
পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ ফ্যামিলি প্যাক ‘স্নেহভরা রমজান’ নিয়ে এসেছে কেলগস (Kelloggs) এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ শনিবার ঢাকার লেকশোর হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্যাকেজ চালু করা হয়।
ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভ, রহমত এবং ক্ষমা পাওয়ার মাস হল পবিত্র মাহে রমজান। এই মাসে একসঙ্গে মিলে ইফতার ও সাহরির মাধ্যমে পরিবারের সবাই উপভোগ করে কিছু সুন্দর মুহূর্ত। পরিবারের সবার সঙ্গে থাকা এবং রোজার কথা মাথায় রেখে কেলগস এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি এই বিশেষ ফ্যামিলি প্যাক এনেছে।
এই ফ্যামিলি প্যাকের প্রতিটিতে ৪০০ গ্রামের একটি কেলগস ওটস এবং ৩৮৫ গ্রামের একটি কেলগস চকোস প্যাক রয়েছে। কেলগস ওটসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এতে আরও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা দিনভর রোজার ক্লান্তি দূর করে শরীরে শক্তি সরবরাহ করে।
বাচ্চাদের প্রিয় কেলগস চকোস দ্রুত সকালের নাশতা করার জন্য চমৎকার মেন্যু। দিনের শুরুতে চঞ্চল থাকতে শিশুকে প্রয়োজনীয় পুষ্টিও জোগায় কেলগস চকোস। তাই কেলগস ওটস এবং কেলগস চকোসের সমন্বয়ে এই ‘স্নেহভরা রমজান’ প্যাক পুরো পরিবারের খাবারের চাহিদা পূরণ করে। দুটো মিলে এই প্যাকের দাম ৬৭৫ টাকা হলেও রমজান মাসে বিশেষ অফারে ৭৫ টাকা ছাড়ে এটি পাওয়া যাবে মাত্র ৬০০ টাকায়।
পণ্য বিতরণের জন্য বিশেষ এই প্যাকটি বিক্রয় প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেছেন ডিস্ট্রিবিউশন হাউজ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব আশরাফ বিন তাজ। এই প্যাকেজ চালুর অনুষ্ঠানে কেলগস টিমের ভারতীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দানাজাতীয় নাশতা, প্রিংগল্স হেলথ বার কর্ন ফ্লেকস, চকোস, মুয়েসলি, গ্র্যানোলা এবং ওটসহ অন্যান্য খাদ্য এবং স্ন্যাকিং পণ্যে উৎপাদনকারী কোম্পানি কেলগসের বাংলাদেশের খুচরা ও অনলাইনে সুনাম রয়েছে। কেলগসের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘প্রিংগল্স’ এর স্ন্যাকস দেশজুড়ে বেশ জনপ্রিয়।
২৬ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে ‘স্নেহভরা রমজান’ ফ্যামিলি প্যাকটি। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি সেলস টিমের মাধ্যমে বাজারে বিতরণ শুরু হবে, সেই সঙ্গে গ্রাহকদের পণ্য সম্পর্কে আরও বিস্তারিত জানাতে ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে নানান ক্যাম্পেইন।

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ ফ্যামিলি প্যাক ‘স্নেহভরা রমজান’ নিয়ে এসেছে কেলগস (Kelloggs) এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ শনিবার ঢাকার লেকশোর হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্যাকেজ চালু করা হয়।
ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভ, রহমত এবং ক্ষমা পাওয়ার মাস হল পবিত্র মাহে রমজান। এই মাসে একসঙ্গে মিলে ইফতার ও সাহরির মাধ্যমে পরিবারের সবাই উপভোগ করে কিছু সুন্দর মুহূর্ত। পরিবারের সবার সঙ্গে থাকা এবং রোজার কথা মাথায় রেখে কেলগস এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি এই বিশেষ ফ্যামিলি প্যাক এনেছে।
এই ফ্যামিলি প্যাকের প্রতিটিতে ৪০০ গ্রামের একটি কেলগস ওটস এবং ৩৮৫ গ্রামের একটি কেলগস চকোস প্যাক রয়েছে। কেলগস ওটসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এতে আরও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা দিনভর রোজার ক্লান্তি দূর করে শরীরে শক্তি সরবরাহ করে।
বাচ্চাদের প্রিয় কেলগস চকোস দ্রুত সকালের নাশতা করার জন্য চমৎকার মেন্যু। দিনের শুরুতে চঞ্চল থাকতে শিশুকে প্রয়োজনীয় পুষ্টিও জোগায় কেলগস চকোস। তাই কেলগস ওটস এবং কেলগস চকোসের সমন্বয়ে এই ‘স্নেহভরা রমজান’ প্যাক পুরো পরিবারের খাবারের চাহিদা পূরণ করে। দুটো মিলে এই প্যাকের দাম ৬৭৫ টাকা হলেও রমজান মাসে বিশেষ অফারে ৭৫ টাকা ছাড়ে এটি পাওয়া যাবে মাত্র ৬০০ টাকায়।
পণ্য বিতরণের জন্য বিশেষ এই প্যাকটি বিক্রয় প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেছেন ডিস্ট্রিবিউশন হাউজ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব আশরাফ বিন তাজ। এই প্যাকেজ চালুর অনুষ্ঠানে কেলগস টিমের ভারতীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দানাজাতীয় নাশতা, প্রিংগল্স হেলথ বার কর্ন ফ্লেকস, চকোস, মুয়েসলি, গ্র্যানোলা এবং ওটসহ অন্যান্য খাদ্য এবং স্ন্যাকিং পণ্যে উৎপাদনকারী কোম্পানি কেলগসের বাংলাদেশের খুচরা ও অনলাইনে সুনাম রয়েছে। কেলগসের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘প্রিংগল্স’ এর স্ন্যাকস দেশজুড়ে বেশ জনপ্রিয়।
২৬ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে ‘স্নেহভরা রমজান’ ফ্যামিলি প্যাকটি। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি সেলস টিমের মাধ্যমে বাজারে বিতরণ শুরু হবে, সেই সঙ্গে গ্রাহকদের পণ্য সম্পর্কে আরও বিস্তারিত জানাতে ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে নানান ক্যাম্পেইন।

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
৪ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৭ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৯ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে