বিজ্ঞপ্তি
বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। গত ২১ নভেম্বর রাজধানীর শ্যামলীতে সনি-স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে স্যাফরন কেক কেটে এই গুগল টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মো. তানভীর হোসেন নতুন এই গুগল টিভি উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ওভারসিজ বিজনেস হেড মিস নুরুল আইন ওমর, সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান।
এ সময় তানভীর হোসেন বলেন, আমাদের দৈনন্দিন বিনোদনের চাহিদা পূরণে একসময় টেলিভিশনের গুরুত্ব ছিল ব্যাপক। কিন্তু প্রযুক্তির ছোঁয়া এবং স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এর জনপ্রিয়তা কমে গিয়েছিল। তবে, সাম্প্রতিক সময়ে প্রযুক্তির সংমিশ্রণ টেলিভিশন তার হারানো জৌলুস ফিরে পেতে চলেছে। যার পেছনে অন্যতম কারিগর হিসেবে গুগলের প্রভাব অপরিসীমই বলা যায়। কারণ, গুগল অপারেটিং সিস্টেমই পুরোনো টেলিভিশনগুলোকে আধুনিকায়ন করে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে নিচ্ছে।
তানভীর হোসেন আরও বলেন, বর্তমান সময়ে বাসায় একটা স্মার্ট টিভি নেই এমন পরিবারের সংখ্যা কিন্তু একদমই হাতে গোনা। আর সেই দৌড়ে পাল্লা দিচ্ছে-কার টিভি কত বড় আর কত স্মার্ট। সেই দৌড়ে অংশ নিতেই দেশীয় ব্র্যান্ড হিসেবে আমরাও গুগলের সঙ্গী হয়েছি। আজ থেকে সারা দেশের সনি-স্মার্টের শোরুমগুলোতে পাওয়া যাবে আমাদের স্মার্ট-গুগল টিভি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের ৭টি স্ক্রিন সাইজের টিভিই ফোরকে রেজ্যুলেশনের। যার মাধ্যমে উপভোগ করা যাবে আরও উজ্জ্বল ও ঝকঝকে ছবি।
অনুষ্ঠানে নতুন এই স্মার্ট-গুগল টিভি উন্মোচন উপলক্ষে উপহারের পাশাপাশি আকর্ষণীয় মূল্যসহ নতুন অফার ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এই বিষয়ে সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, আমাদের গ্রাহকেরা নিশ্চিত উপহার হিসেবে প্রতিটি স্মার্ট-গুগল টিভির সঙ্গে একটি স্মার্ট পাওয়ার ব্যাংক পাবেন। এ ছাড়া প্রতিটি টিভিতে থাকছে লঞ্চিং স্পেশাল প্রাইজ এবং প্রতিটি স্মার্ট-গুগল টিভি ক্রেতারা বিনা সুদে ৬ মাসের ইএমআইতে ৪টি ভিন্ন কনফিগারেশনের ১৬ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট ফ্লেয়ারেজ ল্যাপটপ ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন। যেমন মাত্র ৭৫০০ টাকায় কোর আই থ্রি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন গ্রাহকেরা।
সারোয়ার জাহান চৌধুরী আরও বলেন, নতুন অফারে গুগল-স্মার্ট টিভির ৫৬ হাজার ৯০০ টাকা মূল্যের ৪৩ ইঞ্চির দাম ৩৯ হাজার ৯০০ টাকা, ৬৮ হাজার ৯০০ টাকা মূল্যের ৫০ ইঞ্চির দাম ৪৯ হাজার ৯০০ টাকা, ৮১, হাজার ৯০০ টাকা মূল্যের ৫৫ ইঞ্চির দাম ৫৯ হাজার ৯০০ টাকা, ১ লাখ ৬ হাজার ৯০০ টাকা মূল্যের ৬৫ ইঞ্চির দাম ৭৯ হাজার ৯০০ টাকা, ১ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা মূল্যের ৭৫ ইঞ্চির দাম ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকা, ২ লাখ ৫১ হাজার ৯০০ টাকা মূল্যের ৮৫ ইঞ্চির দাম ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা এবং ৬ লাখ ২৯ হাজার ৯০০ টাকা মূল্যের ১০০ ইঞ্চির দাম ৪ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য শুধুমাত্র অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য বলেও জানান তিনি।
নতুন এই স্মার্ট-গুগল টিভি উন্মোচন অনুষ্ঠানে সনি-স্মার্টের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক ও কর্মচারীরা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০ টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিকস পণ্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। বর্তমানে সারা দেশে ২৫টি নিজস্ব শোরুম, ২১০ টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরোতে পারবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। গত ২১ নভেম্বর রাজধানীর শ্যামলীতে সনি-স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে স্যাফরন কেক কেটে এই গুগল টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মো. তানভীর হোসেন নতুন এই গুগল টিভি উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ওভারসিজ বিজনেস হেড মিস নুরুল আইন ওমর, সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান।
এ সময় তানভীর হোসেন বলেন, আমাদের দৈনন্দিন বিনোদনের চাহিদা পূরণে একসময় টেলিভিশনের গুরুত্ব ছিল ব্যাপক। কিন্তু প্রযুক্তির ছোঁয়া এবং স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এর জনপ্রিয়তা কমে গিয়েছিল। তবে, সাম্প্রতিক সময়ে প্রযুক্তির সংমিশ্রণ টেলিভিশন তার হারানো জৌলুস ফিরে পেতে চলেছে। যার পেছনে অন্যতম কারিগর হিসেবে গুগলের প্রভাব অপরিসীমই বলা যায়। কারণ, গুগল অপারেটিং সিস্টেমই পুরোনো টেলিভিশনগুলোকে আধুনিকায়ন করে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে নিচ্ছে।
তানভীর হোসেন আরও বলেন, বর্তমান সময়ে বাসায় একটা স্মার্ট টিভি নেই এমন পরিবারের সংখ্যা কিন্তু একদমই হাতে গোনা। আর সেই দৌড়ে পাল্লা দিচ্ছে-কার টিভি কত বড় আর কত স্মার্ট। সেই দৌড়ে অংশ নিতেই দেশীয় ব্র্যান্ড হিসেবে আমরাও গুগলের সঙ্গী হয়েছি। আজ থেকে সারা দেশের সনি-স্মার্টের শোরুমগুলোতে পাওয়া যাবে আমাদের স্মার্ট-গুগল টিভি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের ৭টি স্ক্রিন সাইজের টিভিই ফোরকে রেজ্যুলেশনের। যার মাধ্যমে উপভোগ করা যাবে আরও উজ্জ্বল ও ঝকঝকে ছবি।
অনুষ্ঠানে নতুন এই স্মার্ট-গুগল টিভি উন্মোচন উপলক্ষে উপহারের পাশাপাশি আকর্ষণীয় মূল্যসহ নতুন অফার ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এই বিষয়ে সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, আমাদের গ্রাহকেরা নিশ্চিত উপহার হিসেবে প্রতিটি স্মার্ট-গুগল টিভির সঙ্গে একটি স্মার্ট পাওয়ার ব্যাংক পাবেন। এ ছাড়া প্রতিটি টিভিতে থাকছে লঞ্চিং স্পেশাল প্রাইজ এবং প্রতিটি স্মার্ট-গুগল টিভি ক্রেতারা বিনা সুদে ৬ মাসের ইএমআইতে ৪টি ভিন্ন কনফিগারেশনের ১৬ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট ফ্লেয়ারেজ ল্যাপটপ ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন। যেমন মাত্র ৭৫০০ টাকায় কোর আই থ্রি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন গ্রাহকেরা।
সারোয়ার জাহান চৌধুরী আরও বলেন, নতুন অফারে গুগল-স্মার্ট টিভির ৫৬ হাজার ৯০০ টাকা মূল্যের ৪৩ ইঞ্চির দাম ৩৯ হাজার ৯০০ টাকা, ৬৮ হাজার ৯০০ টাকা মূল্যের ৫০ ইঞ্চির দাম ৪৯ হাজার ৯০০ টাকা, ৮১, হাজার ৯০০ টাকা মূল্যের ৫৫ ইঞ্চির দাম ৫৯ হাজার ৯০০ টাকা, ১ লাখ ৬ হাজার ৯০০ টাকা মূল্যের ৬৫ ইঞ্চির দাম ৭৯ হাজার ৯০০ টাকা, ১ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা মূল্যের ৭৫ ইঞ্চির দাম ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকা, ২ লাখ ৫১ হাজার ৯০০ টাকা মূল্যের ৮৫ ইঞ্চির দাম ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা এবং ৬ লাখ ২৯ হাজার ৯০০ টাকা মূল্যের ১০০ ইঞ্চির দাম ৪ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য শুধুমাত্র অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য বলেও জানান তিনি।
নতুন এই স্মার্ট-গুগল টিভি উন্মোচন অনুষ্ঠানে সনি-স্মার্টের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক ও কর্মচারীরা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০ টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিকস পণ্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। বর্তমানে সারা দেশে ২৫টি নিজস্ব শোরুম, ২১০ টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরোতে পারবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ১১টি যৌথ তদন্ত দল গঠন করেছে, যারা ব্যাংক থেকে পাচারকৃত তহবিল দিয়ে কেনা সম্পদ খুঁজে বের করবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে।
৩ ঘণ্টা আগেসারা দেশে অগ্নিনিরাপত্তা বাড়াতে রাজউক ও জেলা-উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিশেষ করে শীতকালে অগ্নিদুর্ঘটনা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেদেনা পরিশোধ করুন। আপনাদের আশ্বস্ত করতে চাই, দেনা পরিশোধ করতে এলে কেউ কোনো অযৌক্তিক বা বেআইনি চাহিদা দাবি করবে না। অফিশিয়ালিও কোনো চাহিদা দাবি করা হবে না, আবার টেবিল বা চেয়ারের নিচ দিয়ে যে ধরনের কাজ হয়, সেই ধরনের কোনো চাহিদা ও দাবি করা হবে না। অতএব, এই দুই বিষয়ে আশ্বস্ত করলে ব্যবসায়ীরা সহায়তা করবেন..
৭ ঘণ্টা আগেঅনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না। ৩৬৫ দিনই লোকজন দিতে পারবে। ৩১ জানুয়ারি পর্যন্ত যারা ট্যাক্স রিটার্ন দেবেন, তাদের ট্যাক্স ক্যালকুলেশন এক রকম হবে। এরপর যারা দেবেন, তারাও অনলাইনে দিতে পারবেন, তাদের অটোমেটিক্যালি এক্সট্রা বার্ডেন চলে আসবে। সেটা কত হবে বলে দেই- যে ট্যাক্স বাকি থাকবে...
৮ ঘণ্টা আগে