
সাম্প্রতিক বন্যাকবলিতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, ঋণের কিস্তি আদায় স্থগিত, দুর্যোগকালীন ঋণ ও বিভিন্ন সহায়তা দিতে নির্দেশ দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। গতকাল রোববার দেশের সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্দেশে এমআরএ পরিচালক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় অসহায় মানুষ সীমাহীন দুর্ভোগে দিনাতিপাত করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রঋণের যেসব গ্রাহক ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়েছেন তাঁদের অনেকেরই পক্ষে বর্তমানে ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব নয়। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের অধিক পরিমাণ ত্রাণসামগ্রী প্রয়োজন এবং ওই সব গ্রাহকের আয়ের ব্যবস্থা চলমান রাখতে নতুন ঋণ প্রয়োজন।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার দরিদ্র-অসহায় মানুষের মাঝে ক্ষুদ্রঋণের উদ্বৃত্ত তহবিলের অর্থ ব্যয়ে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, গোখাদ্যসহ ত্রাণসমাগ্রী বিতরণ ও বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে অনুরোধ জানানো হয়েছে। নতুন ঋণ-সুবিধার আওতায় ক্ষতিগ্রস্ত গ্রাহক যাতে দ্রুত সময়ে দুর্যোগকালীন ঋণসুবিধা পেতে পারেন, তার জন্য যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে।
ক্ষুদ্রঋণের গ্রাহক তাঁর জমা করা সঞ্চয় ফেরত চাইলে দ্রুততম সময়ের মধ্যে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে এমআরএ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতার কাছ থেকে দুর্যোগকালীন ঋণের কিস্তি আদায় স্থগিত রাখা এবং গ্রেস পিরিয়ড দিয়ে ঋণ পুনঃ তফসিলিকরণের বিষয়ে বলা হয়েছে।

সাম্প্রতিক বন্যাকবলিতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, ঋণের কিস্তি আদায় স্থগিত, দুর্যোগকালীন ঋণ ও বিভিন্ন সহায়তা দিতে নির্দেশ দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। গতকাল রোববার দেশের সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্দেশে এমআরএ পরিচালক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় অসহায় মানুষ সীমাহীন দুর্ভোগে দিনাতিপাত করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রঋণের যেসব গ্রাহক ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়েছেন তাঁদের অনেকেরই পক্ষে বর্তমানে ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব নয়। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের অধিক পরিমাণ ত্রাণসামগ্রী প্রয়োজন এবং ওই সব গ্রাহকের আয়ের ব্যবস্থা চলমান রাখতে নতুন ঋণ প্রয়োজন।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার দরিদ্র-অসহায় মানুষের মাঝে ক্ষুদ্রঋণের উদ্বৃত্ত তহবিলের অর্থ ব্যয়ে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, গোখাদ্যসহ ত্রাণসমাগ্রী বিতরণ ও বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে অনুরোধ জানানো হয়েছে। নতুন ঋণ-সুবিধার আওতায় ক্ষতিগ্রস্ত গ্রাহক যাতে দ্রুত সময়ে দুর্যোগকালীন ঋণসুবিধা পেতে পারেন, তার জন্য যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে।
ক্ষুদ্রঋণের গ্রাহক তাঁর জমা করা সঞ্চয় ফেরত চাইলে দ্রুততম সময়ের মধ্যে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে এমআরএ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতার কাছ থেকে দুর্যোগকালীন ঋণের কিস্তি আদায় স্থগিত রাখা এবং গ্রেস পিরিয়ড দিয়ে ঋণ পুনঃ তফসিলিকরণের বিষয়ে বলা হয়েছে।

সরকারিভাবে দাম বাড়ানোর পরও রাজধানীসহ দেশে বেসরকারি খাতের এলপিজি বাজারে নৈরাজ্য বন্ধ হয়নি। সরকার-নির্ধারিত দামের চেয়ে ৫০০-৭০০ টাকা বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে গ্রাহকদের। বরং দাম বাড়ানোর পর সরবরাহব্যবস্থার সংকট আরও বেড়েছে। অনেকেই দোকানে গিয়ে গ্যাস পাচ্ছেন না।
১ ঘণ্টা আগে
পুঁজিবাজারের গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান (এসওই) ও সরকারি অংশীদারিত্ব থাকা বহুজাতিক কোম্পানিগুলোর (এমএনসি) শেয়ার পুঁজিবাজারে আনার বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে বাজারে আনা
৫ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষ মাস ডিসেম্বরে দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে সম্প্রসারণের গতি আগের মাস নভেম্বরের তুলনায় সামান্য বেড়েছে। যদিও এই গতি খুব শক্তিশালী নয়, তবু রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায়িক চাপের মধ্যেও অর্থনীতি যে এখনো সম্প্রসারণের ধারায় রয়েছে, তা সাম্প্রতিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)
৭ ঘণ্টা আগে
লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১০টি কোম্পানিকে পুঁজিবাজারে আনার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
৮ ঘণ্টা আগে