Ajker Patrika

বাংলাদেশ উড এক্সপোতে বার্জারের সর্বশেষ পণ্য প্রদর্শন

বাংলাদেশ উড এক্সপোতে বার্জারের সর্বশেষ পণ্য প্রদর্শন

দেশের শীর্ষ পেইন্টস সলিউশন কোম্পানি বার্জার পেইন্টস অংশ নিয়েছে বাংলাদেশ উড এক্সপোতে। সপ্তমবারের মতো আয়োজিত এক্সপোতে প্রদর্শিত হচ্ছে বার্জারের সর্বশেষ উডকোটিং সলিউশনগুলো। এক্সপোটি ২৩-২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলবে। 

বেশ কয়েক বছর ধরেই বার্জার পেইন্টস উডকোটিং ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার মাধ্যমে কাঠের বা বোর্ডের সব রকম আসবাবের রঙয়ের সলিউশন দিয়ে আসছে। যেকোনো কাঠের বা বোর্ডের ফার্নিচার রং করার কাজে ইনোভা দিচ্ছে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। 

এক্সপোতে শিগগির বাজারে আসবে বার্জারের এমন কিছু প্রোডাক্ট প্রদর্শিত হচ্ছে, যেমন বাসাবাড়ির ফার্নিচারের কাজের জন্যে রঙের গন্ধমুক্ত ইনোভা হাইড্রোম্যাক্স আর ফার্নিচার ইন্ডাস্ট্রির জন্যে দ্রুত রং শুকাবে এমন ইনোভা ইউভি-কিউরেবল প্রোডাক্ট। 

প্রোডাক্ট লাইনআপ দেখানোর পাশাপাশি বার্জার তাদের ফার্নিকেয়ার সার্ভিসের সুপারভিশন ফি-তে দিচ্ছে ৫০ পারসেন্ট ডিসকাউন্ট। বাসাবাড়ির যেকোনো কাঠ এবং বোর্ডের তৈরি ফার্নিচারের পেইন্টিং এবং রিপেইন্টিংয়ের এই সার্ভিসটি বার্জারের স্টল থেকে সরাসরি বুক করা যাবে। ফার্নিকেয়ার সার্ভিসের মাধ্যমে বাড়ির পুরোনো আসবাব হয়ে যায় নতুনের মতো। আর এই রং হবে পানি প্রতিরোধী, টেকসই, আর দৈনন্দিন ব্যবহারের দাগ পড়ার ঝুঁকিমুক্ত। আর কল্পনার সব রং মিলিয়ে নিতে বার্জার দিচ্ছে ৭০ টিরও বেশি শেড থেকে পছন্দেরটি বেছে নেওয়ার সুবিধা, ম্যাট বা গ্লসি যেকোনো ফিনিশে। 

ভোক্তারা মেলায় এসে বার্জার পেইন্টসের স্টল থেকে উডকোটিং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত এবং সঠিক ব্যবহারবিধি জেনে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করার পরামর্শ পাচ্ছেন। মেলায় দর্শনার্থীদের জন্য কোনো ধরনের এন্ট্রি ফি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত