
ঈদ উৎসবে সবাইকে রাঙাতে বাটা নিয়ে এসেছে ১ হাজারেরও বেশি নতুন স্টাইলিশ ও ট্রেন্ডি নিউ কালেকশন। বাটার স্টাইলিশ এবং আরামদায়ক জুতা নিশ্চিত করে আপনার কমফোর্ট হোক ঈদের নামাজে যাওয়ার সময় কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা মাতাতে।
বাটা রেড লেবেল, বাটা কমফিট, বাটা পাওয়ার, বাটা হাশ-পাপিস এবং বাটা ওয়েনব্রেইনারের মতো ব্র্যান্ডের আইকনিক ঈদ কালেকশনের সঙ্গে এই ঈদে আপনি পাচ্ছেন সেরা মান ও স্টাইল। বাটার প্রতিটি জুতা যত্নের সঙ্গে তৈরি করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ আরাম ও স্থায়িত্ব, ব্যবহার করা হয়েছে সর্বোত্তম উপকরণ এবং আধুনিক প্রযুক্তি। বাটার জুতোগুলো ট্রেন্ডি হওয়ার পেছনে অন্যতম অবদান বাটার মডার্ন টেকনোলজিও। বাটা অত্যাধুনিক প্রযুক্তি যেমন মেমরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল, হালকা ও ট্রেন্ডি জুতা অফার করে। আর এই বৈশিষ্ট্যগুলো জুতাকে পছন্দনীয় করে তোলে।
এই ঈদে বাটা ব্র্যান্ড সবার ক্রয়ক্ষমতা মাথায় রেখে এনেছে অনেক অনেক নতুন ডিজাইন। বাটায় ছেলেদের জুতা পাওয়া যাবে ৪৯৯ থেকে ১৬ হাজার ৯৯৯ টাকার মধ্যে। মেয়েদের জুতা ৪৯৯ থেকে ৫ হাজার ৯৯৯ টাকার মধ্যে, আর বাচ্চাদের জুতা ৪৯৯ থেকে ৩ হাজার ৯৯৯ টাকায়।
ঈদ উপলক্ষে বাটায় বিভিন্ন পেমেন্ট গেটাওয়ে/প্ল্যাটফর্মস যেমন ব্যাংক কার্ড ও মোবাইল ওয়ালেট দিয়ে পে করলেই পাওয়া যাবে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও কুপন।
স্বাচ্ছন্দ্যে জুতো কিনতে দোকানের পাশাপাশি বাটার আছে অনলাইন উপস্থিতি। Batabd.com-এ পাবেন ২ হাজার ৫০০-এর বেশি ইউনিক ডিজাইন এবং ঈদ উপলক্ষে নতুন আরও ১ হাজার বেশি স্টাইল জুতা। এ ছাড়া ২০ শতাংশ ছাড়ের সাপ্তাহিক ফ্ল্যাশ ডিলস তো আছেই। কাস্টমারদের সুবিধার জন্য আছে ফ্রি ডেলিভারির সুবিধাও।
বাটার জুতোগুলোর স্টাইলের সঙ্গে কমফোর্টের অনন্য সমন্বয়, কাস্টমারদের কমফোর্টের সঙ্গে স্টাইলও বজায় রাখার সুযোগ করে দেয়।

ঈদ উৎসবে সবাইকে রাঙাতে বাটা নিয়ে এসেছে ১ হাজারেরও বেশি নতুন স্টাইলিশ ও ট্রেন্ডি নিউ কালেকশন। বাটার স্টাইলিশ এবং আরামদায়ক জুতা নিশ্চিত করে আপনার কমফোর্ট হোক ঈদের নামাজে যাওয়ার সময় কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা মাতাতে।
বাটা রেড লেবেল, বাটা কমফিট, বাটা পাওয়ার, বাটা হাশ-পাপিস এবং বাটা ওয়েনব্রেইনারের মতো ব্র্যান্ডের আইকনিক ঈদ কালেকশনের সঙ্গে এই ঈদে আপনি পাচ্ছেন সেরা মান ও স্টাইল। বাটার প্রতিটি জুতা যত্নের সঙ্গে তৈরি করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ আরাম ও স্থায়িত্ব, ব্যবহার করা হয়েছে সর্বোত্তম উপকরণ এবং আধুনিক প্রযুক্তি। বাটার জুতোগুলো ট্রেন্ডি হওয়ার পেছনে অন্যতম অবদান বাটার মডার্ন টেকনোলজিও। বাটা অত্যাধুনিক প্রযুক্তি যেমন মেমরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল, হালকা ও ট্রেন্ডি জুতা অফার করে। আর এই বৈশিষ্ট্যগুলো জুতাকে পছন্দনীয় করে তোলে।
এই ঈদে বাটা ব্র্যান্ড সবার ক্রয়ক্ষমতা মাথায় রেখে এনেছে অনেক অনেক নতুন ডিজাইন। বাটায় ছেলেদের জুতা পাওয়া যাবে ৪৯৯ থেকে ১৬ হাজার ৯৯৯ টাকার মধ্যে। মেয়েদের জুতা ৪৯৯ থেকে ৫ হাজার ৯৯৯ টাকার মধ্যে, আর বাচ্চাদের জুতা ৪৯৯ থেকে ৩ হাজার ৯৯৯ টাকায়।
ঈদ উপলক্ষে বাটায় বিভিন্ন পেমেন্ট গেটাওয়ে/প্ল্যাটফর্মস যেমন ব্যাংক কার্ড ও মোবাইল ওয়ালেট দিয়ে পে করলেই পাওয়া যাবে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও কুপন।
স্বাচ্ছন্দ্যে জুতো কিনতে দোকানের পাশাপাশি বাটার আছে অনলাইন উপস্থিতি। Batabd.com-এ পাবেন ২ হাজার ৫০০-এর বেশি ইউনিক ডিজাইন এবং ঈদ উপলক্ষে নতুন আরও ১ হাজার বেশি স্টাইল জুতা। এ ছাড়া ২০ শতাংশ ছাড়ের সাপ্তাহিক ফ্ল্যাশ ডিলস তো আছেই। কাস্টমারদের সুবিধার জন্য আছে ফ্রি ডেলিভারির সুবিধাও।
বাটার জুতোগুলোর স্টাইলের সঙ্গে কমফোর্টের অনন্য সমন্বয়, কাস্টমারদের কমফোর্টের সঙ্গে স্টাইলও বজায় রাখার সুযোগ করে দেয়।

বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে অচলাবস্থার কারণে চীন আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপক পরিমাণে পাইকারি এলপিজি কিনেছে। গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালোতালিকাভুক্ত করা হয়।
১ ঘণ্টা আগে
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
৬ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
৭ ঘণ্টা আগে
দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট কাটাতে এবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বিপিসির নিজস্ব সক্ষমতা না থাকায় এলপি...
১৪ ঘণ্টা আগে