বিজ্ঞপ্তি

বাংলাদেশের শিল্প খাতে টেকসই উন্নয়নের আরেকটি মাইলফলক হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের নতুন পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) উদ্বোধন হওয়া এ প্রকল্পটি জাইকার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স (পিএসআইএফ) স্কিমের আওতায় প্রথম করপোরেট ঋণ এবং বেসরকারি খাতে জাইকার অষ্টম ঋণচুক্তি। ২০২৩ সালের অক্টোবরে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তির মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়।
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএসআরএম লিমিটেডের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে প্রমুখ।
বিএসআরএমের নতুন এ কারখানাটি দেশের ইস্পাতশিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কারখানাটিতে প্রতিবছর ৫ লাখ টন রেবার, ১ লাখ টন রড এবং ২.৫ লাখ টন এক্সপান্ড বিলিট উৎপাদিত হবে। এতে ৫০০-এর বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কারখানায় আধুনিক এয়ার পলিউশন কন্ট্রোল (এপিসি) সিস্টেম ও ১০০ শতাংশ পানি পুনর্ব্যবহার নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি স্থাপন করা হয়েছে।
এ ছাড়া, ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট সংযোজন করা হয়েছে, যা জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখবে। জ্বালানি দক্ষ উৎপাদন পদ্ধতির কারণে প্রতিবছর ১০ হাজার টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কম হবে। কারখানা থেকে উৎপাদিত স্ল্যাগ (ধাতুমল) পুনর্ব্যবহারযোগ্য করে সার্কুলার অর্থনীতিকে উৎসাহিত করা হবে।
জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বিএসআরএমের নতুন কারখানাটি শুধু ইস্পাতশিল্প নয়; বরং ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।’
জাইকা মনে করে, এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ (পরিচ্ছন্ন জ্বালানি), ৯ (শিল্প ও অবকাঠামো) এবং ১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা) পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের ইস্পাতশিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাইকা ও বিএসআরএমের যৌথ উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন এ কারখানার মাধ্যমে শিল্প খাতের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

বাংলাদেশের শিল্প খাতে টেকসই উন্নয়নের আরেকটি মাইলফলক হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের নতুন পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) উদ্বোধন হওয়া এ প্রকল্পটি জাইকার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স (পিএসআইএফ) স্কিমের আওতায় প্রথম করপোরেট ঋণ এবং বেসরকারি খাতে জাইকার অষ্টম ঋণচুক্তি। ২০২৩ সালের অক্টোবরে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তির মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়।
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএসআরএম লিমিটেডের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে প্রমুখ।
বিএসআরএমের নতুন এ কারখানাটি দেশের ইস্পাতশিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কারখানাটিতে প্রতিবছর ৫ লাখ টন রেবার, ১ লাখ টন রড এবং ২.৫ লাখ টন এক্সপান্ড বিলিট উৎপাদিত হবে। এতে ৫০০-এর বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কারখানায় আধুনিক এয়ার পলিউশন কন্ট্রোল (এপিসি) সিস্টেম ও ১০০ শতাংশ পানি পুনর্ব্যবহার নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি স্থাপন করা হয়েছে।
এ ছাড়া, ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট সংযোজন করা হয়েছে, যা জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখবে। জ্বালানি দক্ষ উৎপাদন পদ্ধতির কারণে প্রতিবছর ১০ হাজার টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কম হবে। কারখানা থেকে উৎপাদিত স্ল্যাগ (ধাতুমল) পুনর্ব্যবহারযোগ্য করে সার্কুলার অর্থনীতিকে উৎসাহিত করা হবে।
জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বিএসআরএমের নতুন কারখানাটি শুধু ইস্পাতশিল্প নয়; বরং ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।’
জাইকা মনে করে, এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ (পরিচ্ছন্ন জ্বালানি), ৯ (শিল্প ও অবকাঠামো) এবং ১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা) পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের ইস্পাতশিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাইকা ও বিএসআরএমের যৌথ উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন এ কারখানার মাধ্যমে শিল্প খাতের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর আর্থিক স্বাস্থ্যচিত্র এখন শুধু দুর্বল তকমার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এদের ব্যবসার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ টিকে থাকা নিয়েই তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় চুক্তি (পিপিএ) মেয়াদ শেষ ও নতুন চুক্তির অনিশ্চয়তা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ
৬ ঘণ্টা আগে
ডিসেম্বরে প্রবাসী আয় নতুন রেকর্ড স্পর্শ করলেও বিশ্ববাজারে ধাক্কা খেয়েছে দেশের রপ্তানি খাত। বৈশ্বিক চাহিদার দুর্বলতা, মার্কিন শুল্ক, ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয় এবং প্রতিযোগী দেশগুলোর চাপ বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় ১৪ শতাংশ কমিয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের রপ্তানি আয়ের সার্বিক
৬ ঘণ্টা আগে
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারের মতো নাটকীয় ঘটনার মধ্যেও তেল উৎপাদনে কোনো পরিবর্তন আনছে না ওপেক প্লাস জোট। গতকাল রোববারের বৈঠকে উৎপাদনে স্থিতাবস্থা বজায় রাখার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন জোটের একাধিক প্রতিন
৬ ঘণ্টা আগে
বিএনপি ক্ষমতায় গেলে দেশে একটি বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় এবং এ লক্ষ্যে দলের সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে