্তিশালী আর্থিক অবস্থান বজায় রাখার লক্ষ্যে ব্যাংকটির সক্রিয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে। প্রশিক্ষণটি ব্যাংকের কর্মকর্তাদের জন্য খুবই ফলপ্রসূ ছিল। কারণ তাঁরা প্রশিক্ষণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছেন, যা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক সহায়তা করবে।
একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক কর্মীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের পাশাপাশি এই খাতে উল্লেখযোগ্য হারে বিনিয়োগও অব্যাহত রেখেছে।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৬ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৬ ঘণ্টা আগে