বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংক উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর উদ্যোগে সম্প্রতি ৮০ জন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তার জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘উদ্যোক্তারা ডিজিটাল ওয়ার্কশপ’ শীর্ষক এ কর্মশালা আয়োজনের উদ্দেশ্য হলো নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো।
গত ২৩ ডিসেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার নতুন ব্যাচে অংশ নেন ৮০ জন নারী উদ্যোক্তা। এই আয়োজন ডিজিটাল ল্যান্ডস্কেপে ব্যবসায়িক উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়িত করার বিষয়ে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
কর্মশালাটি পরিচালনা করেন লাইভ শপিংয়ের সিইও আশিক খান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বারসহ আরও কয়েকজন দক্ষ প্রশিক্ষক। তাঁদের মধ্যে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং কুমিল্লা ইউনিভার্সিটির অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বার সুদীপ্ত সালাম এবং হিসেবি-এর সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঊর্মি আক্তার রাত্রি।
প্রশিক্ষকেরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ই-কমার্স এবং ডিজিটাল ল্যান্ডস্কেপে কার্যকর বিজনেস ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়ার্কশপ পরিচালনা করেন।
এই কর্মশালার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। বর্তমান ব্যবসায়িক জগতে ডিজিটাল দক্ষতা অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়ে সবাইকে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।
গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের বিষয়ে কাজ করে থাকে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের আগ্রহ এবং প্রচেষ্টার জন্য তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এই উদ্যোগ নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ই-কমার্স এবং এফ-কমার্সের মতো উদীয়মান ব্যবসায়িক খাতে নারীরা যাতে সফল হতে পারে, সেই লক্ষ্যে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে পাশে আছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংক উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর উদ্যোগে সম্প্রতি ৮০ জন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তার জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘উদ্যোক্তারা ডিজিটাল ওয়ার্কশপ’ শীর্ষক এ কর্মশালা আয়োজনের উদ্দেশ্য হলো নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো।
গত ২৩ ডিসেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার নতুন ব্যাচে অংশ নেন ৮০ জন নারী উদ্যোক্তা। এই আয়োজন ডিজিটাল ল্যান্ডস্কেপে ব্যবসায়িক উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়িত করার বিষয়ে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
কর্মশালাটি পরিচালনা করেন লাইভ শপিংয়ের সিইও আশিক খান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বারসহ আরও কয়েকজন দক্ষ প্রশিক্ষক। তাঁদের মধ্যে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং কুমিল্লা ইউনিভার্সিটির অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বার সুদীপ্ত সালাম এবং হিসেবি-এর সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঊর্মি আক্তার রাত্রি।
প্রশিক্ষকেরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ই-কমার্স এবং ডিজিটাল ল্যান্ডস্কেপে কার্যকর বিজনেস ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়ার্কশপ পরিচালনা করেন।
এই কর্মশালার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। বর্তমান ব্যবসায়িক জগতে ডিজিটাল দক্ষতা অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়ে সবাইকে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।
গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের বিষয়ে কাজ করে থাকে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের আগ্রহ এবং প্রচেষ্টার জন্য তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এই উদ্যোগ নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ই-কমার্স এবং এফ-কমার্সের মতো উদীয়মান ব্যবসায়িক খাতে নারীরা যাতে সফল হতে পারে, সেই লক্ষ্যে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে পাশে আছে ব্র্যাক ব্যাংক।
বিটকয়েন নিয়ে সংশয় সব সময়ই ছিল। আধুনিক অর্থকড়ির জনক হিসেবে পরিচিত নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউজিন ফামা গত কয়েক দিন আগে ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী ১০ বছরের মধ্যে বিটকয়েন একেবারেই মূল্যহীন হয়ে যাবে। তাঁর এই মন্তব্য বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে...
১৬ মিনিট আগেগত বছরের অক্টোবর মাসে রাজধানীর বাজারগুলোতে টমেটোর কেজি উঠেছিল ২৯০ টাকা পর্যন্ত। এখন বাজারে সবচেয়ে ভালোমানের টমেটো ৩০ টাকা কেজি। রাজধানীতে পাওয়া যাচ্ছে ১৫ টাকা কেজি দরে। চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকায় এই অবস্থা হয়েছে। অনেক খুচরা বিক্রেতার দোকানে টমেটো নষ্ট হচ্ছে ক্রেতার অভাবে।
১ দিন আগেচলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে ১০ ফেব্রুয়ারি। এবারে মুদ্রানীতিতে সুদহারের বিষয়ে বাংলাদেশ ব্যাংক নতুন সিদ্ধান্ত নিয়েছে। বিশেষত জানুয়ারি মাসে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর থেকে এক অঙ্কে নেমে আসায় বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ১০ শতাংশ...
১ দিন আগেবৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে আমদানিতে, কমেছে বাণিজ্যের গতি। তবু রাজস্ব আদায়ের ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে বেনাপোল কাস্টম হাউস। একই সঙ্গে পৌঁছে গেছে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রার দ্বারপ্রান্তে। এই সময় (জুলাই-ডিসেম্বর) ৩ হাজার ২২৫ কোটি টাকা রাজস্ব...
১ দিন আগে