
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই ঘটনায় আরও দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার ৯৩২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আলমগীর কবির সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৪ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২০ বছর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ব্যাংকের সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান ছিলেন।
বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ার বিক্রি করে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় আলমগীর কবিরকে ১২ কোটি টাকা এবং তুষার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে উল্লেখিত বিধিমালার সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় কোম্পানির তৎকালীন পরিচালক প্রফেসর সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ ছাড়া বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে ২০২১ সালের বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিধি মোতাবেক প্রভিশন না করায় বে লিজিংয়ের কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সতর্ক করেছে বিএসইসি।

চলতি অর্থবছর শেষে ভারত ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পথে রয়েছে। দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) চার ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে জাপানকে পেছনে ফেলে এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ভারত।
৯ ঘণ্টা আগে
গত মঙ্গলবার বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের মান গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ইউরো ও পাউন্ডের বিপরীতে এটি কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছানোর পাশাপাশি মাত্র এক সপ্তাহে প্রায় ৩ শতাংশ মান হারিয়েছে।
৯ ঘণ্টা আগে
দেশের বাজারে বেশ কয়েকদিন ধরে টানা বাড়ছিল সোনার দাম। তবে আজ শুক্রবার তিন লাখ টাকার দিকে ছুটতে থাকা সোনার দামে কিছুটা লাগাম পড়েছে। বড় পতনের পর ভরিপ্রতি দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা।
১১ ঘণ্টা আগে
প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগের ফলে সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।
১৬ ঘণ্টা আগে