
ব্র্যাক ব্যাংক এবং সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্য, রেমিট্যান্স ও আর্থিক সেবার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। ২৭ ফেব্রুয়ারি ঢাকায় প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠকে দুই ব্যাংকের পারস্পরিক অংশীদারত্বে নতুন গতি পেয়েছে।
ডিবিএসের প্রধান নির্বাহী পীয়ূষ গুপ্ত ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
দুই প্রধান নির্বাহী নিজ নিজ বাজারের স্বতন্ত্রতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি শেয়ার করেন এবং নতুন সহযোগিতার ক্ষেত্রগুলি অন্বেষণ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের ঢাকায় ডিবিএসের রিপ্রেজেনটেটিভ অফিস খোলার ফলে পারস্পরিক সহযোগিতার সুযোগ বেড়েছে।
২০২২ সালে ব্র্যাক ব্যাংক এবং ডিবিএস সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের রিয়েল-টাইম ও কোনো ফি ছাড়া রেমিট্যান্স পাঠানোর সুযোগ করে দিতে একটি চুক্তি সই হয়। বাংলাদেশে টাকা পাঠানোর জন্য একটি নির্ধারিত বিনিময় হার দেয় ডিবিএস রেমিট। এর কোনো সার্ভিস ফি নেই এবং ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টসহ বাংলাদেশের অন্য যে-কোনো ব্যাংক অ্যাকাউন্টে রিয়েল-টাইম স্বয়ংক্রিয় ডিপোজিট নিশ্চিত করে। গ্রাহকেরা ডিবিএস রেমিট ব্যবহার করে ব্র্যাক ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান বিকাশে অর্থ স্থানান্তর করতে পারেন। বিকাশে আছে ৫ দশমিক ৫ কোটির বেশি গ্রাহক।
ডিবিএসের ম্যানেজমেন্ট টিমের সদস্য, গ্রুপ হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং তান সু শান, ঢাকা চিফ রিপ্রেজেনটেটিভ তাহসিনা বানু, ভারতের সিইও সুরজিৎ সোম, হেড অব ইন্টারন্যাশনাল সেন্টারস (যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র) টিয়েন-অ্যান লিম, গ্রুপ হেড অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, গ্লোবাল ট্রানজেকশন সার্ভিসেস শ্রীরাম মুথুকৃষনান ব্র্যাক ব্যাংক পরিদর্শনে ডিবিএসের সিইওর সঙ্গে ছিলেন।

ব্র্যাক ব্যাংক এবং সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্য, রেমিট্যান্স ও আর্থিক সেবার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। ২৭ ফেব্রুয়ারি ঢাকায় প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠকে দুই ব্যাংকের পারস্পরিক অংশীদারত্বে নতুন গতি পেয়েছে।
ডিবিএসের প্রধান নির্বাহী পীয়ূষ গুপ্ত ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
দুই প্রধান নির্বাহী নিজ নিজ বাজারের স্বতন্ত্রতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি শেয়ার করেন এবং নতুন সহযোগিতার ক্ষেত্রগুলি অন্বেষণ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের ঢাকায় ডিবিএসের রিপ্রেজেনটেটিভ অফিস খোলার ফলে পারস্পরিক সহযোগিতার সুযোগ বেড়েছে।
২০২২ সালে ব্র্যাক ব্যাংক এবং ডিবিএস সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের রিয়েল-টাইম ও কোনো ফি ছাড়া রেমিট্যান্স পাঠানোর সুযোগ করে দিতে একটি চুক্তি সই হয়। বাংলাদেশে টাকা পাঠানোর জন্য একটি নির্ধারিত বিনিময় হার দেয় ডিবিএস রেমিট। এর কোনো সার্ভিস ফি নেই এবং ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টসহ বাংলাদেশের অন্য যে-কোনো ব্যাংক অ্যাকাউন্টে রিয়েল-টাইম স্বয়ংক্রিয় ডিপোজিট নিশ্চিত করে। গ্রাহকেরা ডিবিএস রেমিট ব্যবহার করে ব্র্যাক ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান বিকাশে অর্থ স্থানান্তর করতে পারেন। বিকাশে আছে ৫ দশমিক ৫ কোটির বেশি গ্রাহক।
ডিবিএসের ম্যানেজমেন্ট টিমের সদস্য, গ্রুপ হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং তান সু শান, ঢাকা চিফ রিপ্রেজেনটেটিভ তাহসিনা বানু, ভারতের সিইও সুরজিৎ সোম, হেড অব ইন্টারন্যাশনাল সেন্টারস (যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র) টিয়েন-অ্যান লিম, গ্রুপ হেড অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, গ্লোবাল ট্রানজেকশন সার্ভিসেস শ্রীরাম মুথুকৃষনান ব্র্যাক ব্যাংক পরিদর্শনে ডিবিএসের সিইওর সঙ্গে ছিলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
এখন থেকে পদ্মাসেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ডাকঘরের ডিজিটাল আর্থিক পরিষেবা নগদ।
৫ ঘণ্টা আগে
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
বন্ড সুবিধা বহাল ও সরকারের সঙ্গে আলোচনা চান দেশের তৈরি পোশাক কারখানা মালিকেরা। ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই দাবি জানান তাঁরা।
৭ ঘণ্টা আগে