Ajker Patrika

ইউসিবির মাস্টার বাড়ি শাখার উদ্বোধন

ইউসিবির মাস্টার বাড়ি শাখার উদ্বোধন

সর্বোত্তম ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ভালুকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২২৮ তম মাস্টার বাড়ি শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নতুন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে ব্যাংক-চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভালুকায় ইউসিবির শাখার উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির দুই উপব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক ও এ টি এম তাহমিদুজ্জামান এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, মাস্টার বাড়ি শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, ‘সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহক চাহিদাকে বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবাকে আধুনিক, নিরাপদ, সহজ ও গ্রাহকবান্ধব করতে ইউসিবি সর্বোচ্চ উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব গ্রিন ব্যাংকিং আন্তরিকভাবে অনুশীলন করছে।’

আরিফ কাদরী সংশ্লিষ্টদেরকে মাস্টার বাড়ি শাখা, ভালুকায় (মাস্টার বাড়ি প্লাজা, জামিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ) ইউসিবির ব্যাংকিং সেবা নেওয়ার আমন্ত্রণ জানান।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত