
এ বছর আবারও রাইডারদের ক্রিকেট টুর্নামেন্ট ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ’ আয়োজন করেছে ফুডপ্যান্ডা। এবারের আসরে ঢাকার বাইরের ফুডপ্যান্ডা রাইডারদের আটটি দল নিয়ে গতকাল রোববার (১০ মার্চ) আয়োজিত এই টুর্নামেন্টে বিজয়ী হয় কুমিল্লা সুপার জায়ান্টস।
ক্রিকবিডি লেকপরি ক্রিকেট অ্যারেনায় দিনব্যাপী ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৪’ শুরু হয়। চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হওয়া মোট ৯৬ জন রাইডার ৮টি দলে ভাগ হয়ে নকআউট ও সেমিফাইনাল পর্বের খেলায় অংশ নেন।
বিজয়ী দল কুমিল্লা সুপার জায়ান্টসের হাতে একটি আকর্ষণীয় ট্রফি ও ২৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়। পাশাপাশি রানারআপ দলকেও ১৫ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।
জমজমাট এই টুর্নামেন্ট প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস হায়দার মালিক বলেন, ‘ফুডপ্যান্ডার কার্যক্রমে প্রাণশক্তি হয়ে রয়েছেন আমাদের রাইডাররা। তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, আমরা আমাদের দায়িত্ব বলে বিবেচনা করি। তাঁদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তাঁদের শরীর সুস্থ রাখা ও নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোই এই আয়োজনের লক্ষ্য। গোটা টুর্নামেন্ট জুড়ে রাইডাররা দারুণ খেলোয়াড়সুলভ আচরণের পরিচয় দিয়েছেন।’
গত বছর শুধুমাত্র ঢাকা অঞ্চলের রাইডারদের নিয়ে ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৩’-এর আয়োজন করেছিল ফুডপ্যান্ডা। চলতি বছরে আরও বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করে দেশের শীর্ষ অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি। সেরা গ্রাহকসেবা নিশ্চিতে রাইডার পার্টনারদের ওপর অনেকটাই নির্ভর করে ফুডপ্যান্ডা। তাই রাইডারদের কল্যাণের অংশ হিসেবে প্রতিনিয়ত তাদের জন্য স্বাস্থ্যসেবা সহায়তা, বিমা ও অনলাইন শিক্ষার মতো বিভিন্ন সহযোগিতাও নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।
প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফুড পার্টনার ছিল লেইজার পালংকি, নিউ পেপার চেইজ ফ্রুট স্টোর; রুট স্টোর, ভূঁইয়া করপোরেশন ও এসএন টেক্স; এবং বেভারেজ ও স্ন্যাকস পার্টনার হিসেবে ছিল পুষ্টি, পেপসি, ব্লু ও হানায়। টুর্নামেন্টে জার্সি স্পনসর করে নিউ সান।

এ বছর আবারও রাইডারদের ক্রিকেট টুর্নামেন্ট ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ’ আয়োজন করেছে ফুডপ্যান্ডা। এবারের আসরে ঢাকার বাইরের ফুডপ্যান্ডা রাইডারদের আটটি দল নিয়ে গতকাল রোববার (১০ মার্চ) আয়োজিত এই টুর্নামেন্টে বিজয়ী হয় কুমিল্লা সুপার জায়ান্টস।
ক্রিকবিডি লেকপরি ক্রিকেট অ্যারেনায় দিনব্যাপী ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৪’ শুরু হয়। চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হওয়া মোট ৯৬ জন রাইডার ৮টি দলে ভাগ হয়ে নকআউট ও সেমিফাইনাল পর্বের খেলায় অংশ নেন।
বিজয়ী দল কুমিল্লা সুপার জায়ান্টসের হাতে একটি আকর্ষণীয় ট্রফি ও ২৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়। পাশাপাশি রানারআপ দলকেও ১৫ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।
জমজমাট এই টুর্নামেন্ট প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস হায়দার মালিক বলেন, ‘ফুডপ্যান্ডার কার্যক্রমে প্রাণশক্তি হয়ে রয়েছেন আমাদের রাইডাররা। তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, আমরা আমাদের দায়িত্ব বলে বিবেচনা করি। তাঁদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তাঁদের শরীর সুস্থ রাখা ও নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোই এই আয়োজনের লক্ষ্য। গোটা টুর্নামেন্ট জুড়ে রাইডাররা দারুণ খেলোয়াড়সুলভ আচরণের পরিচয় দিয়েছেন।’
গত বছর শুধুমাত্র ঢাকা অঞ্চলের রাইডারদের নিয়ে ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৩’-এর আয়োজন করেছিল ফুডপ্যান্ডা। চলতি বছরে আরও বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করে দেশের শীর্ষ অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি। সেরা গ্রাহকসেবা নিশ্চিতে রাইডার পার্টনারদের ওপর অনেকটাই নির্ভর করে ফুডপ্যান্ডা। তাই রাইডারদের কল্যাণের অংশ হিসেবে প্রতিনিয়ত তাদের জন্য স্বাস্থ্যসেবা সহায়তা, বিমা ও অনলাইন শিক্ষার মতো বিভিন্ন সহযোগিতাও নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।
প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফুড পার্টনার ছিল লেইজার পালংকি, নিউ পেপার চেইজ ফ্রুট স্টোর; রুট স্টোর, ভূঁইয়া করপোরেশন ও এসএন টেক্স; এবং বেভারেজ ও স্ন্যাকস পার্টনার হিসেবে ছিল পুষ্টি, পেপসি, ব্লু ও হানায়। টুর্নামেন্টে জার্সি স্পনসর করে নিউ সান।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৪ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১১ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১১ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১১ ঘণ্টা আগে