Ajker Patrika

রাজধানীতে ৩–৪ জানুয়ারি শুধু শিশুদের জন্য উৎসব

রাজধানীতে ৩–৪ জানুয়ারি শুধু শিশুদের জন্য উৎসব
‘হট্টগোল শিশু উৎসব’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: বিজ্ঞপ্তি

আগামী ৩ ও ৪ জানুয়ারি রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হট্টগোল শিশু উৎসব’। প্রথমবারের মতো দেশি খাবারের রেস্তোরাঁ এন’স কিচেন ও ইভেন্ট হাউস বর্তুল এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে।

দুই দিনের এই আয়োজনে শিশুদের জন্য থাকছে বিশেষ কর্মশালা। ৩ জানুয়ারি সকাল ১১টায় শিশুরা ফিতা কেটে উদ্বোধন করবে এই আয়োজন। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ক্র্যাফট কর্মশালা। এই কর্মশালা পরিচালনা করবে ‘জলছবি ক্রিয়েটিভ স্কুল’।

এরপর থাকবে পাপেট শো ও পাপেট কর্মশালা, এটি চলবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই কর্মশালা চলবে জলপুতুল পাপেটস।

সন্ধ্যায় সংগীত আয়োজন থাকবে জাগতিকের অংশগ্রহণে। এই আয়োজনের পাশাপাশি চলবে দেশীয় পণ্যের প্রদর্শনী।

৪ জানুয়ারি বেলা ১২টা থেকে থাকবে ‘গান আড্ডা’, বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আয়োজন পরিচালনা করবেন ‘যাদুর কাঠি ও মল্লিক ঐশ্বর্য’।

বিকেলে রয়েছে অভিনয় কর্মশালা ও নাট্য প্রদর্শনী, বটতলা নাট্যদলের শিশু অভিনেতাদের অংশগ্রহণে প্রদর্শিত হবে বিশেষ নাটক ‘গুপীবাঘা’। প্রদর্শনীর সঙ্গে থাকছে অভিনয় কর্মশালা। এটি পরিচালনা করবেন নাট্য নির্দেশক আলী হায়দার ও হুমায়ুন আজম রেওয়াজ।

সমাপনী অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যায় অংশ নেবে ‘জলের গান’।

এই সম্পূর্ণ আয়োজন শিশুদের জন্য। পাশাপাশি থাকছে দেশীয় পণ্যের প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে—মাদল, দীঘল, দয়ীতা, ফুলবিলাশ, সখের ডিব্বা, সিল্ক অ্যান্ডি বাই মিতুসহ আরও অনেকে।

এই আয়োজন দেশি উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত। চাইলেই নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন যেকোনো উদ্যোক্তা। যোগাযোগ করা যাবে: এবি সিদ্দিকি জেম—০১৯১১৪৮৪৮২৬, ফাতেমা আবেদীন নাজলা—০১৭২০০৬৪৫৪৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত