
বাংলাদেশি মালিকানাধীন প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার উদ্যাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার আনুষ্ঠানিকভাবে কেক কাটেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার এমপি। অন্যান্য পরিচালকের মধ্যে রন হক সিকদার, নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা ও লে. জেনারেল মো. শফিকুর রহমান (অবসরপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন আলহাজ্ খলিলুর রাহমান, মোয়াজ্জেম হোসেন, মাবরুর হোসেন ও মুর্শিদকুলি খান। এ ছাড়া ব্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহমুদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার ব্যাংকের বর্তমান ও অতীতের সব কর্মকর্তা ও কর্মচারীকে নিরলস সেবা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল ব্যাংক এই দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারী শিল্প, তৈরি পোশাক, বিদ্যুৎ ও অবকাঠামো নির্মাণসহ প্রায় সব খাতেই ন্যাশনাল ব্যাংকের অবদান রয়েছে। সুশাসন, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে ন্যাশনাল ব্যাংক এরই মধ্যে দেশের অন্যতম সেরা ব্যাংকে পরিণত হয়েছে। গ্রাহকের আস্থা নিয়ে ন্যাশনাল ব্যাংক এগিয়ে চলেছে এবং ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বর্তমানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড ২১৯টি শাখা এবং ১৪টি উপশাখার মাধ্যমে গ্রাহকদের নিরলস সেবা প্রদান করে যাচ্ছে।

ব্যাপক আমদানিতে সরবরাহে কোনো ধরনের সংকট নেই। তারপরও রোজার এক মাস আগেই বাড়ছে ছোলার দাম। রোজায় পণ্যটির বাড়তি চাহিদাকে কেন্দ্র করে আগেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। ছোলার সঙ্গে চিনির দামও বেড়েছে। গত মাসেই বেড়েছে ভোজ্যতেলের দাম।
২ ঘণ্টা আগে
ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালী অঞ্চলে জারবেরা চাষ নির্ভরশীল ছিল ভারত থেকে আমদানি করা চারার ওপর। উচ্চমূল্য, মান নিয়ে অনিশ্চয়তা এবং দীর্ঘ পরিবহন সময়; সব মিলিয়ে উৎপাদন খরচ বাড়ত, ঝুঁকিও থাকত।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারেজ জাহাজের তীব্র সংকটে পণ্য খালাস কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। গত সপ্তাহে শতাধিক জাহাজ (মাদার ভেসেল) পণ্য খালাসের জন্য অপেক্ষায় থাকলেও গতকাল বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪টিতে।
২ ঘণ্টা আগে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাস্টিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও স্কলাস্টিকার মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
৯ ঘণ্টা আগে