Ajker Patrika

ব্র্যাক ব্যাংক জিতে নিল ভিসার ৪টি পুরস্কার

ব্র্যাক ব্যাংক জিতে নিল ভিসার ৪টি পুরস্কার

ভিসা ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে ৪টি অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। টানা চতুর্থবারের মতো ‘এক্সিলেন্স ইন পিওএস অ্যাকুয়্যারিং বিজনেস’ এবং টানা তৃতীয়বারের মতো ‘এক্সিলেন্স ইন কনজ্যুমার ক্রেডিট কার্ডস বিজনেস’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। সঙ্গে টানা দ্বিতীয়বারের অর্জন করেছে আরও দুটি পুরস্কার—‘এক্সিলেন্স ইন ই-কমার্স ইস্যুয়িং বিজনেস’ এবং ‘এক্সিলেন্স ইন কমার্শিয়াল কার্ডস বিজনেস।’ 

ব্র্যাকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেমেন্টের পরিমাণ ও সাফল্যের ভিত্তিতে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে অংশীদার ও সহযোগীদের পুরস্কৃত করে থাকে ভিসা ইন্টারন্যাশনাল লিমিটেড। জুলাই ২০২০ থেকে মার্চ ২০২২ পর্যন্ত সময়ের ব্যবসায়িক পারফরম্যান্সের ভিত্তিতে অংশীদার সংস্থাগুলোকে স্বীকৃতি দিতে এ-বছর ‘ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২২’-এরও আয়োজন করে ভিসা। 

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব ক্রেডিট কার্ডস জোয়াদ্দার তানভীর ফয়সাল, হেড অব মার্চেন্ট অ্যাকুয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব পেমেন্টস অ্যান্ড পার্টনারশিপ বিজনেস মো. রাশেদুল হাসান স্ট্যালিন এবং হেড অব রিটেইল ডিপোজিট অ্যান্ড এনএফবি সারাহ আনাম। 

এ অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘ভিসা থেকে পর পর কয়েক বছর পাওয়া এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি ই-কমার্স ও কার্ড খাতে আমাদের ব্যবসায়িক শক্তিমত্তার প্রতিফলন বহন করে। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে এবং ব্যবসায়িক গতি বজায় রাখতে আমরা এমন অভিনব সেবা দিয়ে যাব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ