Ajker Patrika

গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫০ লাখ টাকা অনুদান দিল পূবালী ব্যাংক

আজকের পত্রিকা ডেস্ক­
গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫০ লাখ টাকা অনুদান দিল পূবালী ব্যাংক
গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫০ লাখ টাকার অনুদান দিয়েছে পূবালী ব্যাংক। ছবি: বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক পিএলসি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্য খাতে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ। এরই ধারাবাহিকতায় গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক।

সম্প্রতি পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী অনুদানের পেমেন্ট অর্ডারটি গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান শিরীন পারভীন হকের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ ইছা, আহমেদ এনায়েত মনজুর, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক (অর্থ) মনিকা রানী সরকার।

গণস্বাস্থ্য কেন্দ্র ১৯৭২ সাল থেকে একটি জনহিতকর ট্রাস্ট হিসেবে দেশের সাধারণ মানুষের জন্য উন্নতমানের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার’ দেশের বৃহত্তম কিডনি চিকিৎসাকেন্দ্র, যেখানে প্রতিদিন গড়ে ২৫০-২৭০ জন রোগী সেবা গ্রহণ করেন। কেন্দ্রটি ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন, ৪ শিফটে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে।

পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যার ৫০৯টি শাখা এবং ২৩৫টি উপশাখা রয়েছে দেশজুড়ে। ব্যাংকটি দীর্ঘদিন ধরে আর্থিক খাতের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘আমরা কেবল আর্থিক খাতে নয়, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও নিজেদের সম্পৃক্ত রাখতে বিশ্বাস করি। স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার এবং এই খাতে অবদান রাখতে পারা আমাদের গর্বের বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত