নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিয়মিত আকাশ ভ্রমণকারীদের জরিপে ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইনস ২০২২’-এর স্বীকৃতি পেয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।
অন্যদিকে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস ‘অব দ্য ইয়ার ২০২২’ নির্বাচিত হয়েছে। কাতার এয়ারওয়েজ এবং এয়ার অ্যারাবিয়া যথাক্রমে সেরা কার্গো এয়ারলাইনস এবং সেরা বাজেট এয়ারলাইনসের পুরস্কার লাভ করেছে।
প্রায় তিন মাস ধরে নিয়মিত ভ্রমণকারীদের মধ্যে পরিচালিত মতামত জরিপের ভিত্তিতে বাংলাদেশে চলাচলকারী এয়ারলাইনসগুলোকে পুরস্কৃত করা হয়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনসগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ অ্যাভিয়েশন সেক্টরে অসামান্য অবদানের জন্য জুরিবোর্ডের বিশেষ বিবেচনায় ‘এয়ারলাইনস উদ্যোক্তা ২০২২’ সম্মাননা লাভ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভারের হেড অব অপারেশনস নিশা তাসনীম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং এয়ারলাইনস অব দ্য ইয়ার ২০২২ জুরিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলোকে ১৩টি বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়। এ বছর সর্বাধিকসংখ্যক ৫টি ক্যাটাগরিতে গোল্ড ট্রফি লাভ করেছে এমিরেটস, যার মধ্যে রয়েছে সেরা বিজনেস শ্রেণি, বিজনেস শ্রেণিতে সেরা খাবার, সেরা ইনফ্লাইট বিনোদনব্যবস্থা, সেরা দূরপাল্লার এয়ারলাইনস এবং সেরা এয়ারলাইনস।
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩টি ক্যাটাগরিতে প্রথমবারের মতো গোল্ড ট্রফি লাভ করেছে। এর মধ্যে রয়েছে সেরা ইকোনমি শ্রেণি, ইকোনমি শ্রেণিতে সেরা খাবার এবং সেরা আঞ্চলিক এয়ারলাইনস।
সেরা কার্গো এয়ারলাইনস ছাড়াও কাতার এয়ারওয়েজ এ বছর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ক্যাটাগরিতে গোল্ড ট্রফি অর্জন করেছে। সেরা বাজেট এয়ারলাইনসের স্বীকৃতি পেয়েছে এয়ার অ্যারাবিয়া এবং অনটাইম পারফরম্যান্সের জন্য অভ্যন্তরীণ বিভাগে নভোএয়ারকে গোল্ড ট্রফি দেওয়া হয়।
এয়ারলাইনস অব দ্য ইয়ার মতামত জরিপে বিচারকের ভূমিকায় ছিলেন বিভিন্ন সেক্টর থেকে নির্বাচিত প্রতিনিধিরা। ৯ সদস্যবিশিষ্ট জুরিবোর্ড জরিপের ফলাফল পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাইয়ের পর বিজয়ীদের নির্বাচন করে।
দেশের শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ২০০৭ সাল থেকে এয়ারলাইনস অব দ্য ইয়ার আয়োজন করে আসছে। দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ভূমিকা রাখে।

নিয়মিত আকাশ ভ্রমণকারীদের জরিপে ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইনস ২০২২’-এর স্বীকৃতি পেয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।
অন্যদিকে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস ‘অব দ্য ইয়ার ২০২২’ নির্বাচিত হয়েছে। কাতার এয়ারওয়েজ এবং এয়ার অ্যারাবিয়া যথাক্রমে সেরা কার্গো এয়ারলাইনস এবং সেরা বাজেট এয়ারলাইনসের পুরস্কার লাভ করেছে।
প্রায় তিন মাস ধরে নিয়মিত ভ্রমণকারীদের মধ্যে পরিচালিত মতামত জরিপের ভিত্তিতে বাংলাদেশে চলাচলকারী এয়ারলাইনসগুলোকে পুরস্কৃত করা হয়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনসগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ অ্যাভিয়েশন সেক্টরে অসামান্য অবদানের জন্য জুরিবোর্ডের বিশেষ বিবেচনায় ‘এয়ারলাইনস উদ্যোক্তা ২০২২’ সম্মাননা লাভ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভারের হেড অব অপারেশনস নিশা তাসনীম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং এয়ারলাইনস অব দ্য ইয়ার ২০২২ জুরিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলোকে ১৩টি বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়। এ বছর সর্বাধিকসংখ্যক ৫টি ক্যাটাগরিতে গোল্ড ট্রফি লাভ করেছে এমিরেটস, যার মধ্যে রয়েছে সেরা বিজনেস শ্রেণি, বিজনেস শ্রেণিতে সেরা খাবার, সেরা ইনফ্লাইট বিনোদনব্যবস্থা, সেরা দূরপাল্লার এয়ারলাইনস এবং সেরা এয়ারলাইনস।
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩টি ক্যাটাগরিতে প্রথমবারের মতো গোল্ড ট্রফি লাভ করেছে। এর মধ্যে রয়েছে সেরা ইকোনমি শ্রেণি, ইকোনমি শ্রেণিতে সেরা খাবার এবং সেরা আঞ্চলিক এয়ারলাইনস।
সেরা কার্গো এয়ারলাইনস ছাড়াও কাতার এয়ারওয়েজ এ বছর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ক্যাটাগরিতে গোল্ড ট্রফি অর্জন করেছে। সেরা বাজেট এয়ারলাইনসের স্বীকৃতি পেয়েছে এয়ার অ্যারাবিয়া এবং অনটাইম পারফরম্যান্সের জন্য অভ্যন্তরীণ বিভাগে নভোএয়ারকে গোল্ড ট্রফি দেওয়া হয়।
এয়ারলাইনস অব দ্য ইয়ার মতামত জরিপে বিচারকের ভূমিকায় ছিলেন বিভিন্ন সেক্টর থেকে নির্বাচিত প্রতিনিধিরা। ৯ সদস্যবিশিষ্ট জুরিবোর্ড জরিপের ফলাফল পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাইয়ের পর বিজয়ীদের নির্বাচন করে।
দেশের শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ২০০৭ সাল থেকে এয়ারলাইনস অব দ্য ইয়ার আয়োজন করে আসছে। দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ভূমিকা রাখে।

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্ট মানের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশীয় স্পিনিং-শিল্পের অস্তিত্ব রক্ষা, রপ্তানি খাতে মূল্য সংযোজন বাড়ানো ও এলডিসি উত্তরণপরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে এমন
৪ ঘণ্টা আগে
দেশের নির্মাণসামগ্রী খাতে নতুন মাত্রা যোগ করেছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। সারা বিশ্বেই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বর্তমানে বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে। নতুন দিনের নির্মাণ চাহিদা পূরণে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারের প্রচলন আমাদের দেশে এখনো তুলনামূলকভাবে নতুন।
৬ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
২০ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
২০ ঘণ্টা আগে