বিজ্ঞপ্তি

অবিশ্বাস্য হলেও সত্যি যে, বর্তমানে স্মার্টফোনের বাজারে ২০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে টেকনোর কমপক্ষে চারটি ডিভাইস। এসব ফোনে রয়েছে অত্যাধুনিক ফিচার। স্পার্ক ৩০ প্রো, স্পার্ক ৩০, স্পার্ক ৩০ সি এবং স্পার্ক গো ওয়ান— এসব ফোন এখন মাত্র ২০ হাজার টাকার মধ্যে ক্রয় করার সুযোগ পাচ্ছেন টেকনো ফ্যানরা।
অবিশ্বাস্য স্থায়িত্ব ও সক্ষমতার স্পার্ক ৩০ সিরিজে রয়েছে ৫ বছরের নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের গ্যারান্টি। স্পার্ক ৩০ সিরিজের জন্য টেকনো নেতৃস্থানীয় খেলনা ও গেম কোম্পানি হাসব্রোর ট্রান্সফর্মার্স ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বিশেষ ট্রান্সফর্মার্স এডিশন নিয়ে এসেছে। টিইউভি রাইনল্যান্ডের সনদপ্রাপ্ত স্পার্ক ৩০ প্রো ৫ বছরের নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। স্পার্ক ৩০ প্রো এর ৩৩ ওয়াট ফাস্ট চার্জ ৩টি ইন্টেলিজেন্ট চার্জিং মোড অফার করে এবং প্রায় ৭০ মিনিটে ডিভাইসটিকে শূন্য থেকে শতভাগ চার্জ করতে পারে। স্পার্ক ৩০ প্রো’তে রয়েছে ৩X লসলেস জুম ও ১০X ডিজিটাল জুম সহ ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ফলে দূরত্ব যাই হোক না কেন ছবি তোলা হবে আরও নিখুঁত ও ঝকঝকে। মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর সম্পন্ন এই দুর্দান্ত ডিভাইসটি এখন ২০,৯৯৯ টাকার পরিবর্তে ঈদ উপলক্ষে মাত্র ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, দৈনন্দিন ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে স্পার্ক ৩০ ফোনে আছে অনবদ্য ব্যাটারি সক্ষমতা ও স্টোরেজ, যা নিশ্চিত করবে শক্তিশালী পারফরম্যান্স। স্পার্ক ৩০ এর ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬৮২ মেইন ক্যামেরায় রয়েছে বড় পিক্সেল, বিস্তারিত ও সমৃদ্ধ ক্রপিং ফ্লেক্সিবিলিটি। ব্যবহারকারীর সৃজনশীলতা ও উত্পাদনশীলতা আরও বৃদ্ধি করতে এতে আছে এআই-সমৃদ্ধ এআইজিসি পোর্ট্রেইট, এআই ইরেজার ও এআই আর্টবোর্ড সহ বিস্তৃত পরিসরের সর্বাধুনিক এআই-ভিত্তিক ফিচার। স্পার্ক ৩০ ফোনটি ব্যবহারকারীরা এখন মাত্র ১৭,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন।
দীর্ঘস্থায়ী ও শক্তিশালী স্মার্টফোন অভিজ্ঞতার সাথে আল্ট্রা-স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম স্পার্ক ৩০ সি। টেকনো স্পার্ক ৩০সি ফোনের অনেকগুলো আকর্ষণীয় ফিচারের একটি হলো এর “৫০ মাসের দীর্ঘস্থায়ী ফ্লুয়েন্সি”; ফলে চার বছরেরও বেশি সময় ধরে কোনো রকম ল্যাগ ছাড়াই উপভোগ করা যাবে স্মুথ স্মার্টফোন অভিজ্ঞতা। ফোনটিতে আরও আছে ১২০ হার্জ ৬.৬” এইচডি+ আইপিএস স্মুথ ডিসপ্লে। ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা; যার সাহায্যে তোলা যাবে উচ্চ-রেজ্যুলেশনে প্রাণবন্ত ছবি। এছাড়া, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিখুঁত ডিটেইলস সহ ছবি তোলার জন্য উপযুক্ত। স্মার্টফোন প্রেমীরা এখন স্পার্ক ৩০ সি ফোনের (৮ + ২৫৬ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ১৫,৯৯৯ টাকা এবং (৬ + ১২৮ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ১৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন।
এছাড়া, টেকনো স্পার্ক গো ওয়ান ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৪ বছরের দীর্ঘস্থায়ী স্মার্টফোন অভিজ্ঞতা। এই ফোনে রয়েছে আইপি ৫৪ পানি, ধূলো ও তেল প্রতিরোধী ফিচার। উজিং, গেমিং অথবা স্ট্রিমিংয় যেকোনো পরিস্থিতিতে ১২০ হাজ় রিফ্রেশ রেট সহ ৬.৬৭” আইপিএস এলসিডি ডিসপ্লের সাহায্যে ব্যাবহারকারীরা পাবেন দুর্দান্ত অভিজ্ঞতা। এই ফোনে আরও রয়েছে অক্টা-কোর টি৬১৫ প্রসেসর এবং ৪.৫জি লাইটিনিং মোবাইল নেটওয়ার্ক। প্রাণবন্ত ছবি এবং ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং ৮ মেগাপিকসেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের (৩ + ৬৪ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ৯,৯৯৯ টাকা, (৪ + ৬৪ জিবি) ভ্যারিয়েন্টটি ১০,৯৯৯ এবং (৪ + ১২৮ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ১২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
তাহলে আর দেরি কেন? এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ টেকনো আউটলেট এবং ঈদের আগেই কিনে ফেলুন আপনার পছন্দের টেকনো ফোন।

অবিশ্বাস্য হলেও সত্যি যে, বর্তমানে স্মার্টফোনের বাজারে ২০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে টেকনোর কমপক্ষে চারটি ডিভাইস। এসব ফোনে রয়েছে অত্যাধুনিক ফিচার। স্পার্ক ৩০ প্রো, স্পার্ক ৩০, স্পার্ক ৩০ সি এবং স্পার্ক গো ওয়ান— এসব ফোন এখন মাত্র ২০ হাজার টাকার মধ্যে ক্রয় করার সুযোগ পাচ্ছেন টেকনো ফ্যানরা।
অবিশ্বাস্য স্থায়িত্ব ও সক্ষমতার স্পার্ক ৩০ সিরিজে রয়েছে ৫ বছরের নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের গ্যারান্টি। স্পার্ক ৩০ সিরিজের জন্য টেকনো নেতৃস্থানীয় খেলনা ও গেম কোম্পানি হাসব্রোর ট্রান্সফর্মার্স ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বিশেষ ট্রান্সফর্মার্স এডিশন নিয়ে এসেছে। টিইউভি রাইনল্যান্ডের সনদপ্রাপ্ত স্পার্ক ৩০ প্রো ৫ বছরের নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। স্পার্ক ৩০ প্রো এর ৩৩ ওয়াট ফাস্ট চার্জ ৩টি ইন্টেলিজেন্ট চার্জিং মোড অফার করে এবং প্রায় ৭০ মিনিটে ডিভাইসটিকে শূন্য থেকে শতভাগ চার্জ করতে পারে। স্পার্ক ৩০ প্রো’তে রয়েছে ৩X লসলেস জুম ও ১০X ডিজিটাল জুম সহ ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ফলে দূরত্ব যাই হোক না কেন ছবি তোলা হবে আরও নিখুঁত ও ঝকঝকে। মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর সম্পন্ন এই দুর্দান্ত ডিভাইসটি এখন ২০,৯৯৯ টাকার পরিবর্তে ঈদ উপলক্ষে মাত্র ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, দৈনন্দিন ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে স্পার্ক ৩০ ফোনে আছে অনবদ্য ব্যাটারি সক্ষমতা ও স্টোরেজ, যা নিশ্চিত করবে শক্তিশালী পারফরম্যান্স। স্পার্ক ৩০ এর ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬৮২ মেইন ক্যামেরায় রয়েছে বড় পিক্সেল, বিস্তারিত ও সমৃদ্ধ ক্রপিং ফ্লেক্সিবিলিটি। ব্যবহারকারীর সৃজনশীলতা ও উত্পাদনশীলতা আরও বৃদ্ধি করতে এতে আছে এআই-সমৃদ্ধ এআইজিসি পোর্ট্রেইট, এআই ইরেজার ও এআই আর্টবোর্ড সহ বিস্তৃত পরিসরের সর্বাধুনিক এআই-ভিত্তিক ফিচার। স্পার্ক ৩০ ফোনটি ব্যবহারকারীরা এখন মাত্র ১৭,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন।
দীর্ঘস্থায়ী ও শক্তিশালী স্মার্টফোন অভিজ্ঞতার সাথে আল্ট্রা-স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম স্পার্ক ৩০ সি। টেকনো স্পার্ক ৩০সি ফোনের অনেকগুলো আকর্ষণীয় ফিচারের একটি হলো এর “৫০ মাসের দীর্ঘস্থায়ী ফ্লুয়েন্সি”; ফলে চার বছরেরও বেশি সময় ধরে কোনো রকম ল্যাগ ছাড়াই উপভোগ করা যাবে স্মুথ স্মার্টফোন অভিজ্ঞতা। ফোনটিতে আরও আছে ১২০ হার্জ ৬.৬” এইচডি+ আইপিএস স্মুথ ডিসপ্লে। ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা; যার সাহায্যে তোলা যাবে উচ্চ-রেজ্যুলেশনে প্রাণবন্ত ছবি। এছাড়া, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিখুঁত ডিটেইলস সহ ছবি তোলার জন্য উপযুক্ত। স্মার্টফোন প্রেমীরা এখন স্পার্ক ৩০ সি ফোনের (৮ + ২৫৬ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ১৫,৯৯৯ টাকা এবং (৬ + ১২৮ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ১৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন।
এছাড়া, টেকনো স্পার্ক গো ওয়ান ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৪ বছরের দীর্ঘস্থায়ী স্মার্টফোন অভিজ্ঞতা। এই ফোনে রয়েছে আইপি ৫৪ পানি, ধূলো ও তেল প্রতিরোধী ফিচার। উজিং, গেমিং অথবা স্ট্রিমিংয় যেকোনো পরিস্থিতিতে ১২০ হাজ় রিফ্রেশ রেট সহ ৬.৬৭” আইপিএস এলসিডি ডিসপ্লের সাহায্যে ব্যাবহারকারীরা পাবেন দুর্দান্ত অভিজ্ঞতা। এই ফোনে আরও রয়েছে অক্টা-কোর টি৬১৫ প্রসেসর এবং ৪.৫জি লাইটিনিং মোবাইল নেটওয়ার্ক। প্রাণবন্ত ছবি এবং ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং ৮ মেগাপিকসেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের (৩ + ৬৪ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ৯,৯৯৯ টাকা, (৪ + ৬৪ জিবি) ভ্যারিয়েন্টটি ১০,৯৯৯ এবং (৪ + ১২৮ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ১২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
তাহলে আর দেরি কেন? এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ টেকনো আউটলেট এবং ঈদের আগেই কিনে ফেলুন আপনার পছন্দের টেকনো ফোন।

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্ট মানের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশীয় স্পিনিং-শিল্পের অস্তিত্ব রক্ষা, রপ্তানি খাতে মূল্য সংযোজন বাড়ানো ও এলডিসি উত্তরণপরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে এমন
২ ঘণ্টা আগে
দেশের নির্মাণসামগ্রী খাতে নতুন মাত্রা যোগ করেছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। সারা বিশ্বেই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বর্তমানে বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে। নতুন দিনের নির্মাণ চাহিদা পূরণে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারের প্রচলন আমাদের দেশে এখনো তুলনামূলকভাবে নতুন।
৪ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১৮ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১৮ ঘণ্টা আগে