Ajker Patrika

এনসিসি ব্যাংকের নতুন অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ওরিয়েন্টেশন

এনসিসি ব্যাংকের নতুন অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ওরিয়েন্টেশন। ছবি: সংগৃহীত
এনসিসি ব্যাংকের নতুন অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ওরিয়েন্টেশন। ছবি: সংগৃহীত

এনসিসি ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৩ জন অ্যাসিস্ট্যান্ট অফিসারের দিনব্যাপী ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. জাকির আনাম, মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান এবং এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এ এইচ এম আবদুস সাদিক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় হিউম্যান রিসোর্সেস ডিভিশনের এফএভিপি ফরহাদ হোসেন পাটোয়ারী এবং ট্রেনিং ইনস্টিটিউটের এফএভিপি সৈয়দ জাভেদ মো. সালেহ্উদ্দিন উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন প্রধান অতিথির বক্তব্যে নবাগত অ্যাসিস্ট্যান্ট অফিসারদের কঠোর পরিশ্রম এবং উত্তম সেবার মাধ্যমে ব্যাংকের স্বার্থ, সুনাম ও মর্যাদা সমুন্নত রাখার পরামর্শ দেন। তিনি সততা, পরিশ্রম, ত্যাগ ও নৈতিকতা চর্চার মাধ্যমে আগামী দিনে ব্যাংকিং শিল্পের নেতৃত্ব কাঁধে নেওয়ার উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

বেনজীরের ফ্ল্যাট থেকে জব্দ ২৪৬ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ