আজকের পত্রিকা ডেস্ক

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই ঘটনায় আরও দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার ৯৩২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আলমগীর কবির সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৪ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২০ বছর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ব্যাংকের সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান ছিলেন।
বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ার বিক্রি করে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় আলমগীর কবিরকে ১২ কোটি টাকা এবং তুষার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে উল্লেখিত বিধিমালার সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় কোম্পানির তৎকালীন পরিচালক প্রফেসর সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ ছাড়া বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে ২০২১ সালের বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিধি মোতাবেক প্রভিশন না করায় বে লিজিংয়ের কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সতর্ক করেছে বিএসইসি।

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই ঘটনায় আরও দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার ৯৩২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আলমগীর কবির সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৪ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২০ বছর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ব্যাংকের সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান ছিলেন।
বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ার বিক্রি করে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় আলমগীর কবিরকে ১২ কোটি টাকা এবং তুষার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে উল্লেখিত বিধিমালার সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় কোম্পানির তৎকালীন পরিচালক প্রফেসর সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ ছাড়া বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে ২০২১ সালের বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিধি মোতাবেক প্রভিশন না করায় বে লিজিংয়ের কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সতর্ক করেছে বিএসইসি।

২০২৫ সাল জুড়ে একের পর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কের আঘাত সয়ে নিয়েই চীন রেকর্ড বাণিজ্য করে দেখাল। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন। গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা
১ ঘণ্টা আগে
নতুন বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে লাইসেন্সধারী সিঅ্যান্ডএফ এজেন্টরা অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
১ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
১১ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
১১ ঘণ্টা আগে