
ব্র্যাক ব্যাংক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সম্প্রতি ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর ২২ জন নারীর জন্য যৌথভাবে একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে। গত জুনে শুরু হয় এই প্রশিক্ষণ কোর্স।
তিন মাসের এই নিবিড় প্রশিক্ষণ কোর্সে বিজনেস ডেভেলপমেন্ট, ফাইন্যান্স, টিম বিল্ডিং এবং মানসিক স্বাস্থ্যসহ ১২টি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য একটি ব্যবসা কারখানা পরিদর্শনের সুযোগও ছিল।
ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’, উদ্যোগী নারীদের স্বপ্নপূরণে সহায়তার লক্ষ্যে ‘উদ্যোক্তা ১০১’ নামক এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচি বাংলাদেশের উদীয়মান নারী উদ্যোক্তাদের জন্য ক্রমবর্ধমান সাফল্যের একটি প্ল্যাটফরম হিসেবে কাজ করছে। এই পূর্ণাঙ্গ অ্যাক্সেলারেটর প্রোগ্রামটি প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা দক্ষতা শাণিত করতে সহায়তা করে, যা তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে চালু করা হয়েছে।
ক্লাসরুম সেশনগুলো শেষে অংশগ্রহণকারীরা ডিআইইউ ক্যাম্পাসে দুই দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণ করেন, যেখানে তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করে মার্কেটে প্রবেশের সুযোগ সৃষ্টি করেন।
৩০ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে শীর্ষ তিনজন গ্র্যাজুয়েট তাদের কর্মসূচি থেকে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহার করে তাদের ব্যবসায়িক কেস উপস্থাপন করেন। অতঃপর, প্রোগ্রামের ষষ্ঠ ব্যাচের ২২ জন নারী অংশগ্রহণকারী তাঁদের গ্র্যাজুয়েশন সনদপত্র গ্রহণ করেন।
প্রত্যেক গ্র্যাজুয়েটকে দুজন বিশিষ্ট ব্যবসা পরামর্শদাতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যাঁরা আগামী তিন মাস মেন্টরশিপ পর্বে তাঁদের বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। এই পরামর্শ তাঁদের উন্নয়ন এবং ব্যবসায়িক সম্প্রসারণ ঘটাতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্র্যাক ব্যাংকের হেড অব স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং ব্যাংকের নারী উদ্যোক্তা সেলের প্রধান খাদিজা মারিয়াম; ডিইজিয়ের প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা কারমেন মাইকেলিস এবং আব্বাদ এল-রায়েস; ডিআইইউয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক এস. এম. মাহবুব উল হক মজুমদার এবং ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল।
‘উদ্যোক্তা ১০১’ প্রোগ্রামটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘস্থায়ী ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির অংশ।

ব্র্যাক ব্যাংক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সম্প্রতি ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর ২২ জন নারীর জন্য যৌথভাবে একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে। গত জুনে শুরু হয় এই প্রশিক্ষণ কোর্স।
তিন মাসের এই নিবিড় প্রশিক্ষণ কোর্সে বিজনেস ডেভেলপমেন্ট, ফাইন্যান্স, টিম বিল্ডিং এবং মানসিক স্বাস্থ্যসহ ১২টি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য একটি ব্যবসা কারখানা পরিদর্শনের সুযোগও ছিল।
ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’, উদ্যোগী নারীদের স্বপ্নপূরণে সহায়তার লক্ষ্যে ‘উদ্যোক্তা ১০১’ নামক এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচি বাংলাদেশের উদীয়মান নারী উদ্যোক্তাদের জন্য ক্রমবর্ধমান সাফল্যের একটি প্ল্যাটফরম হিসেবে কাজ করছে। এই পূর্ণাঙ্গ অ্যাক্সেলারেটর প্রোগ্রামটি প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা দক্ষতা শাণিত করতে সহায়তা করে, যা তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে চালু করা হয়েছে।
ক্লাসরুম সেশনগুলো শেষে অংশগ্রহণকারীরা ডিআইইউ ক্যাম্পাসে দুই দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণ করেন, যেখানে তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করে মার্কেটে প্রবেশের সুযোগ সৃষ্টি করেন।
৩০ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে শীর্ষ তিনজন গ্র্যাজুয়েট তাদের কর্মসূচি থেকে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহার করে তাদের ব্যবসায়িক কেস উপস্থাপন করেন। অতঃপর, প্রোগ্রামের ষষ্ঠ ব্যাচের ২২ জন নারী অংশগ্রহণকারী তাঁদের গ্র্যাজুয়েশন সনদপত্র গ্রহণ করেন।
প্রত্যেক গ্র্যাজুয়েটকে দুজন বিশিষ্ট ব্যবসা পরামর্শদাতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যাঁরা আগামী তিন মাস মেন্টরশিপ পর্বে তাঁদের বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। এই পরামর্শ তাঁদের উন্নয়ন এবং ব্যবসায়িক সম্প্রসারণ ঘটাতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্র্যাক ব্যাংকের হেড অব স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং ব্যাংকের নারী উদ্যোক্তা সেলের প্রধান খাদিজা মারিয়াম; ডিইজিয়ের প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা কারমেন মাইকেলিস এবং আব্বাদ এল-রায়েস; ডিআইইউয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক এস. এম. মাহবুব উল হক মজুমদার এবং ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল।
‘উদ্যোক্তা ১০১’ প্রোগ্রামটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘস্থায়ী ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির অংশ।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
৬ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
৬ ঘণ্টা আগে