Ajker Patrika

হাজারো স্টাইলিশ জুতার কালেকশনে ঈদ উদ্‌যাপন হোক বাটার সঙ্গে

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৪: ২৭
হাজারো স্টাইলিশ জুতার কালেকশনে ঈদ উদ্‌যাপন হোক বাটার সঙ্গে

ঈদ উৎসবে সবাইকে রাঙাতে বাটা নিয়ে এসেছে ১ হাজারেরও বেশি নতুন স্টাইলিশ ও ট্রেন্ডি নিউ কালেকশন। বাটার স্টাইলিশ এবং আরামদায়ক জুতা নিশ্চিত করে আপনার কমফোর্ট হোক ঈদের নামাজে যাওয়ার সময় কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা মাতাতে। 

বাটা রেড লেবেল, বাটা কমফিট, বাটা পাওয়ার, বাটা হাশ-পাপিস এবং বাটা ওয়েনব্রেইনারের মতো ব্র্যান্ডের আইকনিক ঈদ কালেকশনের সঙ্গে এই ঈদে আপনি পাচ্ছেন সেরা মান ও স্টাইল। বাটার প্রতিটি জুতা যত্নের সঙ্গে তৈরি করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ আরাম ও স্থায়িত্ব, ব্যবহার করা হয়েছে সর্বোত্তম উপকরণ এবং আধুনিক প্রযুক্তি। বাটার জুতোগুলো ট্রেন্ডি হওয়ার পেছনে অন্যতম অবদান বাটার মডার্ন টেকনোলজিও। বাটা অত্যাধুনিক প্রযুক্তি যেমন মেমরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল, হালকা ও ট্রেন্ডি জুতা অফার করে। আর এই বৈশিষ্ট্যগুলো জুতাকে পছন্দনীয় করে তোলে। 

এই ঈদে বাটা ব্র্যান্ড সবার ক্রয়ক্ষমতা মাথায় রেখে এনেছে অনেক অনেক নতুন ডিজাইন। বাটায় ছেলেদের জুতা পাওয়া যাবে ৪৯৯ থেকে ১৬ হাজার ৯৯৯ টাকার মধ্যে। মেয়েদের জুতা ৪৯৯ থেকে ৫ হাজার ৯৯৯ টাকার মধ্যে, আর বাচ্চাদের জুতা ৪৯৯ থেকে ৩ হাজার ৯৯৯ টাকায়। 

ঈদ উপলক্ষে বাটায় বিভিন্ন পেমেন্ট গেটাওয়ে/প্ল্যাটফর্মস যেমন ব্যাংক কার্ড ও মোবাইল ওয়ালেট দিয়ে পে করলেই পাওয়া যাবে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও কুপন। 

স্বাচ্ছন্দ্যে জুতো কিনতে দোকানের পাশাপাশি বাটার আছে অনলাইন উপস্থিতি। Batabd.com-এ পাবেন ২ হাজার ৫০০-এর বেশি ইউনিক ডিজাইন এবং ঈদ উপলক্ষে নতুন আরও ১ হাজার বেশি স্টাইল জুতা। এ ছাড়া ২০ শতাংশ ছাড়ের সাপ্তাহিক ফ্ল্যাশ ডিলস তো আছেই। কাস্টমারদের সুবিধার জন্য আছে ফ্রি ডেলিভারির সুবিধাও। 

বাটার জুতোগুলোর স্টাইলের সঙ্গে কমফোর্টের অনন্য সমন্বয়, কাস্টমারদের কমফোর্টের সঙ্গে স্টাইলও বজায় রাখার সুযোগ করে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত