নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ব্যক্তিগত কাজে বিধিবহির্ভূতভাবে অফিসের গাড়ি ব্যবহার করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ সোমবার এ সম্পর্কিত এক প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রয়োজনের বাইরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি প্রজ্বালন, গিজার, বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়, জ্বালানি হিসেবে পেট্রল, ডিজেল, গ্যাস ওয়েল ও লুব্রিকেন্টের ব্যবহার ২০ শতাংশ বা ততোধিক কমিয়ে আনতে নেওয়া ব্যবস্থা চলমান রাখতে হবে। এ ছাড়া বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ বা ততোধিক হারে কমিয়ে আনতেও কার্যকর ব্যবস্থা জোরদার করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে গত ২৬ জুলাই বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় সাশ্রয়ে সরকারের গৃহীত নীতির আলোকে ব্যাংক খাতে খরচ কমানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনায় বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে বলা হয়।
ওই প্রজ্ঞাপনে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে চলতি বছরের শেষ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) এবং আগামী বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) আনুপাতিক হারে ব্যয় কমাতে নির্দেশনা দেওয়া হয়। একইভাবে জ্বালানি (পেট্রল, ডিজেল, গ্যাস প্রভৃতি), তেল ও লুব্রিকেন্ট এর জন্য বরাদ্দকৃত অর্থ হতে কমপক্ষে ২০ শতাংশ ব্যয় কামানোর কথা বলা হয়। সেই লক্ষ্যে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ১০ শতাংশ জ্বালানি সাশ্রয় করতে হবে। আর বাকি ১০ শতাংশ ২০২৩ সালের প্রথম ৬ মাসে কমাতে নির্দেশনা দেওয়া আছে।
কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়, এখন থেকে সকল ব্যাংকে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। জ্বালানি খাতে বরাদ্দ অর্থ থেকে যে পরিমাণ অর্থ সাশ্রয় হবে, তা কোনো অবস্থাতেই অন্য খাতে ব্যয় করা যাবে না। এ ছাড়া ব্যয় হ্রাস-সংক্রান্ত তথ্য ও কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করবে। ব্যাংকগুলো বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সংক্রান্ত সকল তথ্য বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল পরিচালিত নিরীক্ষাকালে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করবে।
এরই ধারাবাহিকতায় নতুন এই নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক, যেখানে ব্যক্তিগত কাজে অফিস-প্রদত্ত গাড়ি ব্যবহার নিষিদ্ধ করা হলো।

বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ব্যক্তিগত কাজে বিধিবহির্ভূতভাবে অফিসের গাড়ি ব্যবহার করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ সোমবার এ সম্পর্কিত এক প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রয়োজনের বাইরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি প্রজ্বালন, গিজার, বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়, জ্বালানি হিসেবে পেট্রল, ডিজেল, গ্যাস ওয়েল ও লুব্রিকেন্টের ব্যবহার ২০ শতাংশ বা ততোধিক কমিয়ে আনতে নেওয়া ব্যবস্থা চলমান রাখতে হবে। এ ছাড়া বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ বা ততোধিক হারে কমিয়ে আনতেও কার্যকর ব্যবস্থা জোরদার করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে গত ২৬ জুলাই বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় সাশ্রয়ে সরকারের গৃহীত নীতির আলোকে ব্যাংক খাতে খরচ কমানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনায় বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে বলা হয়।
ওই প্রজ্ঞাপনে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে চলতি বছরের শেষ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) এবং আগামী বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) আনুপাতিক হারে ব্যয় কমাতে নির্দেশনা দেওয়া হয়। একইভাবে জ্বালানি (পেট্রল, ডিজেল, গ্যাস প্রভৃতি), তেল ও লুব্রিকেন্ট এর জন্য বরাদ্দকৃত অর্থ হতে কমপক্ষে ২০ শতাংশ ব্যয় কামানোর কথা বলা হয়। সেই লক্ষ্যে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ১০ শতাংশ জ্বালানি সাশ্রয় করতে হবে। আর বাকি ১০ শতাংশ ২০২৩ সালের প্রথম ৬ মাসে কমাতে নির্দেশনা দেওয়া আছে।
কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়, এখন থেকে সকল ব্যাংকে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। জ্বালানি খাতে বরাদ্দ অর্থ থেকে যে পরিমাণ অর্থ সাশ্রয় হবে, তা কোনো অবস্থাতেই অন্য খাতে ব্যয় করা যাবে না। এ ছাড়া ব্যয় হ্রাস-সংক্রান্ত তথ্য ও কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করবে। ব্যাংকগুলো বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সংক্রান্ত সকল তথ্য বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল পরিচালিত নিরীক্ষাকালে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করবে।
এরই ধারাবাহিকতায় নতুন এই নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক, যেখানে ব্যক্তিগত কাজে অফিস-প্রদত্ত গাড়ি ব্যবহার নিষিদ্ধ করা হলো।

দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
২ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
২ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত তেল বাজারে আসতে পারে এই সম্ভাবনাও দাম বাড়া ঠেকাতে পারেনি।
২ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী গতি দেখিয়েছে। স্থির মূল্যে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫০ শতাংশে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৫৮ শতাংশ।
২ ঘণ্টা আগে