
দেশব্যাপী ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের ত্রাণ তহবিলে অর্থ প্রদানের জন্য সরকারের নির্দেশে বিশেষায়িত অ্যাকাউন্ট চালু করেছে মোবাইল আর্থিক সেবা সংস্থা নগদ। চালু হওয়া এই মার্চেন্ট অ্যাকাউন্টের (০১৮৮৬৯৬৯৮৫৯) মাধ্যমে সরকারের ত্রাণ তহবিলে যত খুশি তত অনুদান দেওয়া যাবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই মার্চেন্ট অ্যাকাউন্ট চালু করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। বাংলাদেশ সরকারের ডাক অধিদপ্তরের সেবা হিসেবে নগদকে কাজে লাগিয়ে এই ত্রাণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। কোনো খরচ ছাড়া যে কোনো নগদ অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে অনুদান দেওয়া যাবে।
নগদ অ্যাপ ব্যবহার করে সহজেই অনুদান দেওয়া যাচ্ছে। তা ছাড়া *১৬৭# ডায়াল করেও গ্রাহক এই নম্বরে সহজেই তার অনুদান জমা দিতে পারবেন। জমাকৃত অর্থ সরাসরি সরকারের তহবিলে জমা হয়ে যাবে।
এদিকে নগদের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশন, মাস্তুল, সাজিদা ফাউন্ডেশন, আভিযাত্রিকসহ অর্ধশতাধিক দাতব্য সংস্থাও বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহ করছে।
সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুরু হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। এই বন্যায় জীবন ও খাদ্য-পানীয়ের সংকটে আছেন লাখ লাখ মানুষ। এই মানুষের পাশে সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়িয়েছে সরকার। সেই সঙ্গে আগ্রহী মানুষেরা চাইলে সরকারের এই ত্রাণ তহবিলে অর্থ দিতে পারেন। আর এ জন্যই সরকারি ও বেসরকারি অনুদান সংগ্রহ প্রচেষ্টার বাইরেও নগদের দৈনিক ও মাসিক লেনদেনের পরিমাণ বাড়ানো হয়েছে।
উপদেষ্টার দপ্তরের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে নগদ কর্তৃপক্ষ যেমন অনুদান সংগ্রহের জন্য বিশেষ অ্যাকাউন্ট চালু করেছে, একইভাবে অন্যান্য বেসরকারি দাতব্য সংস্থার অনুদানের প্রচারণার বাইরে লেনদেনের পরিমাণ বাড়ানোয় নগদ গ্রাহকেরা খানিকটা হলেও স্বস্তি পাবেন।

দেশব্যাপী ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের ত্রাণ তহবিলে অর্থ প্রদানের জন্য সরকারের নির্দেশে বিশেষায়িত অ্যাকাউন্ট চালু করেছে মোবাইল আর্থিক সেবা সংস্থা নগদ। চালু হওয়া এই মার্চেন্ট অ্যাকাউন্টের (০১৮৮৬৯৬৯৮৫৯) মাধ্যমে সরকারের ত্রাণ তহবিলে যত খুশি তত অনুদান দেওয়া যাবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই মার্চেন্ট অ্যাকাউন্ট চালু করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। বাংলাদেশ সরকারের ডাক অধিদপ্তরের সেবা হিসেবে নগদকে কাজে লাগিয়ে এই ত্রাণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। কোনো খরচ ছাড়া যে কোনো নগদ অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে অনুদান দেওয়া যাবে।
নগদ অ্যাপ ব্যবহার করে সহজেই অনুদান দেওয়া যাচ্ছে। তা ছাড়া *১৬৭# ডায়াল করেও গ্রাহক এই নম্বরে সহজেই তার অনুদান জমা দিতে পারবেন। জমাকৃত অর্থ সরাসরি সরকারের তহবিলে জমা হয়ে যাবে।
এদিকে নগদের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশন, মাস্তুল, সাজিদা ফাউন্ডেশন, আভিযাত্রিকসহ অর্ধশতাধিক দাতব্য সংস্থাও বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহ করছে।
সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুরু হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। এই বন্যায় জীবন ও খাদ্য-পানীয়ের সংকটে আছেন লাখ লাখ মানুষ। এই মানুষের পাশে সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়িয়েছে সরকার। সেই সঙ্গে আগ্রহী মানুষেরা চাইলে সরকারের এই ত্রাণ তহবিলে অর্থ দিতে পারেন। আর এ জন্যই সরকারি ও বেসরকারি অনুদান সংগ্রহ প্রচেষ্টার বাইরেও নগদের দৈনিক ও মাসিক লেনদেনের পরিমাণ বাড়ানো হয়েছে।
উপদেষ্টার দপ্তরের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে নগদ কর্তৃপক্ষ যেমন অনুদান সংগ্রহের জন্য বিশেষ অ্যাকাউন্ট চালু করেছে, একইভাবে অন্যান্য বেসরকারি দাতব্য সংস্থার অনুদানের প্রচারণার বাইরে লেনদেনের পরিমাণ বাড়ানোয় নগদ গ্রাহকেরা খানিকটা হলেও স্বস্তি পাবেন।

বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এই সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকা আসছেন...
১ ঘণ্টা আগে
বেজার সঙ্গে চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন করবে, যেখানে তুলনামূলকভাবে কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং গ্যাসের প্রয়োজন হবে না।
৫ ঘণ্টা আগে
উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
৮ ঘণ্টা আগে
আবুল কালাম বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব নিয়েই পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নেয়। কিন্তু ইস্যুয়ার কোম্পানি ও ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, এখানে ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাইসিংসহ আরও কয়েকটি সমস্যা বিদ্যমান। পরে টাস্কফোর্সের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী আইপিও
৯ ঘণ্টা আগে